Eastmedinipur

Mar 21 2023, 15:57

*সিভিক পুলিশ,সিভিক ভলান্টিয়ার এখন সিভিক মাস্টার মাস্টার ভাব দেখাচ্ছে সরকার, সকারের মাথা খারাপ হয়ে গিয়েছে- সুজন চক্রবর্তী*


তমলুক: সিভিক ভলান্টিয়ার বা সিভিক পুলিশ যেভাবে নিয়োগ হয়েছে তা নিময় অনুযায়ী হয়নি। তাই কোর্ট নিয়োগের কাগজপত্র চেয়েছে। যদি নিয়ম মেনে হতো তাহলে তাদের বৈধ কাগজপত্র থাকতো কিন্তু সেই রকম কিছু নেই। তাই তাদের নিরাপত্তার কিছু নেই। আগামীদিনে তাদের কি অবস্থা হবে তাও সরকার পষ্ট করছে না। টাকা নিয়ে নিয়োগ করেছে, কিন্তু তাদের না আছে পি এফ, না আছে ডি এ এমনকি নিয়োগপত্র দেওয়া হয়নি। তাদের নিয়ে সরকার খেলা করছে। কখনো বলছে সিভিক পুলিশ আবার কখনো বলছে সিভিক ভলান্টিয়ার এখন আবার শোনা যাচ্ছে সিভিক মাস্টার। আদতে তাদের কাজ কি তারাই নিজেরাই জানে না।

সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে কোর্টের নির্দেশের পর মঙ্গলবার দুপুরে তমলুকের জেলা পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি এমনই মন্তব্য করেন বাম নেতা সুজন চক্রবর্তী।এছাড়াও আগামী ২৯ এবং ৩০ মার্চ আম্বেদকর মুর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বসার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের জন্য তো লড়াই করবেন। যদিও উনি রাজ্যের লড়াইকে সমর্থন দেননি। বরং বামফ্রন্ট সরকার যখন ছিলো রাজ্যকে যেনো টাকা না দেওয়া হয় তার জন্য এই উমেদারি উনি করেছিলেন।

তাসত্ত্বেও উনি যদি টাকার দাবিতে বা বঞ্চনার দাবিতে বসতে চান বসবেন। এটাকি সত্যিই বঞ্চনার জন্য উনি বসছেন? না এর পেছনে অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে। যদি কেন্দ্রের কাছে প্রাপ্য টাকার দাবির জন্য যদি যান তাহলে আম্বেদকর মুর্তির পাদদেশে কেনো? এই ধরনের একের পর এক রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ও কর্মকান্ড নিয়ে মুখ খুললেন সুজন চক্রবর্তী।

Eastmedinipur

Mar 21 2023, 14:09

*রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো ভারতীয় জওয়ান শুভঙ্কর দাসের*


ভুপতিনগর: ২০শে মার্চ বিকেলের বিমানে মণিপুর থেকে কলকাতার আসার পর রাত সাড়ে দশটা নাগাদ ভারতীয় জওয়ান শুভঙ্কর দাসের শবদেহ পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার বাহাদুরপুর গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় ভীড় করেছিলেন এই বীর সেনানীর শেষ যাত্রার সাক্ষী হতে। গান স্যালুট সহ সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, মণিপুরে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ভগবানপুর দুই ব্লকের বাহাদুর গ্রামের বাসিন্দা সেনা জওয়ান শুভঙ্কর দাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর।

এদিন শহীদ জওয়ান শুভঙ্কর দাসের অন্তিম যাত্রায় উপস্থিত ছিলেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, রাধাপুর অঞ্চলের প্রধান, উপ প্রধান, পঞ্চায়েত সদস্য সহ এলাকার সাধারণ ও বিশিষ্ট মানুষজন। চোখের জলে সকলে শেষ বিদায় জানায় ভারতমায়ের বীর সন্তানকে।

