Apr 15 2023, 07:27
*হ্যারি ব্রুক হ্যারিকেনে লন্ডভন্ড কলকাতা নাইট রাইডার্স*
কলকাতা: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স এ আই পি এল মুখোমুখি হয়েছিল কে কে আর ও সানরাইজার্স হায়দারাবাদ।প্রথম ব্যাট করে মূলত ইংল্যান্ডের নিউ সেনজেশন অলরাউন্ডার হ্যারি ব্রুক এর ব্যাটিং তান্ডবে ছত্রভঙ্গ কে কে আর এর সংসার। তাদের স্পিন বৈচিত্র্য খানখান,তথৈবচ পেস বোলিং। প্রথম থেকেই মারমুখী ও বিধ্বংসী ছিলেন হ্যারি ব্রুক।
ওভার প্রতি রান উঠছিল ১৪ করে। চার, ছয়ের বন্যা বইয়ে দিয়ে হ্যারি ব্রুক শতরান করলেন মাত্র ৫৫ বলে, আর তাতেই অপরাজিত রইল জয় করার পণ।হায়দারাবাদ তুলল বিশাল ২২৮ রানের এক ইনিংস। হ্যারি ব্রুক বোঝালেন কেন তাকে নিয়ে এখন এত মাতামাতি আর তার অবিশ্বাস্য স্ট্রাইক রেটের ই বা এত কদর কিসের।
এমন পর্বতসমান টার্গেট যে হাসিল করা যাবেনা, এমনকি তার ধারে কাছে যাওয়াও কষ্টসাধ্য তা শুরুতেই অনুমান করা গিয়েছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে লড়াইটা বিপক্ষ শিবিরে নিয়ে গেলেন কে কে আর দলনায়ক চূড়ান্ত অফ ফর্মে থাকা নীতীশ রাণা।
তিনি খেললেন এক ঝোড়ো ইনিংস। মাত্র ৪১ বলে ৭৫ রান, ছটি ছক্কার সাহায্যে। উপযুক্ত সঙ্গত দিলেন নবনায়ক রিঙ্কু সিং ৩১ বলে ৫৮ রানের আক্রমনাত্মক ইনিংস খেলে। তার ফলে ২২৮ তাড়া করতে গিয়ে কে কে আর ফিনিশ করল কাছাকাছি ২০৭ রানে। এই আই পি এল এ রিঙ্কু সিং এর যেন পুনর্জন্ম হল। এটাও বোঝা গেল আন্দ্রে রাসেল এখন অতীতের ছায়ামাত্র। নীতীশ রানার ফর্মে ফেরাটা কে কে আর পক্ষে যেমন ভাল দিক। অন্যদিকে সানরাউজার্স কিন্তু প্রাথমিক ব্যর্থতা কাটিয়ে পরপর দুটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে। তবে লাভের লাভ আজ ইডেনের। কে কে আর হারলেও এটা গৌরবজনক পরাজয় আর যা দর্শক বেশি করে দেখতে চায় সেই ব্যাটিং ও রান এর ফুলঝুরি আর স্ট্রোক এর রোশনাইও দেখল ইডেনের আপামোর ক্রীড়া প্রেমী মানুষ।
ছবি: খবর কলকাতা (সঞ্জয় হাজরা)।




Apr 17 2023, 14:49