Eastmedinipur

Apr 03 2023, 11:46

আজ থেকে চারদিনের সফরে পূর্ব মেদিনীপুরে থাকবেন মুখ্যমন্ত্রী


পূর্ব মেদিনীপুর: আজ থেকে পূর্ব মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মোট চারদিন পূর্ব মেদিনীপুরে থাকবেন মুখ্যমন্ত্রী । এই চারদিনে সফরে প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক সভা ও করবেন তিনি।

সূত্রে খবর সোমবার সকালে ডুমুরজোলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে রওনা দিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পৌঁছাবেন।খেজুরিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মূলত পূর্ব মেদিনীপুর জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই অনুষ্ঠানের পর খেজুরি থেকেই হেলিকপ্টারে করে দীঘায় পৌঁছাবেন।

সোমবার দীঘায় তেমন কোন কর্মসূচি নেই। মঙ্গলবার দীঘা হেলিপ্যাডের সংলগ্ন ময়দানেই রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই রাজনৈতিকভাবে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। এই সভা থেকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাজনৈতিক বার্তা দিতে পারনে মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার রাজনৈতিক সভা করার পর বুধবার দিঘাতে জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখার পাশাপাশি দীঘায় দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবশেষে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক ও প্রশাসনিক দুই দিক থেকেই এই চারদিনের পূর্ব মেদিনীপুর সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Eastmedinipur

Apr 02 2023, 19:33

*ফের সমবায় সমিতি নিজেদের ক্ষমতায় রাখল তৃণমূল*

ময়না কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৫২ টি সিটে প্রতিদ্বন্দ্বিতা হয়। সেখানে ফলাফল ঘোষণা হওয়ার পর তৃণমূল ৩২ টি বাম বিজেপি জোট ২০টি আসন পায়। 

ফের সমবায় সমিতি নিজেদের ক্ষমতায় রাখল তৃণমূল। 

ময়না তিন জায়গায় সমবায় সমিতির নির্বাচন হয়। সেখানে তৃণমূলের জয়জয়কার হয়। সারাদিন ভোট গ্রহণের পর নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই তৃণমূলের উচ্ছাস শুরু হয়। অন্যদিকে বাম বিজেপি প্রার্থীরাও জয় লাভ করে উচ্ছসিত।

Eastmedinipur

Apr 02 2023, 18:53

*অষ্টম মহিষাদল বইমেলা ১৬ ই জানুয়ারি থেকে ২১ জানুয়ারি -২০২৪*

মহিষাদল : অষ্টম মহিষাদল বইমেলা অনুষ্ঠিত হবে ১৬ ই জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি ২০২৪। রবিবার মহিষাদল রবীন্দ্র পাঠাগারের মহিষাদল বইমেলা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ঘোষানা করা আগামী ২০২৪ সালের বইমেলার দিনক্ষণ।

এদিন সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি হরিপদ মাইতি, সহ সভাপতি চিকিৎসক সুব্রত মাইতি, সাধারণ সম্পাদক দেবাশিস মাইতি,কোষাধ্যক্ষ রমেশ সাঁতরা, মহিষাদল থানার ওসি প্রলয়কুমার চন্দ্র সহ অন্যান্যরা। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে মহিষাদল বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে করা হচ্ছে বলে জানান সভাপতি হরিপদ মাইতি।

Eastmedinipur

Apr 02 2023, 18:33

*অষ্টম মহিষাদল বইমেলা ১৬ ই জানুয়ারি থেকে ২১ জানুয়ারি -২০২৪*


মহিষাদল : অষ্টম মহিষাদল বইমেলা অনুষ্ঠিত হবে ১৬ ই জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি ২০২৪। রবিবার মহিষাদল রবীন্দ্র পাঠাগারের মহিষাদল বইমেলা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ঘোষণা করা আগামী ২০২৪ সালের বইমেলার দিনক্ষণ।

এদিন সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি হরিপদ মাইতি, সহ সভাপতি চিকিৎসক সুব্রত মাইতি, সাধারণ সম্পাদক দেবাশিস মাইতি,কোষাধ্যক্ষ রমেশ সাঁতরা, মহিষাদল থানার ওসি প্রলয়কুমার চন্দ্র সহ অন্যান্যরা। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে মহিষাদল বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে করা হচ্ছে বলে জানান সভাপতি হরিপদ মাইতি।

