।। ঝড়ে ক্ষতিগ্রস্ত সন্দেশখালির বাড়ির ছাদে নতুন অ্যাডবেস্টার লাগানোর কাজে হাত দিলেন বিধায়ক ।।
![]()
বসিরহাট : গত বৃহস্পতিবার বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় বেশ কিছু বাড়ি এক মিনিটের টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই খবর পাওয়া মাত্রই এলাকায় প্রতিদিনই যাচ্ছেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও এলাকার বেশ কিছু জনপ্রতিনিধিরা। তারা এলাকায় গিয়ে প্রথমে শুকনো খাবার বিতরণ করেন তারপর বিকালে চাল ডাল আলু সহ অন্যান্য জিনিসপত্র বিতরণ করেন। শনিবার সকালে বিধায়ক সুকুমার মাহাতের উদ্যোগে নতুন অ্যাডবেস্টার নিয়ে আসা হয়। এবং চারটে মিস্ত্রি এনে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে নতুন করে যাদের বাড়ির ছাদ উড়ে গিয়েছিল তাদের নতুন করে অ্যাডবেস্টার লাগানো হয়। বিধায়ক সুকুমার মাহাতো নিজে দাঁড়িয়ে থেকে তিনি এই কাজ করানোর ব্যবস্থা করছেন। এদিন দেখা যায় বিধায়ক সুকুমার মাহাতো নিজে সিঁড়ি বেয়ে বাড়ির চালে উঠে অ্যাডবেস্টার তুলে মিস্ত্রিদের সঙ্গে সাহায্য করছেন। বাড়ি ভেঙে যাওয়ার দু দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকেছেন তাতে খুশি এলাকার মানুষেরা।
Oct 06 2025, 07:05