পুজোর চাঁদা কালেকশনেও জুলুম বাজি ও থ্রেট কালচারে পরিণত করেছে তৃণমূল- বললেন প্রাক্তন সংসদ অর্জুন সিং

Khabar kolkata: পুজোর চাঁদা কালেকশনেও জুলুম বাজি ও থ্রেট কালচারে পরিণত করেছে তৃণমূল, বললেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। আজ শ্যামনগরে দুর্গা পুজো উপলক্ষ্যে বস্ত্রদান করতে এসেছিলেন প্রাক্তন সাংসদ। তিনি বলেন, আগরপাড়া সহ বিভিন্ন জায়গায় চলছে চাঁদার জুলুম।

ছোট বড় মাঝারি সব ক্ষেত্রেই তৃণমূলের নেতারাই থ্রেট কালচারে পরিণত করেছে।এমনকি পিকনিকেও থ্রেট কালচার চলছে। তিনি আরো বলেন তৃণমূলের শেষ অবস্থা চলছে। রাজ্যের অনেক জায়গায় পুজোর পারমিশন দিচ্ছে না প্রসাশন।

লেখা ও ছবি: প্রবীর রায়

টিটাগড়ে ৩৮ বছরের পুরনো পুজো বন্ধের নির্দেশ প্রশাসনের, প্রতিবাদে থানায় বিক্ষোভ এলাকার মানুষে

Khabar kolkata: উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এম জি রোডে ওয়াগান কারখানার সন্নিকটে ৩৮ বছর ধরে দুর্গাপুজো করছে টিটাগড় তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি। অভিযোগ, টিটাগড় ওয়াগানের মদতে এবার পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে টিটাগড় থানা। পুজো বন্ধের নির্দেশে ক্ষুব্ধ পুজো কমিটির লোকজন এবং স্থানীয় মানুষেরা। তারা সম্মিলিত ভাবে এদিন প্রশাসনের তরফে পুজো বন্ধের নির্দেশের প্রতিবাদ জানিয়ে থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।তবে পুজো কমিটির তরফে এখনও পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্তা বলেন, "৩৮ বছরের পুজো প্রশাসন বন্ধ করে দিতে বলেছে। টিটাগড় ওয়াগান কারখানা কতৃপক্ষের কাছে পুজোর জন্য ১০ দিন চাওয়া হয়েছিল। কিন্তু ওয়াগান কর্তৃপক্ষ তাদের পুজোতে বাধার সৃষ্টি করছে। প্রশাসনের তরফেও সহযোগিতা মিলছে না।"

পুজো বন্ধ নিয়ে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, "পুজো বন্ধ হবে না। টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে।"

লেখা ও ছবি:প্রবীর রায়।

পুজোর বিশেষ থালি 'সুট" O2-তে

Khabar kolkata: পুজোর বিশেষ থালির ব্যবস্থা করল 'সুট" O2-এ। সম্প্রতি ভিআইপি রোডে দমদম বিমানবন্দরে খুব কাছে কৈখালীতে উদ্ভোধন করা হয় 'সুট" O2-এর। লঞ্চের পর এবার দুর্গাপুজার স্পেশাল মেনু লঞ্চ করল তারা। ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের এই থালি পাওয়া যাবে মাত্র ১৬৯৯ টাকায়। লাঞ্চের এই সুবিধা পাওয়া যাবে দুপুরে ১২ টা থেকে বিকেল ৪ পর্যন্ত ও রাতে ডিনার ৭ টা থেকে ১২ টা পর্যন্ত। সংস্থার পক্ষ থেকে জানানো হল,বিশেষ করে পুজোর সময় অতিথিদের জন্য একটি উৎসবমুখর রন্ধন সম্পর্কিত অভিজ্ঞতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এই উদ্যোগ।

ছবি:প্রসেনজিৎ বিশ্বাস।

ব্যারাকপুর ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন কাউন্সিলর সম্রাট তপাদার

