*প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল*

*

বুধবার প্রকাশিত হলো ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ। সংসদ জানিয়েছে, ‘ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪’। পাশে হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর, কলকাতা দশম স্থানে। এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন।

*পশ্চিমবঙ্গের তুমুল বৃষ্টি! কেমন যাবে আজকের আবহাওয়া?*


এখনই কাটছে না বিধ্বংসী ঝড়ের তান্ডব। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই এক দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি শহর কলকাতাতেও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আজ দক্ষিণের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২৪ শে মে ( বুধবার) *

 মেষ : দীর্ঘস্থায়ী মেয়াদে বিনিয়োগের চেষ্টা করুন। আপনার অতিরিক্ত জ্ঞান আজ সকলের নজর কাড়বে। বাড়ির এবং অফিসের কাজ মিটিয়ে আজ কিছুটা সময় সিনেমা দেখে কাটাতে পারেন।

বৃষ : সন্তানের উচ্চশিক্ষায় বিনিয়োগ করুন। অকারণ দুশ্চিন্তা করে দিনটিকে নষ্ট করবেন না। কর্মক্ষেত্রে নিজেকে আরও উপযোগী করে তুলতে আধুনিক হওয়ার চেষ্টা করুন। অন্যদের কাজে সাহায্য করুন। 

মিথুন : অকারণ ব্যয় করবেন না। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেকটা সময় কাটবে। এর ফলে মন হালকা হবে। তবে সময়ের অবব্যয় যাতে না হয় সে ব্যাপারে সাবধান থাকুন। পরিবারের সাথে আনন্দে সন্ধ্যা কাটবে।

কর্কট : আত্মবিশ্বাস বজায় রেখে কাজে করুন। আপনার প্রত্যয় এবং বিচক্ষণতা আপনাকে সাফল্য এনে দেবে। ভালোবাসার মানুষের কাছে মনের কথা বলতে পারবেন না আজ। পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে।

সিংহ : নেশার প্রতি দুর্বলতা কাটাতে হবে। আপনার বেপরোয়া জীবনযাপন বাড়ির গুরুজনদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে। এর ফলে পরিবারে মনোমালিন্য তৈরি হতে পারে।

কন্যা : স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। কপটতা না করে নির্দ্বিধায় নিজের কথা বলুন। বিনিয়োগ করা টাকা ফেরত পেতে পারেন। সমস্ত কাজ ভেবেচিন্তে করুন।

তুলা: সামাজিক কাজে যুক্ত হোন। ধর্মীয় অনুষ্ঠানে সময় কাটবে। আত্মবিশ্বাসের সাথে সফলতা পাবেন। আটকে থাকা কাজগুলিও মিটে যাবে। নতুন পরিকল্পনার কাজ শুরু হবে।

বৃশ্চিক : খেলাধুলায় কিছুটা সময় কাটান। অনেক দিকে খরচ হতে পারে আজ। তাই বুঝে শুনে খরচ করুন। বয়স্কদের সাথে কথাবার্তায় সংযত হোন। কর্মক্ষেত্রে চাপ একটু বেশি থাকবে। সন্ধ্যার পর স্ত্রীর সাথে আনন্দের সময় কাটবে।

  

ধনু : পরিবারকে সময় দিন। ব্যবসার দিকে বিশেষ নজর দিন। আজ বিকেলের মধ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসার কাজ সুসংহত করে নিতে হবে। পরে সময় নাও পেতে পারেন।

মকর : অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। সঞ্চিত টাকা সাবধানে রাখুন। সন্তানের জন্য সম্মানিত হতে পারেন কোনও সামাজিক অনুষ্ঠানে। কর্মক্ষেত্রে আজ মনের মতো কাজ পাবেন। অফিসের কাজ মিটিয়ে নিজের পছন্দের কিছু করতে সময় পাবেন।

কুম্ভ : আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না । বিবেচনার ভিত্তিতে তাদের সম্মান করুন। এই লোকেরা পরে আপনার কাজে আসবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যুক্তি এবং দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

