Mar 08 2023, 16:46
*আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের হাতে উপহার সামগ্রী তুলে দিলো পুলিশ*
মহিষাদলঃ আন্তর্জাতিক নারী দিবস ( International Women's Day )। ইং১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হয় দিনটি নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীস্পা নিয়ে। আন্তর্জাতিক নারী দিবস (IWD) প্রতিবছর ৮ মার্চ পালন করা হয়। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসে মহিষাদল থানার প্রাঙ্গণে উপস্থিত নারীদেরকে গোলাপ ,নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট উপহার সামগ্রী দিয়ে সম্মান জানালেন মহিষাদল থানার পুলিশ কর্তারা।
আন্তর্জাতিক নারী দিবসে নারীদের যথাযথ সম্মান জানিয়ে মহিষাদল থানা অফিসার- ইন-চার্জ প্রলয় কুমার চন্দ্র থানার প্রাঙ্গণে উপস্থিত নারীদেরকে একটি করে গোলাপ, নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট হাতে তুলে দেন। এবং থানার মহিলা স্টাফদের হাতেও একটি করে গোলাপ, নতুন শাড়ি ও মিষ্টির প্যাকেট তুলে দেন প্রলয়বাবু। তিনি উপস্থিত বয়স্ক বৃদ্ধা ও মহিলাদের সামনে বলেন, আপনারা যদি কোনদিন কোন অসুবিধা মধ্যে পড়েন , তাহলে থানার যোগাযোগ করবেন ।আমরা থানার পক্ষ থেকে যতটা পারি আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। পুলিশের এই ধরনের উদ্যোগ, কথাবার্তা শোনার পর ৮৫ বছরের বৃদ্ধা ঝর্ণা রানী দাস, বাড়ি চন্ডিপুর, জাহিরা বিবি (৮০) বাড়ি গাজীপুর কাজল রানী জানা(৪৫) দক্ষিণ কাশিম নগর, দিপালী ভৌমিক(৩৩) বাশুলিয়া, মায়া ভূঁইয়া (৩৭) গোপালপুর প্রমুখেরা বলেন, পুলিশেরা থানায় বসিয়ে আমাদেরকে যে সম্মান দিলেন ।
আমরা কখনও কোনো দিনের জন্য ভুলতে পারব না। যে সম্মানটা নিজের বাড়ির স্বামীদের কাছ থেকে কোনদিন পাই না । সেই সম্মানটুকু থানার প্রাঙ্গণ থেকে পেলাম। আমরা সবাই খুবই খুশি এবং আনন্দিত হলাম। নারী দিবসে সম্মান জানালেন মহিষাদলের " দুর্বার মহিলা সমন্বয় কমিটি "- র সেক্রেটারি প্রমিলা কুন্ডুকেও । পুলিশের এই ধরনের কাজে খুশি সাধারণ মানুষ।




Mar 10 2023, 17:04