WestBengalBangla

Apr 17 2023, 14:12

*ডিএ বৈঠকের সময় বেঁধে দিল হাইকোর্ট*

ডিএ নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বকেয়া ডিএ নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে ১০ দিনের মধ্যে রাজ্যকে বৈঠকে বসার পরামর্শ আদালতের। সংগঠনের ৫ জন প্রতিনিধিকে নিয়ে এই বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে তৈরি হবে একটি কমিটি।

সেই কমিটি আগামী ১০ দিনের মধ্যে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক করবে। সোমবার পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলায় আপাতত যেন পেন ডাউন না করা হয়।

অন্যদিকে, মামলার শুনানি চলাকালীন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে আদালত জানতে চায় তাদের চিন্তা-ভাবনা-পরিকল্পনার কথা। তবে সুপ্রিম কোর্ট মামলায় আবার স্থগিতাদেশ দিলে তারা কী করবেন সে বিষয়েও জানতে চায় আদালত।

WestBengalBangla

Apr 17 2023, 13:10

*মমতাকে খোঁচা দিলেন অগ্নিমিত্রা পল*

নিয়োগ দুর্নীতি কাণ্ডে বাড়ল ধৃতের সংখ্যা। তার ওপর এবারেও শাসক যোগ। বিধায়ক জীবন সাহার গ্রেফতারিতে ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''নিয়োগ দুর্নীতিতে আবার এক তৃণমূল বিধায়ক গ্রেপ্তার। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পরে জীবন শাহা। মমতা সরকার মানেই দুর্নীতির সরকার। সংগঠিত লুট হয়েছে।মুখ্যমন্ত্রী চুপ কেন? জীবন শাহার কর্মকান্ড আপনি কিছুই জানতেন না। আরও বিধায়ক গ্রেপ্তার হবে আগামীদিনে।''

WestBengalBangla

Apr 17 2023, 12:07

*সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল অভিষেকের*

সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর জারি হল অন্তর্বর্তী স্থগিতাদেশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। আগামী ২৪ এপ্রিল অভিষেকের আবেদনের শুনানি শুনবে বলে জানালো শীর্ষ আদালত।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এমনকি, অভিষেকের ২৯ মার্চের সভায় রাখা বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের মিল রয়েছে বলেও জানিয়েছিলেন বিচারপতি। পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তবে এখনই করা যাবে না জেরা।

WestBengalBangla

Apr 17 2023, 07:14

*উত্তরোত্তর বাড়ছে গরম! কেমন থাকবে আজকের আবহাওয়া*


সকাল থেকে আকাশের মুখ গোমড়া। সঙ্গে প্যাচপ্যাচে গরম। অস্বস্তির আবহাওয়ার আপাতত তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগের দিকে প্রবেশ করছে।

আজকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ পয়েন্ট ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আবহাওয়া থাকবে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সারাশহর জুড়েই চলবে তাপপ্রবাহ।

WestBengalBangla

Apr 17 2023, 07:12

*আজকের রাশিফল ১৭ই এপ্রিল (সোমবার)*


মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধের নয়। তাই, অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। শারীরিক দিক থেকে আজ সতর্ক থাকতে হবে।

বৃষ রাশি: বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে। পাশাপাশি, তাঁদের সাথে দুর্দান্ত সময়ও কাটবে। আপনি আজ আপনার কোনো সমস্যার কথা পরিবারের সদস্যদের জানাতে পারেন।

মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তবে, অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। আপনার সন্দেহপ্রবণ মানসিকতাকে আজ দূরে সরিয়ে রাখুন।

কর্কট রাশি: এই রাশির বিবাহিত ব্যক্তিরা আজ তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। আপনার শরীর আজ সুস্থ থাকবে।

সিংহ রাশি: রাত্রে অফিস থেকে বাড়িতে ফেরার সময়ে আজ আপনার সাবধানে গাড়ি চালানো উচিত। কোথাও অর্থ বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো।

কন্যা রাশি: আপনার কোনো বড় কৃতিত্বে আজ আপনার পরিবারের সদস্যরা খুশি এবং গর্বিত হবেন। আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পাতুলা রাশি জীবনকে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় সচল রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার চেষ্টা করুন। আজ আপনি আপনার জীবনে দীর্ঘসময় ধরে চলা কোনো উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন।

বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। আর্থিক দিক থেকেও আজকের দিনটি নিঃসন্দেহে ভালো।

ধনু রাশি: আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারা দিন যাবৎ চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমানে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনি আজ কোনো সামাজিক কাজকর্ম এবং দান-ধ্যানের মাধ্যমে সময় অতিবাহিত করবেন।

মকর রাশি: আপনি আজ আপনার স্ত্রীর সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনাও করতে পারেন। প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: পরিবারের কোনো গোপন খবর জানতে পেরে আপনি আজ অবাক হয়ে যাবেন। সাফল্য অর্জনের জন্য আজ থেকেই সঠিকভাবে পরিশ্রম শুরু করুন। আর্থিক দিক থেকে আজ অবশ্যই সতর্ক থাকতে হবে।

