Bankura

May 18 2023, 10:55

*এক গুচ্ছ কর্মসূচি নিয়ে বাঁকুড়ায় পৌঁছালেন অভিষেক*

বাঁকুড়াঃ 'নব জোয়ার' কর্মসূচীর ২৪ তম দিনে বাঁকুড়ায় এসে পৌঁছাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী তিন দিন জেলায় থাকবেন তিনি। আর সেই লক্ষ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে শাসক দল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর জেলা পুলিশও।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া জেলা সফরের পূর্ব নির্দ্ধারিত কর্মসূচীতে কিছু কাঁটছাঁট করা হয়েছে। এদিন তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার দুর্গাপুর থেকে সরাসরি দুপুর আড়াইটা নাগাদ বড়জোড়া চৌমাথা মোড়ে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের পক্ষ থেকে তাঁকে 'স্বাগত' জানানো হবে। পরে ৩ টা ১৫ নাগাদ দুর্লভপুর মোড়ে 'রোড শো', ৪ টায় শালতোড়া কলিজ মাঠে বিশেষ কর্মসূচী, ৫ টায় ছাতনার দুবরাজপুর বাসস্ট্যাণ্ড মোড়ে জনসংযোগ, সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ বাঁকুড়া-২ ব্লকের বলরামপুর ফুটবল মাঠে অধিবেশন ও সেখানেই রাত্রীবাসের কর্মসূচী রয়েছে তাঁর।

যদিও তৃণমূলের এই কর্মসূচীকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বুধবার সিমলাপাল রাজবাড়ি মাঠে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'ভাইপোর নেতৃত্বে এ নবজোয়ারের যাত্রা নয়, এ যাত্রা হলো চলো চলো তিহারের যাত্রা। এখন তিহারের পথে এগোচ্ছে'। আগামী দিনে অন্যদেরও অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের মতো অবস্থা হবে বলে তিনি ভবিষ্যদ্বানী করেন।

Bankura

May 17 2023, 19:08

*তৃণমূল চোর! বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর*

বাঁকুড়াঃ 'তৃণমূল প্রমাণিত চোর' ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে বাঁকুড়ার সিমলাপাল রাজবাড়ি মাঠে দলীয় জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে শুভেন্দু এদিন দাবি করেন, 'ডিয়ার লটারী গত দেড় তৃণমূলের ইলেকশান বণ্ডে ৩০০ কোটি টাকা দিয়েছে'। ঐ সংস্থা তাদের রিটার্নে ঐ কথা জানিয়েছে বলেও তিনি দাবি করেন। 

 নারদা স্টীং অপারেশন প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে এদিন বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'ও (অভিষেক বন্দ্যোপাধ্যায়ক) ম্যাথুকে দিয়ে চক্রান্ত করেছিল'।

 আদিবাসী কুড়মি সমাজের আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'বিজেপির এখানে কোন রোল নেই। একটি বিশেষ সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের 'লড়াই' বলে তিনি দাবি করেন।

 এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে তিনি বলেন, বিষমদ কাণ্ডে যে আইসিকে সরানো হয়েছিল, এখানে তাকে তদন্তভার দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

Bankura

May 17 2023, 13:24

*অভিষেকের কর্মসূচির আগেই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে 'তোলাবাজি'র অভিযোগ*

বাঁকুড়াঃ দলের 'সেকেণ্ড ইন কমাণ্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার' কর্মসূচীতে যোগ দিতে বাঁকুড়ায় আসার ঠিক একদিন আগেই তৃণমূল পরিচালিত বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে 'তোলাবাজি'র অভিযোগ তুলে পোষ্টার পড়লো এলাকায়। কে বা কারা কারা ঐ পোষ্টার লাগিয়েছে বিষয়টি স্পষ্ট না হলেও বুধবার সকাল থেকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিকনা এলাকায় লাগানো সাদা কাগজের উপর হাতে লেখা ঐ পোষ্টারে প্রধান কার্তিক চন্দ্র মালের বিরুদ্ধে একাধিক বিষয়ে 'তোলাবাজি'র অভিযোগ তোলা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে দলের নেতা তথা প্রধানের বিরুদ্ধে এই ধরণের পোষ্টারের ঘটনায় বেজায় অস্বস্তিতে ঘাস ফুল শিবির।