Eastmedinipur

Apr 02 2023, 12:11

*খালের ধারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ*


তমলুক: তমলুকের আলিনান গ্রামে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কৃষ্ণগঞ্জ স্কুলের কাছে আলিনান গ্রামে সোয়াদীঘি খালের ধারে একটি আকাশমনি গাছে এক অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখে গ্রাম বাসিরা। তার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

এলাকার মানুষ জন তমলুক থানায় ফোন করে জানায়। তবে এলাকার মানুষ জনের অনুমান ওই যুবক কে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনা স্থলে আসছে তমলুক থানার পুলিশ। তবে এলাকার মানুষের অনুমান এই যুবক এর বাড়ি এই গ্রামে নয়। মৃত যুবক এর বয়স আনুমানিক ৩০ বৎসর হবে। পরনে কালো পোশাক ও গাছের গড়ায় একটি ব্যাগ ও পড়ে থাকতে দেখা গেছে।

Eastmedinipur

Apr 01 2023, 19:22

*হলদিয়া ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে শাসকদলের পরাজয় নিয়ে পর্যালোচনা হবে-ঋতব্রত*


হলদিয়া: গত ২৫ শে মার্চ হলদিয়া ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে শাসকদল তৃণমূলের শ্রমিক সংগঠন বাম সংগঠনের কাছে পরাজিত হয়।শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশে উপস্থিত হয়ে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলকে হারাতে বিজেপি, সিপিএম, কংগ্রেস আতাত করে নির্বাচন করেছে। তবুও আমরা পরাজয় নিয়ে পর্যালোচনা করবো। ডকে একটি নির্দিষ্ট ভোটার থাকে। তাদের ভুল বুঝিয়ে আমাদের হারাতে বিরোধীরা হাতে হাত রেখে লড়াই করে। পাশাপাশি হলদিয়ায় যে সমস্ত কারখানায় সিওডি বাকি রয়েছে সেগুলি দ্রুত যাতে হয় তার চেস্টা করে চলেছি।বেশ কিছু কারখানায় ইতিমধ্যে সিওডি হয়েছে। বাকিগুলো ধাপে ধাপে করা হবে।

আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় শ্রমিক সমাবেশে হাজির থেকে শ্রমিক সমস্যা দূর করার কথা দিয়েছিলেন। সেই মতো আমরা শ্রমিকদের সাথে নিয়ে তাদের প্রাপ্য আদায়ের লড়াই করে চলেছি। তবে কারখানা বন্ধ করে নয়। আইন মেনেই কারখানা কর্তৃপক্ষ, শ্রমিকদের সাথে নিয়ে আমরা শ্রমিকদের দাবিদাওয়া পুরনের চেস্টা করে চলেছি।

ঋতব্রতের পাশাপাশি এদিন শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটইসি সভাপতি অভিজিৎ দে( মানা), হলদিয়া শহর তৃণমূলের সভাপতি মিলন মন্ডল সহ অন্যান্যরা।।

Eastmedinipur

Apr 01 2023, 17:28

*ময়না বিজেপি কার্যক্রমে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পংকজ চৌধুরী*


পূর্ব মেদিনীপুরের ময়নায় কর্মী সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।তাকে বরণ করে নেন ময়নার বিজেপির নেতৃত্বরা। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি সহ একাধিক নেতৃত্বরা।

ময়না বিধানসভায় পঞ্চায়েত ভোটের আগে কর্মী বৈঠক করেন কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে পঞ্চায়েত ভোটের রণকৌশল তৈরি করেন এবং লোকসভা ভোটের কার্যক্রম সারেন ময়নায়। কার্যক্রম শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হোন তিনি।

 মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নাকে কটাক্ষ করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তিনি বলেন ভারত সরকার সব রাজ্যকে প্রাপ্য টাকা দিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিএসটি হোক বা একশো দিনের কাজ হোক কোন বিল কোন খাতে কত খরচা করেছে তার হিসাব দেয়নি। তার হিসাব দিয়ে দিলে বরাদ্দ টাকা কেন্দ্র আবার দিয়ে দেবে। কোনো রাজ্যে বকেয়া বাকি নেই। 