Eastmedinipur

Mar 21 2023, 09:32

*নয়া উদ্যোগ! দুস্কৃতি দমনে পথে নামলো পুলিশ*
মহিষাদল: পঞ্চায়েত ভোট আসন্ন। তার আগে এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের বিশেষ উদ্যোগ। সোমবার বিকেলে মহিষাদল থানা এলাকার সমস্ত মোবাইল সীম, মোবাইল বিক্রি এবং রিপিয়ারিং এর সাথে যুক্ত মালিকদের নিয়ে বিশেষ বৈঠক করলো মহিষাদল থানার পুলিশ।এদিন এলাকার প্রায় ৩০ জন মোবাইল দোকানের মালিক এবং প্রতিনিধি উপস্থিত হয়েছিলো। বিনা নথিতে মোবাইলের সীম বিক্রি, মোবাইল কেনা বা বিক্রি ইত্যাদি কাজ হয়ে চলছে। এর ফলে ঘটছে চুরি, ছিন্তাই,প্রতারণার মতো ঘটনা। মোবাইল চুরি করে দোকানে গিয়ে ফর্মাট করে নতুন মোবাইল বানিয়ে নেওয়া, নথি ছাড়াই সীম বিক্রি হওয়ায় অসামাজিক কাজ ঘটে চলেছে।




এতে বাইরে থেকে মানুষজন জেলায় এসে ভোটের মুখে অশান্তি সৃষ্টি করতে না পারে৷ তার জন্য পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত কয়েক মাসে মহিষাদল থানা এলাকা থেকে কয়েকশ মোবাইল চুরির ঘটনা ঘটেছে। চুরি রুখতে এবং বাহির থেকে দুষ্কৃতিরা এসে যাতে এলাকায় অশান্তি করতে না পারে তার জন্য পুলিশের এই উদ্যোগ।





মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয়কুমার চন্দ্র জানান, গত কয়েক মাসে মোবাইল চুরি থেকে বাড়ি ঘরে চুরি ও ছিন্তাইয়ের মতো ঘটনা ঘটছিলো। সেগুলো প্রতিরোধ করার লক্ষ্যে জেলা পুলিশের নির্দেশে আমরা থানা এলাকার মোবাইল দোকানের মালিকদের নিয়ে বৈঠন করি৷ বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছ, বিনা নথি ছাড়া মোবাইল সীম বিক্রি, পুরোনো ফোন বিক্রি বা কেনার সময় নথি জমা করতে হবে এছাড়াও বেশকিছু গাইডলাইন জানিয়ে দেওয়া হয়েছে।





গত কয়েকমাসে থানা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া কয়েকশ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে মহিষাদল থানা। এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি না হয় পঞ্চায়েত ভোটের আগে নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে মোবাইলের মালিক থেকে সাধারণ মানুষ।


Eastmedinipur

Mar 21 2023, 09:14

*দুষ্কৃতি দমনে কঠোর ব্যবস্থা পুলিশের*


মহিষাদল: পঞ্চায়েত ভোট আসন্ন। তার আগে এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের বিশেষ উদ্যোগ। সোমবার বিকেলে মহিষাদল থানা এলাকার সমস্ত মোবাইল সীম, মোবাইল বিক্রি এবং রিপিয়ারিং এর সাথে যুক্ত মালিকদের নিয়ে বিষেষ বৈঠক করলো মহিষাদল থানার পুলিশ।এদিন এলাকার প্রায় ৩০ জন মোবাইল দোকানের মালিক বা প্রতিনিধি উপস্থিত হয়েছিলো। বিনা ডকুমেন্টসে মোবাইলের সীম বিক্রি, মোবাইল ফর্মাট মারা, মোবাইল কেনা বা বিক্রি প্রভৃতি কাজ হয়ে চলছে।