ঐ পোষ্টারে লেখা রয়েছে, 'ট্রেড লাইসেন্স তোলাবাজি, আবাস যোজনাতে তোলাবাজি, বেনামী জমি ওয়ারেশনে তোলাবাজি, সরকারী জমির দালালীতে তোলাবাজি, ঠিকাদারদের সিণ্ডিকেট গড়ে তোলাবাজি'। এছাড়াও ভুয়ো জবকার্ড তৈরীতেও প্রধান কার্তিক চন্দ্র মালের বিরুদ্ধে ঐ পোষ্টারে 'তোলাবাজি'র অভিযোগ আনা হয়েছে।

আর এই ঘটনাকে কেন্দ্র করে তৈরী হয়েছে শাসক-বিরোধী তর্জা। যদিও এবিষয়ে বিকনা গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মালকে এবিষয়ে জানাল জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে বাঁকুড়া-২ ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহ বলেন, আগামীকাল আমাদের দলের নেতা জেলায় আসবেন, তার আগে বিরোধীরা এসব করে অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে তিনি দাবি করেন।

বর্ষীয়ান সিপিআইএম নেতা কিঙ্কর পোষাক বলেন, ঐ প্রধানের বিরুদ্ধে আগেও এধরণের অভিযোগ আছে। তৃণমূলে যে যতো বড় তোলাবাজ সে ততো বড় নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ সাংসদ, তিনি জেলায় আসার জন্য 'পুলিশ ১৮-২১ মে বিরোধীদের সভার অনুমতি দিচ্ছেনা'। তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে এভাবে আরো পোষ্টার, দেওয়াল লিখন হবে বলেও তিনি জানান।

স্থানীয় বিজেপি নেতা দেবাশীষ দত্ত এপ্রসঙ্গে বলেন, পোষ্টার বিতর্কে বিজেপির নাম জড়িয়ে লাভ নেই, মানুষ এভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। পঞ্চায়েত ভোট হলেই 'তৃণমূল হারবে' বলে তিনি দাবি করেন।

Bankura

May 16 2023, 19:32

*মৎস্য চাষ বাড়াতে সরকারের নয়া উদ্যোগ*

বাঁকুড়াঃ মৎস চাষীদের উৎসাহিত করতে ও রাজ্যে মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণতালাভে বিশেষ উদ্যোগ নিল রাজ্য মৎস্য দপ্তর। এবার আর খোলা পুকুরে নয়, মাছ চাষ হবে নির্দিষ্ট খাঁচার মধ্যেই। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে এই প্রকল্পের উদ্বোধন হলো বাঁকুড়ার মুকুটমনিপুর কংসাবতী জলাধারে। প্রকল্পের সূচণা করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক কে.রাধিকা আইয়ার সহ অন্যান্যরা।

 সূত্রের খবর, সি.আই.এফ.আর.আই-আই.সি.এ.আর এর সঙ্গে মৎস্য দপ্তরের যৌথ প্রকল্প এটি। মুকুটমনিপুর জলাধারের খাঁচায় যে মাছ চাষ হবে তা আগামী ন'মাসের মধ্যে এক একটি মাছের ওজন ৮ কেজি পর্যন্ত হতে পারে।

রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এদিন বলেন, মাছ আমদানির দিন প্রায় শেষ, এবার আমাদের লক্ষ্য মাছ রপ্তানি করা। ১০ ফুট গভীতরতা যুক্ত জলাশয়ে খাঁচার মাধ্যমে মাছ চাষ সম্ভব। এই ব্যবস্থায় মাছ ও মাছের খাবার কোন কিছুই নষ্ট হবেনা। আর এবিষয়ে সংশ্লিষ্ট মাছ চাষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ তারা দেবেন বলেও জানান।