Khabar kolkata:বর্তমান সমাজে বহু বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই হয় না ছেলের সংসারে। জীবনের সায়াহ্নে আত্মীয় পরিজন হারিয়ে তাঁদের একমাত্র ঠিকানা হয়ে দাঁড়ায় বৃদ্ধাশ্রম। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মিডল রোডের ভোলানন্দ বৃদ্ধাশ্রমেও ১০০'র কাছাকাছি আবাসিক থাকেন। প্রতি বছর মহালয়ার দিন পুজোর নতুন জামাকাপড় ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তুলে দেন ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী সম্রাট তপাদার। মহালয়ের দিন তিনি আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে একসঙ্গে মধ্যাহ্নের আহারও সারেন। তবে পুজোয় নতুন বস্ত্র পেয়ে বেজায় খুশি আবাসিকরা। সেবামূলক কর্মকান্ড নিয়ে সম্রাট বাবু বলেন, "আজকের দিনে অনেকেই সাধারণত পূর্ব পুরুষদের স্মরণে গঙ্গার ঘাটে তিল তর্পণ করে থাকেন। কিন্তু তিনি এর ব্যতিক্রম।স্বর্গীয়দের থেকে জীবন্ত পিতৃ-মাতৃদেবদের আজকের দিনে বেশি করে তিনি স্মরণ করেন। তাই প্রতি বছর বৃদ্ধাশ্রমের আবাসিকদের পুজো উপলক্ষে নতুন বস্ত্র উপহার দিয়ে থাকি। একসঙ্গে খাওয়া দাওয়া করে গল্প-গুজব করে সময় কাটাই।"

লেখা ও ছবি: প্রবীর রায়

আই এস এল মরসুমের কলকাতায় প্রথম ডার্বি ৫ অক্টোবর

খেলা

# Sports News

Khabar kolkata: আই এস এল মরসুমের কলকাতায় প্রথম ডার্বি ৫ অক্টোবর ।প্রথম কলকাতা ডার্বির সাক্ষী হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও মহামেডান এসসি। ইতিমধ্যেই আই এস এল এ মহামেডান চেন্নাইয়িন এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে তাদের প্রথম আইএসএল জয় সংগ্রহ করেছে। এখন পর্যন্ত মহামেডান এসসি (৭তম) বর্তমানে স্ট্যান্ডিংয়ে মেরিনার্সের (৮তম) উপরে রয়েছে।

অন্যদিকে,মোহনবাগান সুপার জায়ান্ট এখন পর্যন্ত লিগে সবচেয়ে বেশি গোল (৭) করেছে, এবং তারা তাদের শহরের প্রতিদ্বন্দ্বীদের দূরে রাখতে তাদের ব্যাকলাইন ঠিক রেখেছে। ফলাফল নির্বিশেষে,বলা যেতেই পারে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার দর্শকদের একটা ভালো খেলা উপহার দেবে দুই দল।

এবার থেকে আইপিএলে নাম লিখিয়ে না খেললে বিদেশি ক্রিকেটারদের জন্য শাস্তির মুখে পড়তে হবে
*খেলা*

*# Sports News*



Khabar kolkata Desk: আই পি এল এ নিলামে নাম দিয়েছেন, বিশাল অঙ্কে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনেও নিয়েছে। এরপর দেখা গিয়েছে বিদেশি সেই খেলোয়াড় কোনো উপযুক্ত কারণ ছাড়াই শুধু ব্যক্তিগত কারণে টুর্নামেন্টে আর খেললেন না। আইপিএলের বিভিন্ন মরসুমে এমন ঘটনা অনেক দেখা গিয়েছে। ভবিষ্যতে এটা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবার যেসব খেলোয়াড় টুর্নামেন্টের আগে হুট করে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেবে যে তিনি খেলবেন না, সেসব বিদেশি খেলোয়াড়ের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে। সেই
শাস্তি আইপিএলে বলবৎ থাকবে ২ বছর।

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স কেনার পরও ইংল্যান্ডের জেসন রয় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ইংল্যান্ডের দুই পেসার মার্ক উড আর গাস অ্যাটকিনসনও নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একই কাজ করেছেন। এমন কাজ এখন থেকে করলে নিষেধাজ্ঞায় পড়তে হবে ক্রিকেটারদের।

