*সুভাষ-বঙ্কিমকে স্মরণ মুখ্যমন্ত্রী মমতার*


১৭৫ বছরে পদার্পণ করলো বেথুন কলেজিয়েট স্কুল। সেই উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে দুই কৃতী বাঙালি নেতাজি সুভাষ চন্দ্র বসু ও বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭৫ বছর পূর্তির অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ''বাংলার ইতিহাস, গর্বের ইতিহাস। বাংলার মতো এত সৃষ্টি কৃষ্টি কোথাও নেই। দেশকে জয়হিন্দ স্লোগান দিয়েছে বাংলার সুভাষচন্দ্র। বঙ্কিমের বন্দে মাতরম সারা দেশে সামাদৃত।''

অন্যদিকে, নারী শিক্ষা প্রসারে বেথুন কলেজিয়েট স্কুলের ভূমিকাওতুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ''১৭৫ বছর আগের চারা গাছ আজ মহীরুহে পরিণত হয়েছে।নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেথুন স্কুলের।নারী শিক্ষা ছাড়া সমাজ এগোতে পারে না।''

*শরাফ হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড, একগুচ্ছ নির্দেশিকা সুজিত বসুর*


শরাফ হাউস পরিদর্শন করলেন দমকলমন্ত্রী সুজিত বসু। দ্রুত আগুন নেভানোর কাজ চলছে বলে জানালেন তিনি। সেই সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখে দিলেন একগুচ্ছ নির্দেশ। আগুন নেভাতে ৫৫ মিটার ল্যাডার আনার নির্দেশও দিয়েছেন দমকলবাহিনীকে।

ঘটনাস্থলে যুদ্ধ তৎপরতায় কাজ চালাতে এল দমকলের আরো ৪ টি ইঞ্জিন। মোট ১৪ টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। ভেঙে পড়েছে ছাদের একাংশ। কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। রাজভবনের কাছে হওয়ায় তদারকিতে খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রাজ্যপালের সঙ্গে কথা বলেন তিনি।

*রাজভবনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড !বেরিয়ে এলেন রাজ্যপাল*


ফের কলকাতায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা গিয়েছে, আজ বুধবার ধর্মতলায় রাজভবনের কাছে শারফ হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে আগুন দেখে রাজভবন থেকে বেরিয়ে এসেছেন সিভি আনন্দ বোস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। এই শরাফ হাউসের ভেতরে রয়েছে বহু অফিস।

*তীব্র তাপপ্রবাহ থেকে রাজ্যবাসী কবে পাবে নিস্তার! জেনে নিন আজকের আবহাওয়া*


ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে তাপপ্রবাহের পূর্বভাস জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে ১৪টি জায়গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি সেলসিয়াস।আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাঅবে ৩৯.৭°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০.৪° সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৮ শতাংশ।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১০ই মে বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকবে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম—এই ৮ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে চলেছে।

*আজকের রাশিফল ১০ই মে (বুধবার)*


মেষ রাশি: কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে আপনি আজ লাভবান হবেন। যাঁরা কোনো ব্যবসা পরিচালনা করছেন তাঁরা আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। যা তাঁদের আর্থিকভাবে লাভবান করতে পারে।

বৃষ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই আপনি অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হবেন। অফিসের কাজ দ্রুত শেষ করে আপনি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন।

মিথুন রাশি: যদি আজ আপনি আপনার বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে সতর্কতার সাথে অর্থব্যয় করুন।

কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তাই, অযথা অর্থ নিয়ে চিন্তা করবেন না। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।

সিংহ রাশি: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। তবে, বাড়িতে চলা কোনো বিরোধ এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে আপনার মেজাজ আজ খিটখিটে হয়ে উঠতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনো সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে নিজের লক্ষ্যপূরণের জন্য অগ্রসর হন। আপনি আজ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সাথে কোনো পরিকল্পনা করতে পারেন।