মীন রাশি: কোনো প্রতিবেশীর সাথে ঝগড়ার কারণে আপনার মেজাজ আজ খারাপ হয়ে যেতে পারে। আপনি আজ কোনো সৃষ্টিশীল কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি ভালো।

WestBengalBangla

Apr 16 2023, 20:05

*হাসপাতালে ভর্তি শুভেন্দু অধিকারী*


হাসপাতালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি পটাশপুরের বিজেপি নেতা তাপস মাঝি।

তার সঙ্গে হাসপাতালে দেখা করার বেশ কিছু ছবি ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় তার ওপর তৃণমূল বাহিনী হামলা চলায় বলে দবি করা হয়েছে ট্যুইট বার্তায়। শুভেন্দু এও উল্লেখ করেছেন যে গত এক বছরে এই নিয়ে তিনবার হামলা করা হল তার ওপর। আক্রান্ত বিজেপি নেতার দিকে পুলিশ সাহায্যের হাত বাড়ায়নি বলে সুর চড়িয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। অভিযোগ, পুলিশের তরফে কোনো সাহায্য মেলেনি। আক্রান্ত বিজেপি নেতাকে কলকাতায় নিয়ে আসেন দলেরই কর্মীরা। জখম কর্মীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। সেই সঙ্গে হামলার কথা উল্লেখ করে পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করার পরামর্শ দেন বলে জানিয়েছেন তিনি।

WestBengalBangla

Apr 16 2023, 13:51

*गर्मी की लहर के कारण कल से गरमी की छुट्टी, मुख्यमंत्री ने की घोषणा*


प्रदेश के लोग भीषण गर्मी से बेहाल हैं । पहले ही पारा 40 डिग्री सेल्सियस तक पहुंच चुका है। उस पर लू बरस रही है। ऐसे में घर से बाहर निकलना मुश्किल हो गया है. और इन्हीं बातों को सोचते हुए मुख्यमंत्री ममता बनर्जी ने रविवार को एक बड़ा ऐलान किया।

उन्होंने सोमवार से राज्य के सभी सरकारी स्कूलों, कॉलेजों और विश्वविद्यालयों के दरवाजे बंद करने की घोषणा की। यह अवकाश शनिवार तक रहेगा।राज्य सरकार की ओर से जल्द ही अधिसूचना जारी की जाएगी।

ईद को लेकर शनिवार को सभी सरकारी शिक्षण संस्थान बंद रहेंगे। नतीजतन, पूरे हफ्ते छुट्टी है। मुख्यमंत्री ने निजी शिक्षण संस्थानों को भी छुट्टी देने का अनुरोध किया।

WestBengalBangla

Apr 16 2023, 13:35

*তাপপ্রবাহের জেরে আগামিকাল থেকে পড়ছে গরমের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর*

প্রচন্ড গরমে নাজেহাল রাজ্যবাসী। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ পৌঁছিয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তার ওপর বইছে লু। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরনো মুশকিল হয়ে পড়েছে। আর এসব কথা ভেবেই রবিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করার ঘোষণা করলেন তিনি। শনিবার পর্যন্ত চলবে এই ছুটি।শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে রাজ্য সরকারের তরফে। শনিবার ঈদের জন্য বন্ধ থাকবে সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে পুরো সপ্তাহটাই ছুটি থাকছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলিকেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

WestBengalBangla

Apr 16 2023, 12:12

*সভা থেকে অমিত শাহকে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম*

সিউড়ির সভা থেকে গরু পাচার মামলা নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ওপর দায় চাপিয়ে তিনি বলেন, ''বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকালে তার দায় আপনার।গরুর টাকা নিয়েছে উত্তর প্রদেশের বিজেপি, স্বরাষ্ট্রমন্ত্রক। আর বিএসএফের রক্ষাকর্তা স্বরাষ্ট্রমন্ত্রক।''

WestBengalBangla

Apr 16 2023, 11:53

*বাংলায় এনকাউন্টারে মেরে ফেলা হয় না! সুর চড়ালেন ফিরহাদ*

আতিক আহমেদের মৃত্যুর প্রসঙ্গ টেনে বীরভূমের সভা থেকে সুর চড়ালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ''উত্তরপ্রদেশের মতো বাংলায় এনতাউন্টারে মেরে ফেলা হয় না।'' প্রসঙ্গত, তিহার জেলে গরু পাচার মামলায় বন্দি বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

তার গড়ে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার পাল্টা সভা করছে তৃণমূল। অনুব্রতর গড়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধ নীতির প্রতিবাদে এই সভার দায়িত্ব ফিরহাদ হাকিমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই যোগী রাজ্যে এনকাউন্টার নিয়ে এক হাত নিলেন তিনি।