নতুন নিয়ম অনুযায়ী বিদেশি সব খেলোয়াড়কেই মেগা নিলামের আগে নিবন্ধিত হতে হবে। কোনো বিদেশি খেলোয়াড় যদি নিবন্ধন না করেন, তাহলে নিলামে তিনি পরের বছরের নিলামে অযোগ্য বিবেচিত হবেন। আর কোনো বিদেশি খেলোয়াড়কে নিলামে কোনো দল কেনার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিলে তিনি পরের দুই মরসুমের জন্য নিলাম বা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

গত বছরের কথাই ধরা যাক। মিনি নিলামে অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড় প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে বিশাল অঙ্কে কিনেছিল দুটি আলাদা দল। কামিন্সকে ২০.৫ কোটি  দিয়ে কামিন্সকে সানরাইজার্স হায়দরাবাদ আর ২৪.৭৫ কোটিতে স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। অতীতে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলামের চেয়ে মিনি নিলামে বেশি অংশ নিতে দেখা গিয়েছে। এখন নতুন নিয়মের কারণে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলাম এড়িয়ে যাওয়া কঠিন হবে।

*ছবি সৌজন্যে:বিসিসিআই।*
শিবদাসপুরে সাংসদের উপস্থিতিতে ক্লাব কমিটি গুলোকে দুর্গাপুজোর চেক বিতরণ

Khabar kolkata: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিবদাসপুর থানার পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার চেক বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের হাতে বিতরণ করা হল। এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় , সিআইসি সনৎ দে ডিসিপি নর্থ আইপিএস গণেশ বিশ্বাস ,এসিপি পার্থ রঞ্জন মন্ডল, শিবদাসপুর থানার অফিসার ইনচার্জ সমীর দাস, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার, উপপ্রধান অশোক হালদার, ব্যারাকপুর ব্লক ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে , মামুদপুর অঞল তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থসারথি পাত্র, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই চেক বিতরণী অনুষ্ঠানে মোট ৯টি ক্লাবের প্রতিনিধিদের হাতে রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার চেক তুলে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ।চেক প্রদান করা অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ডিসিপি নর্থ আইপিএস গনেশ বিশ্বাস জানান ," আজকে যারা চেক পেলেন তারা তো পেলেনই আগামীতে যদি নতুন পুজোর অনুদান দেওয়ার অনুমতি আসে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা করা হবে। তার পাশাপাশি বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমগ্র ব্যারাকপুরবাসী নাগরিকবৃন্দদের আগাম শারদ শুভেচ্ছা জানালেন"।

কলকাতা বিমানবন্দরের কাছে O2 গ্রুপে নতুন হোটেল উদ্বোধন

*Khabar kolkata:* O2 গ্রুপে নতুন হোটেল "SOOT" উদ্বোধন হল কলকাতায়।এটি নেতাজী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত। বিলাসবহুল আতিথেয়তায় একটি নতুন ল্যান্ডমার্ক। এদিন "SOOT" এর উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাটের তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জি, স্থানীয় কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অনিল লোহারুকা এবং স্যুটের পরিচালক অনিশা লোহারুকা সহ বিশিষ্ট অতিথিবর্গ। *ছবি:প্রসেনজিৎ বিশ্বাস।*
প্রশাসনের তরফ থেকে টিটাগড়ে পুজো কমিটিগুলোর হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হল

Khabar kolkata: উত্তর ২৪ পরগনা টিটাগড় থানার অন্তর্গত পুজো কমিটিগুলোকে পুজো অনুদানের চেক বিতরণ করা হলো টিটাগড় পুরসভার কনফারেন্স হলে। শুক্রবার বিকেলে চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী,টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ, ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস,এসিপি ব্যারাকপুর বদরুজ্জামান,টিটাগড় থানার ভারপ্রাপ্ত ওসি তাপস নষ্কর সহ দুই পুরসভার কাউন্সিলরগণ। এদিনের অনুষ্ঠান থেকে টিটাগড় থানা অঞ্চলের প্রায় ১৫৫ টি দুর্গাপুজো কমিটির হাতে পুজো অনুদানের সরকারি চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণী অনুষ্ঠান শেষে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন,"টিটাগড় থানার অন্তর্গত এবং তার বিধানসভা এলাকার ১৫৫ টি পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে প্রশাসনের পক্ষ থেকে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হলো। তাছাড়া আরও ৩২ টি নয়া পুজো কমিটি পুজো অনুদানের জন্যে লিখিত দরখাস্ত দিয়ে আবেদন করেছেন"।

*ছবি ও লেখা:প্রবীর রায়*

পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলা শারদ সম্মানের সূচী ঘোষণা করা হল

Khabar kolkata: আর জি করের ঘটনার প্রেক্ষিতে একটা অংশের মানুষ দাবি করছেন, এবছরে দুর্গা পুজোর উদযাপন না হওয়াই বাঞ্ছনীয়। আর এক দল বলেন, পুজোর সঙ্গে বহু মানুষের রুটিরুজি জড়িয়ে, সেকথা মাথায় রাখা উচিত। কেউ আবার দাবি করেন, পুজো হোক, কিন্তু উৎসব নয়।

আজ, বুধবার নবান্নের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে পক্ষে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দেওয়া হল, ১৫ অক্টোবর রেড রোড কার্নিভাল অনুষ্ঠিত হবে। শুধু কার্নিভাল নয়, এদিনের প্রেস বিজ্ঞপ্তিতে একগুচ্ছ পুজো কর্মসূচির উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, 'শারদোৎসব বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। শিল্পীদের নিত্যনতুন সৃজনশীলতা ও সাধারণের অংশগ্রহণে শারোদৎসব বাংলার সংস্কৃতিকে আরও নান্দনিক করে তুলেছে। বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার চালু করেছে। এবছরও সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।'সেরা প্রতমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা,সেরা সমাজচেতনা-সহ কোন কোন বিভাগে মিলবে পুরস্কার, উল্লেখ করা হয়েছে সেসব। জানানো হয়েছে, বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী মহাষষ্ঠীর দিন ঘোষণা হবে ফলাফল। কলকাতার বাইরেও ২২টি জেলার মধ্যে থেকে সেরা পুজো কমিটি বেছে নেওয়া হবে।

এমনকি রাজ্যের বাইরে ও দেশের বাইরে থেকেও অনলাইনে আবেদন পাঠানো যাবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইন আবেদন জমা নেওয়া হবে। বিস্তারিত তথ্য মিলবে ওয়েবসাইটে, www.egiyebangla.gov.in, www.wb.gov.in, www.wbicad.in, https://bbss.wb.gov.in। এদিন কলকাতার অবন্দ্রী সভা ঘরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন,তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বোস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ছবি:প্রসেনজিৎ বিশ্বাস।

পুজোর চাঁদা কালেকশনেও জুলুম বাজি ও থ্রেট কালচারে পরিণত করেছে তৃণমূল- বললেন প্রাক্তন সংসদ অর্জুন সিং

Khabar kolkata: পুজোর চাঁদা কালেকশনেও জুলুম বাজি ও থ্রেট কালচারে পরিণত করেছে তৃণমূল, বললেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। আজ শ্যামনগরে দুর্গা পুজো উপলক্ষ্যে বস্ত্রদান করতে এসেছিলেন প্রাক্তন সাংসদ। তিনি বলেন, আগরপাড়া সহ বিভিন্ন জায়গায় চলছে চাঁদার জুলুম।

ছোট বড় মাঝারি সব ক্ষেত্রেই তৃণমূলের নেতারাই থ্রেট কালচারে পরিণত করেছে।এমনকি পিকনিকেও থ্রেট কালচার চলছে। তিনি আরো বলেন তৃণমূলের শেষ অবস্থা চলছে। রাজ্যের অনেক জায়গায় পুজোর পারমিশন দিচ্ছে না প্রসাশন।

লেখা ও ছবি: প্রবীর রায়

টিটাগড়ে ৩৮ বছরের পুরনো পুজো বন্ধের নির্দেশ প্রশাসনের, প্রতিবাদে থানায় বিক্ষোভ এলাকার মানুষে