এর ফলে চুরি, ছিন্তাই,প্রতারণার মতো ঘটনা ঘটানো হচ্ছে।মোবাইল চুরি করে দোকানে গিয়ে ফর্মাট মেরে নতুন মোবাইল বানিয়ে নেওয়া,ডকুমেন্টস ছাড়াই সীম বিক্রি হওয়ায় অসামাজিক কাজ ঘটে চলেছে। যাতে বাহিরে থেকে মানুষজন জেলায় এসে ভোটের মুখে অশান্তি সৃষ্টি করতে না পারে৷ তার জন্য পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। গত কয়েক মাসে মহিষাদন থানা এলাকা থেকে কয়েকশ মোবাইল চুরির ঘটনা ঘটেছে। চুরি রুখতে এবং বাহির থেকে দুষ্কৃতিরা এসে যাতে এলাকায় অশান্তি করতে না পারে তার জন্য পুলিশের এই উদ্যোগ।

মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয়কুমার চন্দ্র জানান, গত কয়েক মাসে মোবাইল চুরি থেকে বাড়ি ঘরে চুরি ও ছিন্তাইয়ের মতো ঘটনা ঘটছিলো। সেগুলো প্রতিরোধ করার লক্ষ্যে জেলা পুলিশের নির্দেশে আমরা থানা এলাকার মোবাইল দোকানের মালিকদের নিয়ে বৈঠন করি৷ বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছ, বিনা ডকুমেন্টস মোবাইল সীম বিক্রি, পুরোনো ফোন বিক্রি বা ক্রেনার সময় ডকুমেন্টস জমা করতে হবে। সহ বেশকিছু গাইডলাইন জানিয়ে দেওয়া হয়েছে।

গত কয়েকমাসে থানা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া কয়েকশ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে মহিষাদল থানা। এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি না হয় পঞ্চায়েত ভোটের আগে নড়েচড়ে বসেছে পুলিশ।

পুলিশের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে মোবাইলের মালিক থেকে সাধারণ মানুষ।

Eastmedinipur

Mar 19 2023, 19:49

*মেলাতে যেতে বাধা পরিবারের, নিখোঁজ পঞ্চম শ্রেণীর ছাত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ পরিবার*


কোলাঘাটঃ বাড়ির পাশে অনুষ্ঠান দেখতে যেতে চেয়েছিলো মায়ের কাছে। মা বাধা দেওয়ায়। বাড়ি থেকে সেই যে ছুট মেরেছে এখনো বাড়ি ফেরেনি পঞ্চম শ্রেণীর ছাত্রী সুহানা বিশ্বকর্মা। ছাত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ পরিবার। 

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেনান গ্রামের পঞ্চম শ্রেনীর ছাত্রী সুহানা বিশ্বকর্মা।জানাযায় শনিবার রাত আটটা নাগাদ বাড়ির কিছুটা দূরে একটি অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা মা বলায় মা না বলে বকাবকি করতেই বাড়ি থেকে বেরিয়ে যায়।এরপর খোঁজাখুঁজি শুরু হয়।

তবে বাড়ি থেকে কিছুটা দূরে কোলাঘাট ৩ নং স্টেশনের ব্রীজের কাছে দোকানের সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত সাড়ে আটটা নাগাদ ছুটছে ঐ পঞ্চম শ্রেনীর ছাত্রীটি।শনিবার থেকে আজ রবিবার সারাদিনও খোঁজ মেলেনি সুহানা বিশ্বকর্মার। খোঁজ না মেলায় রবিবার কোলাঘাট থানায় অভিযোগ দায়ের হয়।অভিযোগের পর থেকে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে খোঁজ না মেলায় চিন্তায় পরিবার।