Bankura

May 15 2023, 10:26

*কারখানা কর্তৃপক্ষে অত্যাচার ! পথে নামল বিজেপি*

বাঁকুড়াঃ কারখানা কর্তৃপক্ষের 'দাদাগিরি আর স্বৈরাচারি মনোভাবে'র অভিযোগ তুলে আন্দোলনে নামলো বিজেপি। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্পতালুকে একটি বেসরকারী কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন ঐ দলের নেতা কর্মীরা।

বিজেপির বড়জোড়া মণ্ডল-১ সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, গত তিন বছর ধরে এই কারখানায় শ্রমিকরা কাজ করছেন। শ্রমিক শোষণ অব্যাহত। কারখানা কর্তৃপক 'একনায়কতন্ত্র' কায়েম করে রেখেছেন। শ্রমিকরা 'প্রতিবাদ' করলেই 'ঘাড়ধাক্কা' দিয়ে তাদের বের করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই বিজেপির আন্দোলন বলে তিনি জানান।

যদিও এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।

Bankura

May 15 2023, 10:24

*মহা সমারহে পালিত হল রবীন্দ্রজয়ন্তী*

বাঁকুড়াঃ 'রবি মাসে' রবিবাসরীয় সন্ধ্যায় অভিনব উদ্যোগ 'পথের পাঁচিলী' বাঁকুড়ার। এই সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গন এদিন কিছুক্ষণের জন্য হলেও সন্ধ্যা রঙে রঙে রঙ্গিন হয়ে উঠলো।

এক দিকে মঞ্চে যখন 'পথের পাঁচালী'র সদস্যরা নাচে, গানে, কথায়, কবিতায় সাংস্কৃতিক মঞ্চে ঝড় তুলছেন, ঠিক তখন অন্যদিকে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে চলছে সান্ধ্যকালীন রক্তদান শিবির। আর এই সুযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আর রক্তদান শিবির ঘিরে মিলেমিশে একাকার হয়ে গেলেন সকলে। এমনকি এই অনুষ্ঠানের শুরুতেও ছিল চমক। কোন প্রথিতযশা ব্যক্তিত্বকে দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন নয়, 'পথের পাঁচালী'র এক ক্ষুদে সদস্য ফিতে অনুষ্ঠানের সূচণা করলো। যা আয়োজকদের ব্যতিক্রমী ভাবনার প্রকাশ বলেই উপস্থিত অনেকেই মনে করছেন বলে জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন এই শিবিরে ## মহিলা সহ ১০৫ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা।

সাংস্কৃতিক সংগঠন 'পথের পাঁচালী'র সম্পাদক সৌম্য মুখার্জী, সভাপতি গৌতম মুখার্জীরা বলেন, সবেমাত্রেক বছর পূর্ণ করলো আমাদের এই সংগঠন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজকর্ম পরিচালনাও আমাদের সংগঠনের অন্যতম মূল উদ্দেশ্য। তাই 'সংস্কৃতির শহর' হিসেবে পরিচিত বাঁকুড়ার মানুষের মধ্যে তাঁরা ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন।

Bankura

May 15 2023, 09:32

*ড্রেনের ভেতর থেকে উদ্ধার মৃতদেহ, ছড়াল উত্তেজনা*


বাঁকুড়াঃ হাই ড্রেনের ভীতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচা-গলা মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে।রবিবার রাতে শহরের কেরানীবাঁধ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই একটি হাই ড্রেন থেকে পুলিশ ঐ মৃতদেহ উদ্ধার করে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে হঠাৎ করেই ঐ হাইড্রেনের নর্দমার ভীতর থেকে পচা দূর্গন্ধ পেয়ে এলাকার লোকজন বাঁকুড়া সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হাই ড্রেনের ঢাকনা সরিয়ে পচাগলা মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা পলু বাউরী, পান্না বাগদী, লালমোহন মুখার্জীরা বলেন, এই ধরণের ঘটনা এই এলাকায় এর আগে কোন দিন ঘটেনি। আমরা যথেষ্ট আতঙ্কিত। একই সঙ্গে এই ধরণের অবাঞ্ছিত ঘটনা রোধে প্রয়োজনীয় পুলিশী পদক্ষে নেওয়ার দাবিও তারা জানান।

পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি, মৃতের নাম পরিচয় জানার চেষ্টা একই সঙ্গে বিষয়টি খুন না আত্মহত্যা তা জানার চেষ্টার পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Bankura

May 14 2023, 13:05

*বাঁধ তৈরিতে এবার কাটমানি! প্রশ্নের মুখে শাসক দল*

বাঁকুড়াঃ সাম্প্রতিক সময়ে রাজ্যে 'কাটমানি, স্বজনপোষণ আর দূর্ণীতি'র অভিযোগে বিধ্বস্ত শাসক দল। এবার নদীভাঙ্গন রোধে বাঁধ তৈরীতে বহুচর্চিত 'কাটমানি' ইস্যুতে শাসক তৃণমূলকে বিঁধলেন বাঁকুড়ার সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। 

  প্রসঙ্গত, সোনামুখীর নিত্যানন্দপুর কেনেটি মানা, সমিতি মানা আর পাণ্ডে পাড়া এলাকার বিস্তীর্ণ অংশের চাষযোগ্য জমি ইতিমধ্যে দামোদর গর্ভে বিলীন হয়ে গেছে। সারা বছর এমনিতে দামোদরে সেভাবে জল না থাকলে ফি বছর বর্ষায় ফুলে ফেঁপে ওঠে দামোদর। ফলে সেই সময় নদীভাঙ্গন লেগেই থাকেই। এই অবস্থায় কেন্দ্রের আই.আর.ডি.এফ প্রকল্পে রাজ্য সেচ দপ্তরের তত্ত্বাবধানে ঐ এলাকায় নদী বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। আর ঐ কাজ পরিদর্শণে গিয়ে 'কাটমানি' ইস্যুতে শাসক দলকে এক হাত নিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামি। এই এলাকার নদীভাঙ্গন রোধে বাঁধ তৈরীর দাবিতে ২০২১ পরবর্ত্তী সময়ে বিধানসভার ভীতরে ও বাইরে তিনি লাগাতার আন্দোলন করেছেন দাবি করে বলেন, 'এই কাজে কেউ যেন এক পয়সাও 'কাটমানি না খায়'। বরাদ্দ অর্থের একশো শতাংশ যেন খরচ হয়। পুরো বিষয়টির উপর তিনি ও তাঁরা কড়া নজর রাখবেন বলেই জানান।

 যদিও বিজেপি বিধায়কের বক্তব্যকে আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলের নেত্রী তথা উত্তর নিত্যানন্দপুর সংসদের পঞ্চায়েত সদস্যা আলোমতি মণ্ডল বলেন, বিধায়কের নিজের বাড়ির এলাকাও তো ভাঙ্গন কবলিত, উনি আগে সেদিকে নজর দিন। তবে এই নদীবাঁধ তৈরীর পিছনে পুরো কৃতিত্ব তৃণমূলের বলেও তিনি দাবি করেন।

 দায়িত্বপ্রাপ্ত দামোদর ক্যানেল ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়র সোহারেব শেখ বলেন, এই কাজে ১ কোটি ৭৭ লক্ষ ৯৪ হাজার টাকা বরাদ্দ হচ্ছে। এখনো পর্যন্ত সুমসৃনভাবে কাজ হচ্ছে। এই কাজে কোন সমস্যা হলে স্থানীয়রা জানালে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Bankura