Khabar kolkata: উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এম জি রোডে ওয়াগান কারখানার সন্নিকটে ৩৮ বছর ধরে দুর্গাপুজো করছে টিটাগড় তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি। অভিযোগ, টিটাগড় ওয়াগানের মদতে এবার পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে টিটাগড় থানা। পুজো বন্ধের নির্দেশে ক্ষুব্ধ পুজো কমিটির লোকজন এবং স্থানীয় মানুষেরা। তারা সম্মিলিত ভাবে এদিন প্রশাসনের তরফে পুজো বন্ধের নির্দেশের প্রতিবাদ জানিয়ে থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।তবে পুজো কমিটির তরফে এখনও পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্তা বলেন, "৩৮ বছরের পুজো প্রশাসন বন্ধ করে দিতে বলেছে। টিটাগড় ওয়াগান কারখানা কতৃপক্ষের কাছে পুজোর জন্য ১০ দিন চাওয়া হয়েছিল। কিন্তু ওয়াগান কর্তৃপক্ষ তাদের পুজোতে বাধার সৃষ্টি করছে। প্রশাসনের তরফেও সহযোগিতা মিলছে না।"

পুজো বন্ধ নিয়ে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, "পুজো বন্ধ হবে না। টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে।"

লেখা ও ছবি:প্রবীর রায়।

পুজোর বিশেষ থালি 'সুট" O2-তে

Khabar kolkata: পুজোর বিশেষ থালির ব্যবস্থা করল 'সুট" O2-এ। সম্প্রতি ভিআইপি রোডে দমদম বিমানবন্দরে খুব কাছে কৈখালীতে উদ্ভোধন করা হয় 'সুট" O2-এর। লঞ্চের পর এবার দুর্গাপুজার স্পেশাল মেনু লঞ্চ করল তারা। ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের এই থালি পাওয়া যাবে মাত্র ১৬৯৯ টাকায়। লাঞ্চের এই সুবিধা পাওয়া যাবে দুপুরে ১২ টা থেকে বিকেল ৪ পর্যন্ত ও রাতে ডিনার ৭ টা থেকে ১২ টা পর্যন্ত। সংস্থার পক্ষ থেকে জানানো হল,বিশেষ করে পুজোর সময় অতিথিদের জন্য একটি উৎসবমুখর রন্ধন সম্পর্কিত অভিজ্ঞতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এই উদ্যোগ।

ছবি:প্রসেনজিৎ বিশ্বাস।

ব্যারাকপুর ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন কাউন্সিলর সম্রাট তপাদার

Khabar kolkata:বর্তমান সমাজে বহু বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই হয় না ছেলের সংসারে। জীবনের সায়াহ্নে আত্মীয় পরিজন হারিয়ে তাঁদের একমাত্র ঠিকানা হয়ে দাঁড়ায় বৃদ্ধাশ্রম। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মিডল রোডের ভোলানন্দ বৃদ্ধাশ্রমেও ১০০'র কাছাকাছি আবাসিক থাকেন। প্রতি বছর মহালয়ার দিন পুজোর নতুন জামাকাপড় ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তুলে দেন ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী সম্রাট তপাদার। মহালয়ের দিন তিনি আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে একসঙ্গে মধ্যাহ্নের আহারও সারেন। তবে পুজোয় নতুন বস্ত্র পেয়ে বেজায় খুশি আবাসিকরা। সেবামূলক কর্মকান্ড নিয়ে সম্রাট বাবু বলেন, "আজকের দিনে অনেকেই সাধারণত পূর্ব পুরুষদের স্মরণে গঙ্গার ঘাটে তিল তর্পণ করে থাকেন। কিন্তু তিনি এর ব্যতিক্রম।স্বর্গীয়দের থেকে জীবন্ত পিতৃ-মাতৃদেবদের আজকের দিনে বেশি করে তিনি স্মরণ করেন। তাই প্রতি বছর বৃদ্ধাশ্রমের আবাসিকদের পুজো উপলক্ষে নতুন বস্ত্র উপহার দিয়ে থাকি। একসঙ্গে খাওয়া দাওয়া করে গল্প-গুজব করে সময় কাটাই।"

লেখা ও ছবি: প্রবীর রায়

আই এস এল মরসুমের কলকাতায় প্রথম ডার্বি ৫ অক্টোবর

খেলা

# Sports News

Khabar kolkata: আই এস এল মরসুমের কলকাতায় প্রথম ডার্বি ৫ অক্টোবর ।প্রথম কলকাতা ডার্বির সাক্ষী হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও মহামেডান এসসি। ইতিমধ্যেই আই এস এল এ মহামেডান চেন্নাইয়িন এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে তাদের প্রথম আইএসএল জয় সংগ্রহ করেছে। এখন পর্যন্ত মহামেডান এসসি (৭তম) বর্তমানে স্ট্যান্ডিংয়ে মেরিনার্সের (৮তম) উপরে রয়েছে।

অন্যদিকে,মোহনবাগান সুপার জায়ান্ট এখন পর্যন্ত লিগে সবচেয়ে বেশি গোল (৭) করেছে, এবং তারা তাদের শহরের প্রতিদ্বন্দ্বীদের দূরে রাখতে তাদের ব্যাকলাইন ঠিক রেখেছে। ফলাফল নির্বিশেষে,বলা যেতেই পারে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে রবিবার দর্শকদের একটা ভালো খেলা উপহার দেবে দুই দল।

এবার থেকে আইপিএলে নাম লিখিয়ে না খেললে বিদেশি ক্রিকেটারদের জন্য শাস্তির মুখে পড়তে হবে
*খেলা*

*# Sports News*



Khabar kolkata Desk: আই পি এল এ নিলামে নাম দিয়েছেন, বিশাল অঙ্কে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনেও নিয়েছে। এরপর দেখা গিয়েছে বিদেশি সেই খেলোয়াড় কোনো উপযুক্ত কারণ ছাড়াই শুধু ব্যক্তিগত কারণে টুর্নামেন্টে আর খেললেন না। আইপিএলের বিভিন্ন মরসুমে এমন ঘটনা অনেক দেখা গিয়েছে। ভবিষ্যতে এটা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবার যেসব খেলোয়াড় টুর্নামেন্টের আগে হুট করে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেবে যে তিনি খেলবেন না, সেসব বিদেশি খেলোয়াড়ের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে। সেই
শাস্তি আইপিএলে বলবৎ থাকবে ২ বছর।

গত মরসুমে কলকাতা নাইট রাইডার্স কেনার পরও ইংল্যান্ডের জেসন রয় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ইংল্যান্ডের দুই পেসার মার্ক উড আর গাস অ্যাটকিনসনও নিজেদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একই কাজ করেছেন। এমন কাজ এখন থেকে করলে নিষেধাজ্ঞায় পড়তে হবে ক্রিকেটারদের।

নতুন নিয়ম অনুযায়ী বিদেশি সব খেলোয়াড়কেই মেগা নিলামের আগে নিবন্ধিত হতে হবে। কোনো বিদেশি খেলোয়াড় যদি নিবন্ধন না করেন, তাহলে নিলামে তিনি পরের বছরের নিলামে অযোগ্য বিবেচিত হবেন। আর কোনো বিদেশি খেলোয়াড়কে নিলামে কোনো দল কেনার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিলে তিনি পরের দুই মরসুমের জন্য নিলাম বা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

গত বছরের কথাই ধরা যাক। মিনি নিলামে অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড় প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে বিশাল অঙ্কে কিনেছিল দুটি আলাদা দল। কামিন্সকে ২০.৫ কোটি  দিয়ে কামিন্সকে সানরাইজার্স হায়দরাবাদ আর ২৪.৭৫ কোটিতে স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। অতীতে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলামের চেয়ে মিনি নিলামে বেশি অংশ নিতে দেখা গিয়েছে। এখন নতুন নিয়মের কারণে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলাম এড়িয়ে যাওয়া কঠিন হবে।

*ছবি সৌজন্যে:বিসিসিআই।*