দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের
কলকাতা: ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিটে হাইস্কুলে বাংলার শিক্ষকের দাবিতে বিক্ষোভ হয়েছিল। বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্কুলের দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের। বুধবার দাড়িভিটে গুলিবিদ্ধ হয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এদিন এই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে আর্থিক সাহায্যের ব্যবস্থা করতে হবে বলে। আদালতের পর্যবেক্ষণ বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল বলেই এনআইএ তদন্ত। প্রসঙ্গত, সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল মৃতদের পরিবার।দাড়িভিটের এই ঘটনায় সেই সময় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি।তর্জা তুঙ্গে ওঠে তৃণমূল এবং বিজেপির নেতৃত্বের।
![]()
May 10 2023, 13:22