মীন : কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলুন । তবে অকারণে খরচ না করাই ভালো। নিজের উদ্যম অন্যদের উপকারে ব্যয় করুন। যে কাজে আপনি যুক্ত নন তাতে উৎসাহ না দেখালেই ভালো।সন্ধ্যায় বন্ধুর বাড়িতে নিমন্ত্রিত হতে পারেন।

*ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ*

 দুবরাজপুরের পর এবার ভাঙড়। ঘটলো আরো এক বোমা বিস্ফোরণের ঘটনা। চালতাবেড়িয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে এবার ঘটেছে বোমা বিস্ফোরণ। জানা গেছে যে বিস্ফোরণে আহত হয়েছেন এক মহিলা। বিস্ফোরণে উড়ে গেলো বাড়ির একাংশ। এগরা, বজবজের পর গতকাল চাঞ্চল্য ছড়ায় বীরভূমের দুবরাজপুরের বিস্ফোরণকে কেন্দ্র করে। সেখানে বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে এক মহিলা জ্ঞান হারিয়েছিলেন।

*ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়*


ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় । ত্রিপুরার বিজেপি সরকারের প্রস্তাবে সাড়া দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক । কয়েকদিন আগে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিস, আজ বিকেলে তাতে সবুজ সঙ্কেত দেন মহারাজ।তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকে আরও একবার সৌরভের রাজনীতিতে আসার জল্পনা শুরু হয়েছে।

*রাজ্যে জারি কমলা সতর্কতা

   তীব্র তাপপ্রবাহের পর রাজ্যে এবার ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে , রাজ্য হাজির হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তাই আগামী ৪দিন রাজ্যে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই জারি হয়েছে কমলা সতর্কতা। তার জেরে গড় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে মনে হচ্ছে। তবে এই বৃষ্টির জেরে চাষের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

*চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর বড় সুযোগ! বিস্ফোরক মমতা*

নবান্নে কেজরিওয়াল-মমতার বৈঠক। নজরে ২০২৪-এর আগে বিরোধী ঐক্য। নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এরপর সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করলেন মমতা।

দাবি করলেন, 'মণিপুর এখনও অশান্ত, বিজেপির নেতা যায় না। কেন্দ্রের সরকার গণতন্ত্রকে বুলডোজার করছে। চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর বড় সুযোগ। বিজেপি সব এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে। কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতা করব। কেন্দ্র রাজ্যপালকে নিয়ে শাসন করতে চায় একমাত্র সুপ্রিম কোর্ট দেশকে বাঁচাতে পারে'।

*ইডি, সিবিআই-এর ব্যবহার করে বিজেপিঃ কেজরিওয়াল*

নবান্নে আজ মঙ্গলবার তিনজন মুখ্যমন্ত্রী মুখোমুখি হয়েছেন। এদিন আলোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিকে বৈঠকের পরেই বিজেপিকে আক্রমণ করলেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘যেখানে বিজেপি সরকার গড়তে পারে না, সেখানে ইডি, সিবিআই ব্যবহার করে।‘

*নবান্নের বৈঠক নিয়ে খোঁচা দিল সুকান্ত মজুমদার*

মঙ্গলবার শহরে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । নবান্নের অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বঙ্গ বিজেপি শিবির। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, এমন ঐক্য আমরা আগেও দেখেছি। এমন ঐক্য থাকে না। কারণ, প্রত্যেকেই প্রধানমন্ত্রী হতে চান। তাই কে কাকে প্রধানমন্ত্রী বানাবেন, কে কাকে চেয়ার ছেড়ে দেবেন, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে।’

*নজরে ২০২৪! কলকাতায় সাক্ষাৎ মমতা-কেজরিওয়ালের*

অপেক্ষার অবসান, অবশেষে কলকাতায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । জানা গিয়েছে, আজ সোমবার দুপুর ৩টে ১৪ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সূত্রের খবর, হোটেলে না গিয়ে সরাসরি তিনি নবান্নের দিকে যেতে পারেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন কেজরিওয়াল বলে খবর। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু।