Apr 01 2023, 15:36
*নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের অভিনব উদ্যোগ –মৎস্যজীবিদের ডিজিটাল সংযুক্তি*
আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌছানোর উদ্দেশ্যে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগ “মৎস্য বিভাগ- নন্দীগ্রাম-১” নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছে। এর মাধ্যমে কোন মৎস্যচাষি, মৎস্যজীবি ও নব মৎস্য-উদ্যোক্তা বা অন্য কোন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প, নির্দেশিকা ও চাষের যাবতীয় তথ্য পাবেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোস্টার এর শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি। দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোস্টার লাগানো হয়েছে যাতে অতি সহজে মাছ চাষিরা যুক্ত হতে পারেন। এলাকায় আপামোর সকল মৎস্যজীবীদের এই অভিনব ডিজিটাল সংযুক্তিতে বেশ উৎসাহ দেখা দিয়েছে। কি এই লক্ষ ও উদ্দেশ্য ? – মৎস্য দপ্তর থেকে জানা গেছে “আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকর ভাবে পৌঁছানো, মৎস্য চাষীদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ ব্যবস্থা করা, মৎস্যচাষীরা একজন আরেকজনের সহযোগিতা করা, একজন নতুন সদস্য উদ্যোক্তা তৈরি করা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য।
এই বিষয়ে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “মৎস্য সম্প্রসারনের উদ্দেশ্যে যেমন প্রত্যন্ত গ্রামে গঞ্জে বৈঠক করছি তেমনি মৎস্য দপ্তরের বার্তা নির্দেশিকা সহ প্রতিনিয়ত উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি মৎস্য চাষি, মৎস্যজীবি ও নব মৎস্য-উদ্যোক্তাদের নিকট আরো সহজে ও দ্রুত পৌছে দিতে এই “মৎস্য বিভাগ- নন্দীগ্রাম-১”নামক হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে এবং মৎস্য দপ্তরের কার্যালয় সহ দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোষ্টার লাগানো হয়েছে”।

Apr 03 2023, 11:46