জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করা হল ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
![]()
নিজস্ব প্রতিনিধি: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হল ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন ব্যারাকপুর চিড়িয়া মোড়ে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।২ রা অক্টোবর ২০২৩ সালে এই মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। সেই মূর্তিতেই মাল্যদান করেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা সম্রাট তপাদার, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওশাদ আলম, ব্যারাকপুর পৌরসভার উপ-পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌরপিতা জিব্রব্রত পালিত, তপন কুমার দে, সুরেন্দ্র ভার্মা, সত্যজিৎ আচার্য্য, পৌর মাতা জ্যোতি চক্রবর্তী মৌসুমী মুখোপাধ্যায়, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি অনুপ ঘোষ, ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য, তৃণমূল ছাত্র পরিষদ নেতা ঋষিকেশ ঘোষ, ব্যারাকপুর শহর আইএনটিটিইউসি সভাপতি শুভেন্দু চৌধুরী তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ যুব তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস ও তৃণমূল সংখ্যালঘু স্যালের নেতৃত্ব ও কর্মীরা।
ছবি: প্রবীর রায়
Oct 03 2025, 19:25