মঙ্গলবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা
উত্তর ২৪ পরগনা: শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।খড়দহের ৪টি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছেন ছাত্র ছাত্রীরা। রাজ্যের উচ্চমাধ্যমিক মধ্য শিক্ষা সংসদের তত্বাবধানে এই পরীক্ষা চলবে ১৪ই মার্চ থেকে ২৭শে মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।এবছর
পরীক্ষার্থীর সংখ্যা ৮লক্ষ ৫৫হাজার।গত বারের থেকে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা নেওয়া হচ্ছে ২৩৪৯টি কেন্দ্রে, অনন্য বারের মতো এবারও করা নিরাপত্তার আয়োজন করা হয়েছে।
খড়দহ থানা ও রহড়া থানার তরফে পরীক্ষাকে কেন্দ্র করে থানা এলাকায় আঁটোসাটে নিরাপত্তা রাখা হয়েছে।এছাড়াও পরীক্ষা কেন্দ্র গুলি ঘুরে দেখেন খড়দহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার।বাড়তি সতর্কতা হিসাবে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ,স্পর্শ কাতর কেন্দ্রে মেটাল ডিটেক্টর ও অতিস্পর্শ কাতর কেন্দ্রে রেডিও ফ্রিকুয়েন্সি ডিকেক্টর পরীক্ষার ব্যবস্থা থাকছে রাজ্য জুড়ে। শুরুর এক ঘন্টার মধ্যে কোন পরিক্ষার্থী শৌচালয় যেতে পারবে না।মোটের উপর খড়দহ সহ বিভিন্ন অঞ্চলে নির্বিঘ্নেই শুরু হল ২০২৩এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
![]()
Mar 14 2023, 11:40