হাওড়া রামনবমীর মিছিলের হামালেন প্রসঙ্গে বলেন তুষ্টিকরণের রাজনীতি চলছে। বিজেপি সব কা সাথ সবকা বিকাশের পক্ষে। তুষ্টিকরনের রাজনীতি করে না বিজেপি।

ডি এ প্রসঙ্গে বলেন রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আন্দোলনকারীরা তাদের প্রাপ্য ডি এ পাবে।

তিলজলা কেন্দ্রিয় শিশু সুরক্ষার কমিশনারের চেয়ারম্যান কে হেনস্থার প্রসঙ্গে বলেন বাংলায় এটা নতুন কিছু নয় যেই আসে সেই আক্রান্ত হয়। আইনের শাসন বলে কিছু নেই।বাংলায় পরিবর্তন হবেই এবং হয়া দরকার।

নন্দীগ্রামে রামনবমীর গন্ডগোল নিয়ে বলেন এটা দুর্ভাগ্যজনক তুষ্টিকরণের রাজনীতি চলছে। তুষ্টীকরণের রাজনীতি যতদিন না বন্ধ হবে এমন ঘটনা ঘটতে থাকবে এমন ঘটনা না হওয়া বাঞ্চনীয়।

Eastmedinipur

Apr 01 2023, 15:41

*দুয়ারে সরকার শিবিরে অভিযোগ বাক্সের অভিযোগ ক্ষতিয়ে দেখে দ্রুত পরিষেবা প্রদানের নির্দেশ জেলাশাসকের*


তমলুক: বাংলার প্রতিটি মানুষ যাতে সরকারি প্রকল্পের পরিষেবা পায় তার জন্য ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচি গ্রহন করা হয়েছে রাজ্যের ২৩ টি জেলায়। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি শনিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলাতে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। শুরুর প্রথম দিন থেকে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জেলার বিভিন্ন শিবিরে যাচ্ছেন।

শিবিরের আধিকারিক ও সাধারণ মানুষের সাথে কথা বলছেমন। ষষ্ঠ দফার দুয়ারে সরকার শিবিরে একটি অভিযোগ ও মন্তব্য প্রদানের জন্য বাক্স করা হয়েছে। সেই বাক্সে সাধারণ মানুষ তাদের অভিযোগ যেমন জমা করছেন তেমনি তাদের মন্তব্য লিখে জমা দিচ্ছেন। এদিন তাম্রলিপ্ত পুরসভার দুয়ারে সরকার শিবিরে ঢুকেই প্রথমে অভিযোগ বাক্স খুলে দেখেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

সেই সাথে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যান নীলা মাভৈ রায় সহ অন্যান্যরা। অভিযোগ বাক্সে জমা হওয়া অভিযোগ কপি দ্রুত পড়ে অভিযোগকারির সাথে যোগাযোগ করে সমাধান করার নির্দেশ দেন। সেই সাথে আধিকারিকদের ধমক দিতেও দেখা যায়। তিনি আধিকারিকদের জানান ফিল্ডে যান, সাধারণ মানুষের সমস্যা দূর করার চেস্টা করুন। উপস্থিত মানুষজন পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কি না তাও তিনি কথা বলে জানেন। আবহাওয়া নিয়ে তিনি বলেন, আবহাওয়া একটু সমস্যা করছে। যারা আসতে পারবে না তারা অন্যান্য দিন যে কোনো শিবিরে গিয়ে আবেদন করতে পারবে।

১ লা এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহন এবং ১১ তারিখ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের পরিষেবা প্রদান করা হবে। বাংলার প্রতিটি মানুষ যাতে সরকারি পরিষেবা পায় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনে পরিষেবা প্রদানের শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান জেলাশাসক।।

Eastmedinipur

Apr 01 2023, 15:40

*দুয়ারে সরকার শিবিরের অভিযোগ ক্ষতিয়ে দেখে দ্রুত পরিষেবা প্রদানের নির্দেশ জেলাশাসকের*

তমলুক: বাংলার প্রতিটি মানুষ যাতে সরকারি প্রকল্পের পরিষেবা পায় তার জন্য ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচি গ্রহন করা হয়েছে রাজ্যের ২৩ টি জেলায়। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি শনিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলাতে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি।