Eastmedinipur

Mar 19 2023, 19:48

*সবুজ আবির উড়িয়ে মাতলেন শিক্ষকরা, শিক্ষক সংগঠনের সমবায়ে তৃণমূল জয়*


ভগবানপুরঃ রাজ্যে শিক্ষক নিয়োগের দূর্নীতি নিয়ে যখন সরগরম তখনই শিক্ষক সংগঠনের সমবায় নির্বাচনে সবকটি আসনে জয়লাভ করলো তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন। রবিবার ভগবানপুর সার্কেল প্রাইমারি টিচার্স কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন হয়। সেই নির্বাচনে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন WBTPTA ( পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন) এর সাথে জোট বিরোধী রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের লড়াই হয়। মোট আসন ৯ টি। ৯ টি আসনেই জয়লাভ করে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন। সংগঠনের মোট ভোটার ১৮৯ জন যার মধ্যে ১৮৭ জন ভোটদান করে। সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ২ টা পর্যন্ত ভোট গ্রহন প্রক্রিয়া চলে। ভোট গ্রহনের পর ফলাফল বেরাতেই সবুজ আবির উড়িয়ে মেতে ওঠে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের সদস্যরা।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শ্রমিক মান্না, সংগঠনের এগরা মহকুমা সভানেত্রী শ্রুতিকা প্রধান জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার শিক্ষার উন্নয়ন করে চলে তার উপর আস্তা রেখে শিক্ষকরা আমাদের সংগঠনকে সমর্থন করেছে। বিরোধীরা সারাক্ষন কুৎসা করলেও মানুষ যে আমাদের সাথে আছে তা বিভিন্ন ধরনের নির্বাচনে জয় প্রমান করে দিচ্ছে।

Eastmedinipur

Mar 19 2023, 16:39

*তমলুকে মেডিকেল সার্ভিস* *সেন্টারের দ্বিতীয়* *পূর্ব মেদিনীপুর জেলা* *সম্মেলন*

চিকিৎসকদের সংগঠন "মেডিকেল সার্ভিস সেন্টারে"র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহবানে আজ দ্বিতীয় পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন তমলুকের সুবর্ণ জয়ন্তী হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের পতাকা উত্তোলন,মনীষীদের ছবিতে মাল্যদান এর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রায় তিন শতাধিক প্রতিনিধি সম্মেলনে যোগদান করেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের জেলা সম্পাদক ডাঃ জয়দেব ঘড়া। ডাইবেটিস রোগের উপর স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ডাঃ পি এস মন্ডল। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ডাঃ বিজ্ঞান বেরা, রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র, মাতঙ্গিনী গর্ভমেন্ট কলেজ অফ নার্সিং তমলুকের অধ্যক্ষা ডক্টর অপর্না রায়।

সার্ভিস ডক্টরস ফোরামের সদস্য ডাঃ সৌরভ কুন্ডু, নার্সেস ইউনিটির সহকারী সম্পাদিকা কাকলি রাউত, তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় প্রমূখ। সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। সম্মেলন থেকে ডাঃ এন কে প্রধানকে সভাপতি ও ডাঃ মেহেতাব আলিকে সম্পাদক করে ৩২ জনের একটি শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ডাঃ এন কে প্রধান। সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থবিরোধী স্বাস্থ্যনীতি নিয়ে আলোচনা হয় এবং তার বিরুদ্ধে আন্দোলনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

Eastmedinipur

Mar 19 2023, 14:29

*কালবৈশাখীর তান্ডব এগরা, রামনগর,দীঘা কাঁথি সহ জেলা জুড়ে।*


কালবৈশাখীর তান্ডব দেখা গেলো এগরা, রামনগর,দীঘা কাঁথি সহ জেলা জুড়ে। বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস ছিল আগে থেকেই। কোথাও কোথাও প্রবল বৃষ্টি আবার কোথাও কালবৈশাখীর ঝড়ো হাওয়া। রামনগর দীঘা বিভিন্ন অঞ্চলে কিছু কিছু জায়গায় হাওয়ার দাপটে ভেঙ্গে যায় ঘরবাড়ি থেকে গাছপালাও।

১৭ থেকে ২০ মার্চের মধ্যে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং পার্শ্ববর্তী কচ্ছ থেকে বাংলাদেশের দিকে আবহাওয়ার গভীর একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যা বিস্তৃত হয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও। একই সঙ্গে আর্দ্র হাওয়াও ভেসে আসছে বঙ্গোপসাগরের উপর থেকে। গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে৷ আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আগামী সোমবার পর্যন্ত চলবে এমন ঝড়-বৃষ্টি। আগামী রবিবার প্রায় সব জেলায় হতে পারে বৃষ্টি।

