*নেতাজী ভবনে জাপানি লোকসঙ্গীতের সঙ্গীতানুষ্ঠান*
![]()
নিজস্ব প্রতিনিধি: শনিবার সন্ধ্যায় কলকাতার ঐতিহ্যবাহী নেতাজী ভবনে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান। বাংলানাটক ডট কম, নেতাজী রিসার্চ ব্যুরো এবং জাপান কনসুলেটের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুগ্ধ হলেন উপস্থিত দর্শক।
জাপানের ৪ জন শিল্পী তাঁদের সুমধুর কণ্ঠ ও মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধতা ছড়িয়ে দিলেন। পিয়ানো, ওবো এবং জাপানের প্রাচীন বাদ্যযন্ত্রের সুরে বাঁধা সাঙ্গীতিক গল্পগাঁথা, জাপানি লোকগান এবং আমাদের প্রাণের রবীন্দ্রসংগীত মিলেমিশে তৈরি করল এক অপূর্ব সুরসন্ধ্যা।
লোকশিল্পীদের এই দলে ছিলেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত গল্পকার ও বিভিন্ন প্রাচীন জাপানী বাদ্যযন্ত্রে পারদর্শী কাটসুরা কোসুমি,গায়িকা কুনিশি মিয়ো, পিয়ানিস্ট ও সঙ্গীতকার তাকাশিমা কেইকো এবং ওবো বাদক মিয়া আকামে। অতিথি শিল্পী হিসেবে তাঁদের সঙ্গতে তবলায় ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী পণ্ডিত তন্ময় বোস।
জাপানি ঐতিহ্যের পোশাক পরিহিত শিল্পীরা যখন একে একে তাঁদের লোকগান পরিবেশন করলেন, আর বিশেষ মুহূর্তে রবীন্দ্রসংগীত “ আমি চিনি গো চিনি তোমারে...” গেয়ে উঠলেন, তখন উপস্থিত দর্শকের আবেগ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল সমগ্র নেতাজী ভবন।
ছবি: সঞ্জয় হাজরা
Oct 05 2025, 11:40