শুরুর প্রথম দিন থেকে জেলাশাসক পূর্ণেন্দু মাজি জেলার বিভিন্ন শিবিরে যাচ্ছেন। শিবিরের আধিকারিক ও সাধারণ মানুষের সাথে কথা বলছেমন। ষষ্ঠ দফার দুয়ারে সরকার শিবিরে একটি অভিযোগ ও মন্তব্য প্রদানের জন্য বাক্স করা হয়েছে। সেই বাক্সে সাধারণ মানুষ তাদের অভিযোগ যেমন জমা করছেন তেমনি তাদের মন্তব্য লিখে জমা দিচ্ছেন।

এদিন তাম্রলিপ্ত পুরসভার দুয়ারে সরকার শিবিরে ঢুকেই প্রথমে অভিযোগ বাক্স খুলে দেখেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সেই সাথে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যান নীলা মাভৈ রায় সহ অন্যান্যরা। অভিযোগ বাক্সে জমা হওয়া অভিযোগ কপি দ্রুত পড়ে অভিযোগকারির সাথে যোগাযোগ করে সমাধান করার নির্দেশ দেন। সেই সাথে আধিকারিকদের ধমক দিতেও দেখা যায়। তিনি আধিকারিকদের জানান ফিল্ডে যান, সাধারণ মানুষের সমস্যা দূর করার চেস্টা করুন। উপস্থিত মানুষজন পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কি না তাও তিনি কথা বলে জানেন।

আবহাওয়া নিয়ে তিনি বলেন, আবহাওয়া একটু সমস্যা করছে। যারা আসতে পারবে না তারা অন্যান্য দিন যে কোনো শিবিরে গিয়ে আবেদন করতে পারবে।

 ১ লা এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত আবেদন গ্রহন এবং ১১ তারিখ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আবেদনের পরিষেবা প্রদান করা হবে। বাংলার প্রতিটি মানুষ যাতে সরকারি পরিষেবা পায় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনে পরিষেবা প্রদানের শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান জেলাশাসক।

Eastmedinipur

Apr 01 2023, 15:36

*নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের অভিনব উদ্যোগ –মৎস্যজীবিদের ডিজিটাল সংযুক্তি*

আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌছানোর উদ্দেশ্যে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগ “মৎস্য বিভাগ- নন্দীগ্রাম-১” নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছে। এর মাধ্যমে কোন মৎস্যচাষি, মৎস্যজীবি ও নব মৎস্য-উদ্যোক্তা বা অন্য কোন ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ করে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্প, নির্দেশিকা ও চাষের যাবতীয় তথ্য পাবেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোস্টার এর শুভ উদ্বোধন করেন নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি। দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোস্টার লাগানো হয়েছে যাতে অতি সহজে মাছ চাষিরা যুক্ত হতে পারেন। এলাকায় আপামোর সকল মৎস্যজীবীদের এই অভিনব ডিজিটাল সংযুক্তিতে বেশ উৎসাহ দেখা দিয়েছে। কি এই লক্ষ ও উদ্দেশ্য ? – মৎস্য দপ্তর থেকে জানা গেছে “আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণ সেবা দ্রুত ও কার্যকর ভাবে পৌঁছানো, মৎস্য চাষীদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ ব্যবস্থা করা, মৎস্যচাষীরা একজন আরেকজনের সহযোগিতা করা, একজন নতুন সদস্য উদ্যোক্তা তৈরি করা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য। 

এই বিষয়ে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “মৎস্য সম্প্রসারনের উদ্দেশ্যে যেমন প্রত্যন্ত গ্রামে গঞ্জে বৈঠক করছি তেমনি মৎস্য দপ্তরের বার্তা নির্দেশিকা সহ প্রতিনিয়ত উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি মৎস্য চাষি, মৎস্যজীবি ও নব মৎস্য-উদ্যোক্তাদের নিকট আরো সহজে ও দ্রুত পৌছে দিতে এই “মৎস্য বিভাগ- নন্দীগ্রাম-১”নামক হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে এবং মৎস্য দপ্তরের কার্যালয় সহ দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিউ-আর কোড পোষ্টার লাগানো হয়েছে”।