প্রয়াত কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী অরুণ মন্ডল
কলকাতা:প্রয়াত হলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরুণ মন্ডল। প্রতিথযশা ল'ফার্ম "ফক্স অ্যান্ড মন্ডলে"র অন্যতম সিনিয়র পার্টনার অরুণ মন্ডল বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। প্রয়াত এই প্রবীণ আইনজীবীর প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় তিনি লিখেছেন, "তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি 'ফক্স অ্যান্ড মণ্ডল'-এর অন্যতম কর্ণধার ছিলেন।
অশীতিপর অরুণবাবু কিছুকাল যাবৎ অসুস্থ ছিলেন। তাঁর প্রয়াণে আইন জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অরুণ কুমার মণ্ডলের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি'। ১৯৪২ সালের ৫ জানুয়ারি এই শহরেই জন্ম অরুনের। তিনি স্কটিস চার্চ কলেজ থেকে পাশ করে আইনে স্নাতক হন। ১৯৬৯ সালে শুরু করেন আইনজীবী হিসাবে কর্মজীবন। যুক্ত হন ফক্স অ্যান্ড মন্ডলের সঙ্গে। বর্তমানে তিনি সংস্থার অন্যতম প্রবীন আইনজীবী ছিলেন।
ফক্স অ্যান্ড মন্ডলের তরফে তাঁর প্রয়ানে সমবেদনা জানিয়ে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। আইনি সংস্থা হিসাবে ১২৫ বছরের জীবনযাত্রায় অরুন মন্ডল অন্যতম কান্ডারী ছিলেন। তাঁর দেখানো পথেই সংস্থা আরও উন্নত পরিসেবা দেবে বলে অঙ্গীকার করেছে তারা। অরুনের আইনি সহায়তা পেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, এনটিপিসি, কোল ইন্ডিয়া, টি বোর্ডের মতো সংস্থাগুলি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল।
![]()
May 17 2023, 15:31