সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় টর্নেডোর ঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দিলেন বিধায়ক
নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি ১ নম্বর ব্লকের আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় এক মিনিট টর্নেডোর ঝড়ে ক্ষতিগ্রস্ত পাথরঘাটা এলাকা। বৃহস্পতিবার ওই টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বসতবাড়ি শুক্রবার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সঙ্গে দেখা করতে যান সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। তাদের আশ্বস্ত করেন সকল ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। এছাড়াও এদিন ঘটনাস্থলে পরিদর্শন করলেন সন্দেশখালি ১নং ব্লকের বিডিও সায়ন্তন সেন, ব্লক সভাপতি মিজানুর রহমান সহ নেজ্যাট থানার পুলিশ প্রশাসন। এই ঘটনায় মোট ৮ জন আহত হন। তাদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার আরজিকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক। তবে এই ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এক মিনিটের ঝরে লন্ডভন্ড করে দিল গোটা গ্রাম। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকা।এখনো পর্যন্ত বিদ্যুৎ গ্রামে আসেনি। টর্নেডোর ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুক্রবার সন্ধ্যায় তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী। প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ২০ কিলো চাল, ৫ কিলো আলু ও ৩ কিলো ডাল। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো ও সন্দেশখালি দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিকের উদ্যোগে এই কাজ সম্পন্ন করা হয়। বাড়িতে বাড়িতে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তারা। এই পরিস্থিতির মধ্যে এই ত্রাণ সামগ্রী পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারে সদস্যরা। পাশাপাশি যে সমস্ত বাড়ির ছাউনি উড়ে গিয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার এ্যাডবেস্টার কিনে ছাউনি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন বিধায়ক সুকুমার মাহাতো।
Oct 05 2025, 11:39