তুলা রাশি: কর্মক্ষেত্রে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কাটবে। পাশাপাশি, আজ আপনি কোনো কাজে সহকর্মীদের কাছ থেকেও সাহায্য পেতে পারেন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা আজ তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ অবশ্যই নজর দিতে হবে। আজ কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি খাওয়াদাওয়ার প্রতি সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধের নয়। এমতাবস্থায়, অর্থ-সম্পর্কিত পরামর্শের জন্য আপনি আপনার বাবা অথবা অন্য কোনো অভিভাবকের সাথে কিছু আলোচনা করতে পারেন। ভালোবাসার মানুষটির সাথে ভালো সময় কাটবে। অবসর সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন।

ধনু রাশি: ভবিষ্যতে আর্থিক সঙ্কটের হাত থেকে বাঁচতে অযথা অর্থব্যয় না করে এখন থেকেই অর্থ সঞ্চয়ের প্রতি মনযোগ দিন। ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি আজ কোনো চমক পেতে পারেন। আজকে আপনি আপনার অবসর সময়ের সঠিক ব্যবহার করার জন্য কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন।

মকর রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আপনি আপনার মামাবাড়ির কোনো সদস্যের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। তবে, গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁরা বেশ কিছু দিন যাবৎ অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন।

কুম্ভ রাশি: আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। গর্ভবতী মহিলাদের আজ খুব সাবধানে চলাচল করতে হবে এবং সতর্ক থাকতে হবে। আপনার প্রেমের জীবন আজ প্রস্ফুটিত হবে। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। পরিবারের সদস্যদের সাথে আজ ভালো সময় কাটবে। নিজের লক্ষ্যে আজ অবিচল থাকুন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

মীন রাশি: আজ বাড়িতে অতিথিদের সমাগম ঘটবে। পাশাপাশি, তাঁদের সাথে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। আপনার বেপরোয়া আচরণের কারণে আজ আপনার কোনো একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন।

*জোড়াসাঁকোয় পা রাখলেন অমিত শাহ*

অবশেষে জোড়াসাঁকোতে ঠাকুরবাড়িতে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ মঙ্গলবার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়াসাঁকোর বিভিন্ন ঘর ঘুড়ে দেখেন অমিত শাহ। এদিন অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ।

*'গো ব্যাক অমিত শাহ', বাংলায় ঢুকতেই শুরু হল আক্রমণ*

সোমবার রাতেই ঠাসা কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস ও বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ বলে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এরই মাঝে অমিত শাহককে 'গো ব্যাক' বলা হল।

অমিত শাহকে কার্যত বহিরাগত বলে কটাক্ষ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য কমিটির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমাদের উচিত তাঁর উত্তরাধিকার ও অবদানকে সম্মান জানানো। কোনও বহিরাগতদের মাধ্যমে রাজ্যের শান্তি যাতে বিঘ্নিত না হয় সেটা দেখতে হবে। গো ব্যাক অমিত শাহ ।

*কবি প্রণাম*

কবি প্রণাম

কী যাদু তাঁর গানে

ড. অরবিন্দ শীট

রবীন্দ্রসঙ্গীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। রবীন্দ্রনাথের জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এছাড়া ভারতের জাতীয় স্তোত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম্‌ গানটিতে রবীন্দ্রনাথই সুরারোপ করেছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২। তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত। ৬৪ খণ্ডে প্রকাশিত স্বরবিতান গ্রন্থে রবীন্দ্রনাথের যাবতীয় গানের স্বরলিপি প্রকাশিত হয়েছে।

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সঙ্গীতচর্চার ব্যাপক প্রচলন ছিল। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথের অন্যান্য দাদারা নিয়মিত সংগীতচর্চা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে করতেন। কিশোর বয়সে রবীন্দ্রনাথের সঙ্গীতশিক্ষায় সর্বাধিক প্রভাব বিস্তার করেছিলেন তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এগারো বছর বয়সে লেখা ‘গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে’ গানটি সম্ভবত রবীন্দ্রনাথ কর্তৃক রচিত প্রথম গান। এরপর প্রায় ৭০ বছর ধরে তিনি নিয়মিত গান রচনা করে গিয়েছিলেন। স্বরচিত গীতিকবিতা ছাড়াও কয়েকটি বৈদিক স্তোত্র ও বৌদ্ধ মন্ত্র এবং বিদ্যাপতি, গোবিন্দদাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয়কুমার বড়াল, সুকুমার রায় ও হেমলতা দেবী কর্তৃক রচিত কয়েকটি গানে সুরারোপ করেছিলেন। তার লেখা শেষ গানটি হল ‘হে নূতন দেখা দিক আর বার’। ১৯৪১ সালে রবীন্দ্রনাথের জীবদ্দশায় তার শেষ জন্মদিনে এটি পরিবেশিত হয়েছিল।

রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন। সঙ্গীতকে তিনি বিদ্যালয়-শিক্ষার পরিপূরক এক বিদ্যা মনে করতেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর তার রচিত গানগুলি বাঙালি সমাজে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।

*সাগরে ফুঁসছে ভয়ংকর ঘূর্ণিঝড়! জেনেনিন আজকের আবহাওয়া*


ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে ‘মোকা’ । এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ঘূর্ণিঝড় হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর।আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে আন্দামানে। মঙ্গলবার ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

বুধবার ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে আন্দামানে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেটি কলকাতা থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদি সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ মায়ানমারের দিকে এগোতে থাকে, তা হলে তা পশ্চিমবঙ্গ বা ওড়িশায় ঢুকতে খুব বেশি সময় নেবে না। আজ রাজ্যের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৮ শতাংশ।

*আজকের রাশিফল ৯ই মে (মঙ্গলবার)*


মেষ রাশি: পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। কোনো কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। আজকে আপনার দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফলাফল পেতে থাকবেন।

বৃষ রাশি: আর্থিক দিক থেকে গ্রহ সংক্রান্ত স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। তাই, অবশ্যই সতর্ক থাকুন। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে একটি চক্রান্ত করতে পারেন। সেইজন্য আজ আপনাকে চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা মাথায় যেকোনো পারিবারিক সমস্যাকে সমাধান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: ব্যবসায়িক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আজ কারোর দ্বারা প্রভাবিত হবেন না। আপনার স্ত্রীর শান্ত মেজাজ আজ আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে। অযথা খরচ থেকে আজ বিরত থাকুন।

সিংহ রাশি: ভবিষ্যতের কথা ভেবে আজ থেকেই অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন এবং সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। শরীর নিয়ে অযথা চিন্তিত হয়ে পড়বেন না। সবার সাথে আজ সংযত হয়ে কথা বলুন। যাঁরা ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজ করেন তাঁরা আজ কোনো সুখবর পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের আজকে মদ-সিগারেট থেকে দূরে থাকা দরকার। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে মনোমালিন্য হতে পারে।

কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। অন্যদের সন্তুষ্ট করার জন্য আজ আজ নিজের ওপর চাপ সৃষ্টি করবেন না। আজ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবেন। তাই, তাঁর সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। বাড়ির পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্ত কাটবে।

তুলা রাশি: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ তাঁরা ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন এবং ব্যবসাকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবেন। আজ আপনার সময়মতো সাহায্য কাউকে বড়সড় বিপদের হাত থেকে বাঁচাবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। এই রাশির বৃদ্ধ জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন।

বৃশ্চিক রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন। নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার বন্ধুরা আজ আপনাকে এমন কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবেন যিনি আপনার চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলবেন। কোনো সমস্যায় পড়লে মাথা গরম না করে সেটিকে সামাল দেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য দিনটি ভালো। বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে।

ধনু রাশি: পরিবারের সদস্যদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। শিশুদের সাথে আজ কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারেন। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয় নিয়ে কিছুটা মনোমালিন্য হলেও পরে তা ঠিক হয়ে যাবে।

মকর রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। কোনো ভুল ভাব বিনিময়ের কারণে আজ আপনি সমস্যায় পড়তে পারেন। আজ আপনি আপনার পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে অর্থ সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলিকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। তবে, অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। আজ আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে চলা কোনো উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। যাঁরা এখনও সফলতা পাননি তাঁরা সঠিকভাবে পরিশ্রম করে গেলেই সফলতা অর্জন করতে পারবেন। এই রাশির জাতক-জাতিকারা আজকে নিজের ভাই-বোনদের সাথে টিভিতে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।

মীন রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে।