WestBengalBangla

Apr 20 2023, 17:44

*কলকাতায় ফিরবো না, প্রকাশ্যে ঘোষণা অভিষেকের!*

২৫ এপ্রিল থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করছে তৃণমূল, আজ তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বেই বাংলার গ্রামে গ্রামে যাবে তৃণমূল কর্মীরা । পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২ মাস-ব্যাপী প্রচারে নামছে তৃণমূল। জনসংযোগ যাত্রার নাম "তৃণমূলে নব জোয়ার"। ২৫ এপ্রিল দিনহাটা থেকে শুরু হবে কর্মসূচি। সাগরে গিয়ে সেটা শেষ হবে ২৪ জুন। অভিষেক ঘোষণা করলেন যে "দুমাস টানা রাস্তায় থাকবো, কলকাতায় ফিরব না"। পঞ্চায়েতই সমাজের শিরদাঁড়া, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে মন্তব্য অভিষেকের।

WestBengalBangla

Apr 20 2023, 17:43

*পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হবেঃ দাবি অভিষেকের*

রাজ্যে পঞ্চায়েত ভোট উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তৃণমূল। আজ আনুষ্ঠানিকভাবে জনসংযোগ যাত্রার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২ মাস-ব্যাপী প্রচার চালাবে দল।

পঞ্চায়েত ভোট অবাধে এবং শান্তিপূর্ণভাবে হবে, এমনটাই দাবি করলেন অভিষেক। ৭০০০ গ্রামীণ বুথে প্রার্থী ঠিক করতে মানুষের মতামত নেবেন বলে জানালেন। যেই প্রার্থী হোন না কেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে তাঁকে, ঘোষণা করলেন অভিষেক। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রার্থীকে মানুষের কাজ করতে হবে। তাঁর দাবি ৯-১০ বছর সাংসদ হিসেবে তাঁর যা অভিজ্ঞতা তাতে পঞ্চায়েতের ভূমিকা গুরুত্বপূর্ণ।

WestBengalBangla

Apr 20 2023, 16:01

*আগামী ২৬ এপ্রিল চার জেলায় ১২ ঘন্টা বনধের ডাক!*

বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি অতিথি শালায় সাংবাদিক সম্মেলন করে আগামী ২৬ এপ্রিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ১২ ঘন্টার বনধের কর্মসূচির কথা ঘোষণা করল ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। উল্লেখ করা যায় যে কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে ১ এপ্রিল থেকে ঘাঘর ঘেরা কর্মসূচি জঙ্গলমহল জুড়ে শুরু করেছে কুড়মি সমাজ।

তাই কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকা ভুক্ত করার দাবিতে এবং কুড়মি আন্দোলনের নেতাদের প্রশাসনের অপমান, নির্যাতন ও অসহযোগিতার প্রতিবাদ জানিয়ে আগামী ২৬ এপ্রিল ওই চার জেলায় ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়মি সমাজের রাজ্য নেতা শিবাজী মাহাত, কুড়মি সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি বীরেন মাহাত, কৌশিক মাহাত সহ কুড়মি সমাজের অন্যান্য নেতৃত্বরা।

WestBengalBangla

Apr 20 2023, 12:35

*সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন রাজ্যপাল*

আচমকাই আরো এক বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাজির হলেন রাজ্যপাল সি ভি আন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পর এবার সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন তিনি। বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার পাশাপাশি তিনি বলেন যে এটা কোনো সারপ্রাইজ ভিজিট নয়। তিনি এসেছেন পড়ুয়াদের উৎসাহ দিতে। এমনকি বার বার আসবেন বলেও জানান তিনি।

WestBengalBangla

Apr 20 2023, 11:17

*উড়ালপুলে গর্ত*

মরণ ফাঁদ! উড়ালপুল জুড়ে গর্ত! এ কী কাণ্ড! যে কোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা? দায় কার? সল্টলেকের সুকান্তনগর-চিংড়িহাটা উড়ালপুলে ধস। দেখা দিয়েছে গর্ত। যার জেরে ধীর গতিতে হচ্ছে যান চলাচল। অফিস টাইমে প্রবল যানজটে নাকাল সাধারণ মানুষ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। নিউ গড়িয়া - এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি ঘটেছে বলে মেট্রোকেই কাঠগড়ায় তুলেছে বিধাননগর কমিশনারেট। যদিও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।

WestBengalBangla

Apr 20 2023, 07:29

*পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি! জেনে নিন আজকের আবহাওয়া*


আগামী চারদিনের পরিস্থিতি আরও ভয়াবহ হবে পশ্চিমবঙ্গের । রাজ্যে গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা একাধিক জায়গায় ৪০ ডিগ্রি পার করেছে। গরমের এই দাপট থেকে বাদ যায়নি উত্তরবঙ্গ। রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩.৭°সেলসিয়া এবং

সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩.৫° সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৮ থেকে ৮৭ শতাংশ। উত্তরবঙ্গের তিন জেলা মালদহ, দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

WestBengalBangla

Apr 20 2023, 07:26

*আজকের রাশিফল ২০শে এপ্রিল (বৃহস্পতিবার)*


মেষ রাশি- পেশাগত সম্পর্কে শুভতা থাকবে।লক্ষ্য অর্জনে সফল হবেন। প্রিয়জনের প্রত্যাশা পূরণ হবে। সুনাম ও প্রভাব বৃদ্ধি।

বৃষ রাশি- সাফল্যের শতাংশ বাড়বে। ব্যবসা ভাল হবে। আর্থিক বিষয়ে লোভ ও প্রলোভন এড়িয়ে চলুন। বাণিজ্যিক কর্মকাণ্ডে শৃঙ্খলার সঙ্গে উন্নতি। ব্যয় নিয়ন্ত্রণ করবেন।

মিথুন রাশি-আর্থিক ব্যবস্থার দিকে মনোযোগ দিতে হতে পারে। করের বোঝা বাড়তে পারে। বিনিয়োগ সংক্রান্ত কোনও আইনি বিষয় চলমান থাকলে, সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা।

কর্কট রাশি- স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খরচ করতে হতে পারে। আগের ঋণ শোধ করার চেষ্টা করুন। কাজের আলোচনায় যোগ দেবেন। পৈতৃক ও ঐতিহ্যবাহী কাজ এগিয়ে নিয়ে যাবে।

সিংহ রাশি-পেশাগত ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে। পদ-প্রতিপত্তি বাড়বে। সুসংবাদ মিলবে। সাহস বাড়বে। সমবায়ের ওপর জোর দিন। ব্যক্তিগত সাফল্যের রাস্তা খুলে যাবে। আপনি কোনও বিশেষ ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন।

কন্যা রাশি-অর্থনৈতিক কর্মকাণ্ডে উন্নতি।ভাগ্যের জোরে কাজ হবে। বড় ভাবুন। শুরুটা ভাল হবে। জনগণের আস্থা অর্জন সম্ভব। ব্যবসায় উন্নতি হবে।

তুলা রাশি-সমস্যার সমাধান হবে। ব্যক্তিত্বের প্রাধান্য থাকবে। সেরা কাজে গতি আনতে সক্ষম হবেন। দূরের যাত্রা সম্ভব। কাছের মানুষের সঙ্গে মত পার্থক্য বাড়তে পারে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে।

বৃশ্চিক রাশি-ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সম্পর্ক রক্ষার পাশাপাশি দায়িত্বও বহন করতে হবে। কর্ম-ব্যবসায় ভাল ফল পাবেন।

ধনু রাশি-অনেক টাকা সঞ্চয় করতে পারবেন না। আয়ের নতুন উৎস খুলতে পারে। সম্পত্তি কেনার সম্ভাবনা কম। কোনও বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। কোনও শুভ ঘটনার কারণে পরিবারে কিছু ব্যয়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

মকর রাশি-পারিবারিক বিষয়ে উৎসাহিত হবেন। এগিয়ে যান নির্দ্বিধায়। আলোচনা ফলপ্রসূ হবে। স্বাস্থ্য সমস্যার দিকে সর্বাধিক মনোযোগ দিতে হবে। অলসতার কারণে কোনও সুযোগ হাতছাড়া করবেন না।

কুম্ভ রাশি-জীবনে সফলতা পাবেন। ফলাফল উন্নত করবে। জমি এবং বাড়িতে বিনিয়োগ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। পারিবারিক জীবনে বেশি ব্যস্ত থাকবেন। একজন ভাল সঙ্গীর ভূমিকা পালন করবেন।

মীন রাশি- যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদেরও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। ধর্মীয় বিশ্বাস মজবুত হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। ভুল মেলামেশা থেকে দূরে থাকতে হবে।

WestBengalBangla

Apr 19 2023, 16:49

*ইস্তফা দেবেন মমতা! এ কি বললেন*

আজ বুধবার নবান্ন থেকে ফের একবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একজন ভুঁইফোড় নেতা বলছে যে তৃণমূল জাতীয় দলের মর্যাদা হারানোর পর আমি নাকি অমিত শাহজিকে ৪ বার ফোন করেছি। এটা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব।' মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'অমিত শাহের আচরণ স্বরাষ্ট্রমন্ত্রীর মতো নয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চক্রান্ত বলে তার পদত্যাগ দাবি করেছি।'

WestBengalBangla

Apr 19 2023, 16:48

*রাস্তায় বেরোলেই ফের মুখে মাস্ক! ঘোষণা মমতার*

রাজ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস । আগে এ ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ না করা হলেও বুধবার একাধিক পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, "সতর্ক থাকতে ভিড় উপেক্ষা করুন।" সেই সঙ্গে মাস্ক ব্যবহারের ব্যাপারেও পরমর্শ দিলেন মুখ্যমন্ত্রী।

WestBengalBangla

Apr 19 2023, 16:47

*অমিত শাহকে ফোন করেছেন মমতা! প্রকাশ্যে মুখ খুললেন নেত্রী*

ফের একবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সিঙ্গুরে বিজেপির এক সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন যে জাতীয় দলের তকমা হারানোর পর মমতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন। এবার এই ইস্যুতেই সরব হলেন মমতা। তিনি বলেন, 'মানুষের কাছে তৃণমূলকে নিয়ে ভুল বার্তা দিচ্ছে বিজেপি। পরিকল্পনা মাফিক ভুল বার্তা ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে। গায়ের জোরে সরকার ফেলার চেষ্টা হচ্ছে।'