কালবৈশাখীর ঝড়ের তান্ডব ও শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে ঘরবাড়ি চাষবাস। রামনগরের কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পান চাষ ও ঘরবাড়ি।

বিকেল থেকেই বাড়ে বৃষ্টি ও ঝড়ে তীব্রতা। কিছু কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কালবৈশাখীর ছোবলে কিছুটা ব্যাহত জনজীবন।

Eastmedinipur

Mar 19 2023, 13:22

*মৎস্যজীবীদের নদীতে মাছ ধরার পাঠদান দিতে বিশেষ প্রশিক্ষণ শিবির*


নন্দীগ্রামঃ নৌকো নিয়ে নদীতে মাছ ধরতে গেলে সরকারি কিরকম নিয়মাবলী মেনে চলতে হবে সেই বিষয়ে একেবারে প্রত্যন্ত নদী তটে ঘুরে ঘুরে মৎস্যজীবীদের বোঝাচ্ছেন নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু । মৎস্য বিভাগের উদ্যোগে হচ্ছে ছোট ছোট সভা। হলদি ও হুগলি নদী ধরে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকে পেশাগত ভাবে মৎস্য আহরণে মৎস্যজীবীদের সংখ্যা যেমন বাড়ছে তেমনি কম বয়সি শিক্ষিত যুবক মাছ ধরাকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। এমনি কম বয়সী তরুন পঞ্চম খন্ড জলাপাইএর সুরজিত দাস, কেন্দেমারির সনজিত মন্ডল, কাঁটাখালি বিজয় দাস, গাংরা চরের মলয় বর্মন প্রমুখরা নদীতে মাছ ধরা পেশা হিসেবে নিয়েছেন। তালপাটি খাল, ধুসা খাল, কাঁটাখালি খাল, আসিমেনিয়ার খাল, বাছুর মারি খাল, কেন্দেমারি খাল প্রভৃতি খাল ধরে নদীতে যায় মৎস্যজীবিদের নৌকা। মৎস্য দপ্তরের সমীক্ষায় এসেছে কেন্দেমারি, কাঁটা খালি, সাউদ খালি ও গাংরাচর মৎস্য অবতরণ কেন্দ্র। জেলে পরিবার ছাড়াও এলাকার অনেক যুবক বেছে নিচ্ছে মাছ ধরা পেশা।

গাংরা চরের তরুন মৎস্যজীবী মলয় বর্মন বলেন –“মহিষাদল রাজ কলেজে স্নাতক পাশ করেছি, তার পর মাছ ধরাকে পেশা হিসেবে নিয়েছি, এখানে উপার্জন ভালো, আনন্দে আছি। বেকার যুবকরা মাছ ধরাকে পেশা হিসেবে নিতে পারে এটা স্বাধীন পেশা এখানে উপার্জনের সাথে আনন্দ ও আছে। তিনি আরো বলেন, নতুন নৌকা করতে গেলে দু লক্ষ টাকা লাগে তবে পুরোনো নৌকা কিনে সারিয়ে নিলে এক লাখ টাকায় হয়ে যায়”। বেকার একজন ছেলে মাছ ধরাকে পেশা হিসেবে নিলে নৌকা ছাড়া জাল দড়ি এসেট পঞ্চাশ হাজার টাকা লাগবে, তবে ইলিশ নৌকা করতে মূলধন আরো একটু বেশি লাগবে বলে জানায় মলয়। জোয়ার ভাটার ওপর নির্ভর করে মাছ ধরে এবং মৎস্যজীবী পরিচয় পত্র করেছেন নৌকাও রেজিস্ট্রেশান করেছেন । পঞ্চম খন্ড জলাপাইএর সুরজিত দাস বলেন, মৎস্য বিভাগ থেকে জানতে পারছি মাছ আহরণের পাশাপাশি মাছের বংশরক্ষা ও শুশুক রক্ষা করা সহ পরিবেশবান্ধব মাছ শিকারের পদ্ধতি।

নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “আমরা নদী উপকূলবর্তী এলাকার মৎস্যজীবিদের চিহ্নিতকরণ করে নৌকা রেজিস্ট্রেশান লাইসেন্সিং এর বিষয় যেমন বোঝানো হচ্ছে তেমনি টেকসই মৎস্য আহরনের পাঠ পড়ানো হচ্ছে আর এতে সহায়কের ভূমিকা নিচ্ছে শিক্ষিত তরুন মৎস্যজীবিরা”।

নন্দীগ্রাম--১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মৌসুমি পানি বলেন, "ব্লক মৎস্য আধিকারিক কেন্দেমারি থেকে গাঙরা নদী চর এলাকা ধরে ধরে লাগাতার পরিদর্শন ও সভা করছেন, মৎস্যজীবিদের মধ্যে উৎসাহ দেখা দিচ্ছে"।

Eastmedinipur

Mar 18 2023, 16:16

*প্রয়াত মহিষাদল রাজবাড়ির বড়মার মৃত্যু বার্ষিকী, শোকাহত মহিষাদলের মানুষ*


মহিষাদলঃ মহিষাদল রাজবাড়ি পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে রয়েছে।রাজ্য এমনকি ভিন রাজ্য ভিন দেশের বহু পর্যটকের আনাগোনায় মুখোরিত থাকে সারাক্ষণ । সেই রাজবাড়িতে আজ বিরহের সুর। কারন শনিবার মহিষাদল রাজবাড়ির বড়মা ইন্দ্রাণী গর্গের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে। মহিষাদল রাজবাড়ির বর্তমান প্রজন্ম কলকাতায় থাকেন। মাঝে মধ্যেই কলকাতা থেকে মহিষাদল আসেন। মহিষাদলবাসি বড়মাকে খুব ভালো বাসতেন তাই বড়মার মৃত্যু বার্ষিকী পালন করা হয় মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেসে। রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে বড়মার ছেলে সৌর্যপ্রসাদ গর্গ এবং মেয়ে উর্মিলা গর্গ ভট্টাচার্য উপস্থিত থেকে মায়ের মৃত্যু বার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করেন। এদিন সকাল থেকে রাজবাড়ির অন্দরমহল থেকে নাম কীর্তনের সুর ভেসে আসে। মহিষাদলের বহু মানুষজন তাদের প্রিয় বড়মাকে শ্রদ্ধা জানাতে আসেন।

২০২২ সালের ২৯ শে মার্চ মাল্টি অর্গান ফেলওয়ের কারনে প্রয়াত হন। মৃত্যু কালে তাঁর বয়স ছিলো ৬৪ বছর।

১৯৮০ সালে মহিষাদল রাজবাড়ির উত্তরসূরী শংকরপ্রসাদের সাথে বিবাহ হয়। তিনি একজন ধর্মপরায়ণ মহিলা ছিলেন। মহিষাদল রাজবাড়ির দূর্গাপুজো, রথ নিজে দায়িত্ব নিয়ে পরিচালনা করতেন।মৃত্যুর কয়েক মাস আগে তিনি রাজবাড়ির তথ্য সমৃদ্ধ একটি পুস্তিকা লিখেছিলেন। যার নাম " মহিষাদল রাজবাড়ি ইতিকথা"। মহিষাদলবাসী বড়মাকে খুবই শ্রদ্ধা করতেন। তিনিও মাহিষাদলের মানুষের সাথে সুসম্পর্ক রাখতেন। তার মৃত্যু সাংবাদ পেয়ে ভেঙ্গে পড়েছিলো মহিষাদলবাসী। মৃত্যুর একবছর অতিক্রান্ত করলো জেনে আজও অনেকের চোখে জল।

প্রয়াত মহিষাদল রাজবাড়ি বড়মা ইন্দ্রাণী গর্গের ছেলে সৌর্যপ্রসাদ গর্গ জানান, মা মহিষাদলের মানুষকে নিজের পরিবারের মতো ভালো বাসতেন। তাই মায়ের মৃত্যু বার্ষিকী আমরা মহিষাদলে আয়োজন করি। সকাল থেকে বহু মানুষ আসছেন তাদের প্রিয় বড়মাকে শ্রদ্ধা জানাতে।