*শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ শুরু ভারতের*
খেলা
![]()
Khabar kolkata sports Desk: মহিলাদের এক দিনের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সহজে হারালো ভারতীয় দল।তবে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হরমনপ্রীত কৌরদের ফিল্ডিংয়ের উন্নতি করতে হবে।না হলে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে পৌঁছাতে ভারতের বেশ অসুবিধায় আছে ভারতীয় দলের।মিডল অর্ডারের ব্যর্থতা সামলে শ্রীলঙ্কাকে ২৭১ রানের লক্ষ্য দেয় ভারত।এদিন প্রত্যাশা মতো ভালো খেলতে পারলেন না ভারতীয় মহিলা দলের প্রথম সারির ব্যাটারেরা। শ্রীলঙ্কার স্পিনারদের সামনে তাঁরা বেশ সমস্যায় পড়লেন। বৃষ্টি, মেঘলা আবহাওয়ার মধ্যে হরমনপ্রীত কৌরদের সমস্যায় ফেললেন শ্রীলঙ্কার স্পিনারেরা। ইনিংসের ২৬তম ওভারে ইনোকা রণবীরার বলে পর পর আউট হয়ে যান হার হারলিন দেওল, জেমাইমা রদ্রিগেজ এবং হরমনপ্রীত। তবু শেষ পর্যন্ত ভারত ৮ উইকেটে ২৬৯ রান (৪৭ ওভারে) তুলল শ্রীলঙ্কার খারাপ ফিল্ডিংয়ের সুবাদে। তবে ভারতের ইনিংস শুরু হওয়ার পর বার বার বৃষ্টি হওয়ায় শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৪৭ ওভারে করতে হত ২৭১ রান।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আটাপাত্তু।তবে শ্রীলঙ্কা তাদের লক্ষ্য পূরণ করতে পারেনি।২১১ রান করেই সকলে আউট হয়ে যা।
Oct 01 2025, 09:20