শান্তনুর গ্রেফতারের পরই মুখ খুলতে শুরু করেছেন জিরাটের মানুষ
হুগলি: গ্রেফতারের পরই মুখ খুলতে শুরু করেছেন জিরাটের মানুষ। এত কম সময়ে এত প্রতিপত্তি কিভাবে তার খোলসা করছেন বলাগড় এর শান্তুনুর এলাকার মানুষ। তাদের মতে ধাবা,হোমস্টে র পাশাপাশি বলাগড়ের চাদরা বটতলা অঞ্চলে গঙ্গার পরে বিশাল একটি রিসর্ট আছে শান্তনু ব্যানার্জির। রিসোর্টের পাশাপাশি বেশ কিছু জমিও নামে বেনামে কিনেছেন শান্তনু বলে দাবি এলাকাবাসীর। মাঝে মাঝেই এই রিসোর্টে বাইরে থেকে বেশ কিছু গাড়ি আসত ঘন্টার পর ঘন্টা চলত মিটিং। কে বা কারা আসতো তা নিয়ে অবশ্য খুব বেশি কিছু জানেন না স্থানীয়রা। সবাই যে স্বেচ্ছায় জমি দিয়েছেন তাও না। জমি দেওয়ার জন্য রীতিমতো চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ ।
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জিরাটের বাড়ির কাছে বারুইপাড়ায় রয়েছে দ্যা স্পুন নামে একটি আধুনিক রেস্টুরেন্ট ও ধাবা।২০২১ সালে এই ধাবা তৈরী হয়।
এস টি কে কে রোডের পাশে যেখানে এই ধাবা তৈরী হয়েছে সেখানে চারটি পরিবারের বসবাস ছিল। সেই পরিবার গুলিকে ধাবার পিছনে জমি কিনে পুনর্বাসন দেওয়া হয়। তবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি বলেও অভিযোগ পরিবারগুলোর।
ধাবার বিপরীত দিকে রয়েছে ইচ্ছে ডানা নামে একটি হোম স্টে। সেটিরও মালিক শান্তনু।
বলাগড় বিজেপি যুব মোর্চার কনভেনর চিরঞ্জিত রায়ের অভিযোগ নিয়োগ দূর্নীতির কোটি কোটি টাকা শান্তনুর কাছে এসেছে। সেই টাকা দিয়ে ধাবা, রিসর্ট, হোটেল, স্টে, একাধিক ফ্ল্যাট এবং প্রচুর জমি কেনা হয়েছে নামে বেনামে।
এদিকে গতকাল গ্রেফতারের পর থেকেই ফাঁকা শান্তনুর বাড়ী, স্ত্রী পুত্র কোথায় কেউ জানেন না। শান্তনুর শশুর বাড়ীতে ও আসেনি মেয়ে দাবী শাশুড়ি র। তার দাবী জামাই খুব পরোপকারী, তাই রাজনীতি র লোকেরা তাকে ইচ্ছাকৃতভাবে ফাসিয়ে দিয়েছে। ও এর সাথে যুক্ত থাকতে পারেনা।
বলাগড় এর বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী র মতে চূঁচুড়া র একটি মিটিং এ ওর সাথে প্রথম আলাপ, প্রথম থেকেই শুনেছিলাম ও অনেক বড় নেতা, কলেজে ওর ছবি দেখে আমি খুলিয়ে দিয়েছিলাম বলে একবার বিরোধ ও হয়েছিল। তবে বিধানসভা এলাকায় ওকে কোনোওদিন দরকার হয়নি আমার। বিরোধীরা এনিয়ে কাদা ছেটাবেই, এখন খারাপ লাগছে ও সত্যিই অভিযুক্ত কিনা,
![]()
Mar 11 2023, 13:46