May 16 2023, 19:07
*"মনের কথা পুলিশ, দিদির সঙ্গে"*
উত্তর ২৪ পরগনা: কিছুদিন আগে সোদপুরের সুখচরে মোবাইল বেশি দেখার জন্য মা বকাবকি করেছিল এক স্কুল ছাত্রীকে। অভিমানে সেই ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। অপর একটি ঘটনায় মোবাইল কিনে দেওয়ার জন্য বার বার অনুরোধ করেছিল এক স্কুল ছাত্র। পরিবারের লোকজন রাজি হননি। আর সেই অভিমানে ওই স্কুল ছাত্র আত্মহত্যার পথ বেছে নেন। দুটি ঘটনাই ব্যারাকপুর পুলিস কমিশনারেট এলাকায় ঘটেছে। তবে, এগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এই শিল্পাঞ্চলে এই ধরনের ঘটনা আখছাড় ঘটছে। এবার টিনএজারদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে ব্যারাকপুর পুলিস কমিশনারেট।
"মনের কথা পুলিশ দিদির সঙ্গে।"মঙ্গলবার অভিনব এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে।
নিজর পছন্দমতো কোনও কিছু না পেলেই অভিমানে টিনএজাররা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কমিশনারেট এলাকায় একাধিক থানায় টিনএজারদের আত্মহত্যার ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হচ্ছে। ফলে, টিনএজারদের মনের কথা বুঝতেই পুলিসের এই উদ্যোগ। নতুন এই প্রকল্পের সুবিধা কী করে পাবে টিনএজাররা। এই প্রকল্প ব্যাখ্যা করতে গিয়ে পুলিস কমিশনার অলক রাজোরিয়া বলেন, "নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হবে। সেই নম্বর পুলিস প্রশাসনের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে টিনএজারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সেখানে ফোন করে তাঁরা নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। একজন মহিলা পুলিস অফিসারকে এই কাজের জন্য নিয়োগ করা হবে।
কী কী সমস্যার কথা জানানো যাবে। বন্ধুর সঙ্গে মনোমালিন্য, প্রেমে ব্যর্থ, শিক্ষকের শাসন, বাবা মায়ের বকাঝকা সহ নিজের অত্যন্ত পরিচিত কারোর দ্বারা যৌন হেনস্তা বা শ্লীলতাহানির শিকার হলেও সমস্ত কিছুই চাইলে টিনএজাররা পুলিস দিদির সঙ্গে কথা বলতে পারবে। পুলিস দিদি প্রয়োজনমতো তার সঙ্গে কথা বলবে। প্রয়োজনে কাউন্সেলিং করবে। এমন কী পুলিস প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে সেটাও নেওয়া হবে। মূলত, কী বিষয় নিয়ে তারা অভিমানে রয়েছে তা জেনে সমস্যা সমাধানে উদ্যোগী হবে কমিশনারেটের কর্তারা"।
ব্যারাকপুর পুলিস কমিশনার অলক রাজোরিয়া বলেন, এই উদ্যোগের মাধ্যমে টিনএজারদের পাশে থাকার বার্তা দেওয়া যাবে। অনেক সময় তাদের ঠিকমতো করে কাউন্সেলিং না করার জন্যই তারা না বুঝেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেটা রুখতে আমাদের এই পদক্ষেপ। এর আগে 'পুলিস বন্ধু'র মত কর্মসূচি নিয়েছিলেন পুলিস কমিশনার। সেই কর্মসূচিতে ভালই সাড়া পেয়েছে। এবার নতুন কর্মসূচি, মনের কথা পুলিস দিদির সঙ্গে।


May 17 2023, 18:10