May 13 2023, 12:02

*ঘূর্ণিঝড়ের মাঝেও বাঁকুড়ায় অব্যাহত তাপপ্রবাহ*

বাঁকুড়াঃ 'মোচা'র আগমনী বার্তাতেও স্বস্তি নেই বাঁকুড়াবাসীর। তাপপ্রবাহ অব্যাহত, সঙ্গে বিক্ষিপ্তভাবে জেলায় তীব্র জলসংকট তো আছেই। নদী, নালা, খাল, বিল শুকিয়ে গেছে। এই অবস্থায় পানীয় জলের সমস্যা সমাধানে পথ অবরোধ করলেন বড়জোড়া ব্লক এলাকার খাঁড়ারি গ্রাম পঞ্চায়েতের নিরিশা-মেট্যাপাড়ার প্রমিলা বাহিনী। শনিবার সকাল থেকে ফুলবেড়িয়া-গঙ্গাজলঘাটি ভায়া রামহরিপুর রাস্তার উপর হাঁড়ি-কলসি মেট্যাপাড়া গ্রামে পথ অবরোধ করেন তাঁরা। দিনের ব্যস্ততম সময়ে এই অবরোধের জেরে আটকে পড়েছে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।

  অবরোধকারীদের দাবি, গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। দু'টি মাত্র টিউবওয়েল মাঝে মধ্যেই অচল হয়ে পড়ে। স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক অফিসে জানিয়েও কোন কাজ হয়নি। এই অবস্থায় প্রশাসনের কর্তাব্যক্তিরা গ্রামে না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

 স্থানীয় বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা স্থানীয় বিধায়ক অলোক মুখার্জীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে অবরোধে অংশ নেওয়া বৃদ্ধা কল্যাণী রায় বলেন, ভোটের আগে বিধায়কের দেখা পেয়েছিলাম। সেই সময় ওনার মঙ্গল কামনায় সত্যনারায়ণ পূজা করেছি, উনি সেই সময় প্রসাদ খেয়ে গেছেন। ভোটে জেতার পর আমাদের কথা বিধায়কের আর মনে নেই। উনি এলাকায় পা রাখেননা। স্থানীয় তৃণমূল নেতা থেকে পঞ্চায়েত সর্বত্রই জানিয়ে কাজ হয়নি বলে তিনি দাবি করেন।

  খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছেছে বড়জোড়া থানার পুলিশ। পুলিশ-অবরোধকারী আলোচনা চলছে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত অবরোধকারীরা নিজেদের অবস্থানে অনড়, অবরোধ চলছে বলেঅবরোধকারীরা

Bankura

May 12 2023, 15:28

বাঁকুড়ার সিমলাপালে বিজেপির সভা নিয়ে সাংবাদিক সম্মেলন


বাঁকুড়াঃ ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। পুলিশ অনুমতি না দিলেও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার জন্য অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। খবরে প্রকাশ, আগামী ১৭ মে বিকেল ৩ টা থেকে ৭ টার মধ্যে সিমলাপালে সভা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে সিমলাপাল রাজবাড়ি মাঠে সভা করার কথা ছিল রাজ্য বিধানসভার বিরোধী দলেতা শুভেন্দু অধিকারীর। সেই মতো যাবতীয় প্রস্তুতিও শুরু করে বিজেপি। কিন্তু শেষ মুহূর্তে পুলিশী অনুমোদন না পাওয়ার অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে ঐ 'সভা বাতিলে'র কথা ঘোষণা করা হয় ও একই সঙ্গে আদালতের দ্বারস্থ হন তারা। অবশেষে শুক্রবার হাইকোর্ট আগামী ১৭ মে সিমলাপালেই সভা করার অনুমতি দেয়। আর এই খবর বাঁকুড়ায় আসার পরই আনন্দোৎসবে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেন তারা।

 

এদিন শহরের একটি বেসরকারী হোটেলে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, শত চেষ্টা করেও তৃণমূল ও পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারীর সভা আটকাতে পারলোনা। একই সঙ্গে তিনি বলেন, 'যুব রাজের প্রমোদ ভ্রমণে'র আগেই শুভেন্দু অধিকারীর সভায় 'বিক্ষুব্ধ তৃণমূলীরা যোগ দেবে খবর পেয়েই প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দল সভা আটকাতে চেয়েছিল'। অবশেষে আদালতের নির্দেশে সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।