/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *হরিদ্বারে এক বিয়ে মন্ডপে চমকে দিলেন বর* West Bengal Bangla
*হরিদ্বারে এক বিয়ে মন্ডপে চমকে দিলেন বর*

ডেস্ক : বিয়ের মরসুম চলেছে। প্রচুর ভালো ভালো ছবি পোষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে বেশ কিছু আশ্চর্য ছবিও পোষ্ট হচ্ছে। এমনই এক ছবি সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের কুঞ্জ বাহাদুরপুরে। সাম্প্রতিক এই বিয়েতে অতিথিদের রীতিমতো তাজ্জব করে দিলেন বর। সাহারানপুরের রামপুর মনিহারনের এই বিয়েতে বর তাঁর নিজের বিয়ের অনুষ্ঠানে এক বিরাট কাজ করে ফেললেন যা রীতিমতো দৃষ্টান্ত হয়ে গেল সকলের কাছে। সবাইকে হতবাক করে দিয়ে বিয়েতে এক আশ্চর্যজনক পদক্ষেপ নিলেন বর। নিজেই নিজের বিয়ের বৈদিক মন্ত্র পাঠ করার দায়িত্ব নিলেন বর। এই বেনজির কাজটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

বিষয়টা কিন্তু স্বাভাবিকের মধ্যে একদম অস্বাভাবিক। রামপুর মণিহরণ থেকে বিবেক কুমারের বরযাত্রী পৌঁছেছিল হরিদ্বারে। আর সেখানেই বিয়ের মণ্ডপে চমকে দেওয়া কাণ্ড করে বসলেন বর বিবেক কুমার। নিজেই বিয়ের পবিত্র বৈদিক মন্ত্রগুলি পাঠ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিবেক। বরের এই কাণ্ড দেখে কনে থেকে ঠাকুর মশাই এমনকি অতিথি-অভ্যাগতরাও স্তব্ধ হয়ে গেলেন। মুহূর্তটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ভিডিওতে দেখা যায় বর সাজে বিবেক আত্মবিশ্বাসের সঙ্গে বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পাদন করছেন। তিনি বিয়ের অনুষ্ঠান এমনভাবে সম্পন্ন করছেন যা আগে কেউ কখনও দেখেনি।

*বিনিময় ছাড়া কিছু জিনিস কারো থেকে নেবেন না*

ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনে বহু অপরিহার্য জিনিস আছে। কিন্তু অনেক সময় তা আমরা হাতের কাছে পাই না। তখন হয়তো পরিচিত কারো থেকে তা আমরা নিয়ে থাকি। এই বিষয়ে জ্যোতিষ বলছে, কিছু জিনিস আছে যা কখনো বিনা পয়সায় নিতে নেই। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। এমনকি দারিদ্রতাও আপনার জীবনে নেমে আসবে, কোন কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। জানুন কোন কোন জিনিস কারোর থেকে ধার করা উচিত নয়।

নুন

বাস্তুশাস্ত্রে নুনের সঙ্গে শনি গ্রহের সম্পর্ক আছে বলে মনে করা হয়। তাই কারোর কাছ থেকে বিনা পয়সায় নুন নেবেন না। এতে ঋণের বোঝা বাড়তে পারে। আর মানসিক চাপ বাড়বে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। তাই বিনা পয়সায় কারোর থেকে নুন নেবেন না। এতে আপনার জীবনে সমস্যা আসবে।

রুমাল –

কোনও অনুষ্ঠানে কেউ যদি আপনাকে বিনা পয়সাতেও রুমাল দেয়, আপনি তা নেবেন না। এতে তার সঙ্গে অশান্তি বাঁধবে আপনার। তাছাড়া রুমাল কারোর থেকে শুধু নিলে সম্পর্ক নষ্ট হয় । এতে আপনার অর্থহানি হবে। যদি আপনার অন্তত এক টাকা কিংবা দু’ টাকা দিয়ে দেবেন।

পার্স

পার্স কাউকে উপহার দেবেন না । আপনাকে কেউ যদি উপহার দেয়, তাকে কিন্তু পয়সা দেবেন। কারণ এমনি নিলে আপনার অর্থহানি হতে পারে। কোনও কাজে আপনি সফলতা আসবে। ব্যবসার কাজে নানান সমস্যা আসবে। তাই আগেই সাবধান হোন আপনি।

ঘড়ি –

ভুলেও কারোর কাছ থেকে ঘড়ি ধার নেবেন না। এতে আপনার সময় নষ্ট হতে পারে। এতে আপনার খারাপ সময় আসবে। সকল কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এমনকি ভাগ্যের দ্বার খুলবে না আপনার।

দেশলাইয়ের বাক্স –

দেশলাইয়ের বাক্স কখনও কারোর কাছ থেকে বিনা পয়সায় নেবেন না। এতে আপনার ঘরে অশান্তি বাড়বে। আপনার জন্মকুণ্ডলীতে রাহু ক্রমশ দুর্বল হয়ে উঠতে পারে। এমনকি আপনার বাড়িতে ঝগড়া অশান্তি ক্রমশও বাড়বে। তাই আগেই সাবধান হোন আপনি।

*ওড়িশার লিঙ্গরাজ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ইতিহাস*

ডেস্ক: ওড়িশার তথা ভারতের অন্যতম প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতন হলো ওড়িশার লিঙ্গরাজ মন্দির। ওডিশার ভুবনেশ্বরের এই মন্দিরে দেবাদিদেব মহাদেবের অধিষ্ঠান। এই দেবালয়ের কারুকার্য দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশিদেরও অন্যতম প্রধান আকর্ষণ।

লিঙ্গরাজ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ইতিহাস। সংস্কৃতি পুঁথি অনুযায়ী, খ্রীষ্টীয় ষষ্ঠ থেকে একাদশ শতাব্দীর মধ্যে পর্যায়ক্রমে নির্মাণ করা হয় সুবিশাল এই মন্দির। এই দেবালয়ের সঙ্গে কলিঙ্গ স্থাপত্য মিল রয়েছে। উল্লেখ্য, ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির হল লিঙ্গরাজ। অনেক ঐতিহাসিকের দাবি, এই মন্দির তৈরি করেন ললাট ইন্দু কেশরি। ৬১৫ থেকে ৬৫৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত ওডিশার শাসক ছিলেন তিনি। তবে এই দেবালয়ের নাটমন্দির ও দু’টি গম্বুজ দ্বাদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে অনুমান।

ওডিশার গঙ্গা রাজারা নিয়মিত এই মন্দিরে পুজো দিতেন বলে জানা গিয়েছে। লিঙ্গরাজ শব্দটির অর্থ হল লিঙ্গের রাজা। এই মন্দিরে পুজো পান হরিহর। হিন্দু শাস্ত্র অনুযায়ী, তিনি একাধারে সৃষ্টির পালনকর্তা বিষ্ণু ও ধ্বংসকর্তা শিব। লিঙ্গরাজ মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে বিন্দুসাগর সরোবর। বিশাল এই জলাধারকেও নিয়েও রয়েছে একাধিক জনশ্রুতি। স্থানীয়দের বিশ্বাস, ভারতের মূল নদীগুলির জল রয়েছে এই সরোবরে। অনেকের আবার বিশ্বাস মন্দিরের নীচ দিয়ে প্রবাহিত হয়েছে একটি নদী। যা বিন্দুসাগরে এসে পড়েছে। এই মন্দিরে স্নান করলে রোগ-ব্যধি দূর হয় বলেও বিশ্বাস করেন বহু মানুষ।

*খেলা*

আগামীকাল আই এস এল ম্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রাক্টিস

ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

*খেলা*

রঞ্জি ট্রফির ম্যাচের আগে শুক্রবার ইডেনে মুম্বাই দলের প্র্যাকটিসে সূর্য কুমার যাদব

ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Friday, February 7, 2025)

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। বন্ধুবান্ধবদের সাথে ক্রিয়াকলাপ উপভোগ্য হবে- কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না- অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছতে হবে। আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে।

প্রতিকার :- গরম মশলা, শুকনো ফল, মধু, গুড় খাবারে দিলে আর্থিক অবস্থা ভালো থাকবে।

বৃষভ রাশিফল (Friday, February 7, 2025)

স্বাস্হ্যের সমস্যার জন্য আপনি কোন গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন। সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আজ, আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন।

প্রতিকার :- দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

মিথুন রাশিফল (Friday, February 7, 2025)

দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন। মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বা কি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায়। দিনের শুরুটা ভাল হতে পারে তবে সন্ধ্যায় কোনও কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে। আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন- আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে। প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যাক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :- গরুকে ছোলার ডাল খাওয়ান, এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হবে।

কর্কট রাশিফল (Friday, February 7, 2025)

আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন, বিশেষ করে মাইগ্রেনের রোগীরা, যাঁদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাঁদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতী এবং নিখুঁত ব্যক্তি হোন। আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটিসহজাত প্রবৃত্তি থাকুক। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। আপনি যা কিছু করবেন তাতেই নিখুঁত হবেন- আপনি দক্ষতা দেখিয়ে আপনার চারপাশের মানুষের কাছে আপনার অস্তিত্য প্রমাণ করুন। সময়ের সাথে-সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার।এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যিই সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন।

প্রতিকার :- তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

সিংহ রাশিফল (Friday, February 7, 2025)

কোন বন্ধুর কাছ থেকে পাওয়া কোন বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে। কারণ আপনি আপনার জীবন গাছের মত করে তৈরী করেছেন, যে নিজে রোদে দাঁডিয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয়। আপনার পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। যদিও এই সময়ে, আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। মূল্যবান জিনিসের মত আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুই জনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেম পড়েছে। হ্যাঁ, আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্রে দান করুন।

কন্যা রাশিফল (Friday, February 7, 2025)

আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান। যৌন আবেদন আকাঙ্খিত ফল দেবে। যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন, তাহলে এটি সত্যিই একটি ভাল দিন হতে যাচ্ছে। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্বিয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় বায় হতে পারে। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে এবং তাদের সন্মান দেখালে তা আপনার জন্য লাভদায়ক হবে এবং আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।

তুলা রাশিফল (Friday, February 7, 2025)

আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন- আপনি যাই করুন না কেন- সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়েই এটি করতে পারবেন। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না। আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড়ো সদস্যের সাথে সময় কাটাতে পারেন। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘ মেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে।

প্রতিকার :- ব্রোঞ্জ দান করলে বুধের সুপ্রভাব বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

বৃশ্চিক রাশিফল (Friday, February 7, 2025)

হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময়। পরবর্তী যে কোন ব্যবহার আপনার হার্টে অহেতুক (অপ্রয়োজনীয়) চাপ সৃষ্টি করবে। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। প্রেম অপরিমিত, সীমাহীন; আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন। কিন্তু আজ আপনি তা অনুভব করবেন। আজ, আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন। সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন। দিনে একটি উত্তপ্ত তর্কের পরে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- ওম শুক্রয়ে নমঃ এই মন্ত্র দিনে ১১ বার জপ করলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন।

ধনু রাশিফল (Friday, February 7, 2025)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে। আপনি যদি সম্পদ জমা করতে চান, তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন। আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন। আপনি তাদের আপনার স্বপ্নপূরণে উৎসাহী করতে পারেন। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালভাবে বুঝতে পারবে। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। দিনটি আপনার জীবন সঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভাল হবে বলে মনে হচ্ছে।

প্রতিকার :- খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থা ভালো হবে।

মকর রাশিফল (Friday, February 7, 2025)

এমন কোন কাজকর্মে নিযুক্ত হোন যা উৎসাহব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরষ্কৃত করবে। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতাড়িত হবেন না- কথা বলায় রাশ না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন। দিন ভালোই আছে অন্যের সাথে-সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন। বিয়ের পর প্রেম কঠিন শোনায়, কিন্তু সারা দিন ধরে এটি আপনার সাথে ঘটবে।

প্রতিকার :- লেড বা সীসায় রাহু যন্ত্র খোদাই করে তা নিজের কাছে ওয়ালেট বা পকেট এ রেখে দিন। এর ফলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

কুম্ভ রাশিফল (Friday, February 7, 2025)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। কোন দীর্ঘ-স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান। পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। সময়মত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আপনি আপনার অধস্তনদের কিছু দরকারী পরামর্শ কান দিয়ে শুনতে পারেন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তূ রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- সূর্যোদয়ের সময় ১৫-২০ মিনিট সূর্য স্নান করলে সমস্ত রোগ ও ঘাটতি থেকে মুক্ত হবেন।

মীন রাশিফল (Friday, February 7, 2025)

আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। আজ, আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও, আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে। আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথাব্যাথা অনুভব করেন। তবে, আপনার অহং আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না, যা সঠিক নয়। এটি করলে ঝামেলা বাড়বে কেবল। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত, অন্যথায় আপনার নেতিবাচক চিত্রটি আপনার বসের চোখে তৈরি হতে পারে। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন।

প্রতিকার :- আপনার পকেট বা ওয়ালেট এ কালো ও সাদা রঙের কাপড়ের টুকরো রাখুন, এর ফলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

(Courtesy-AstroSage)

*ওড়িশার লিঙ্গরাজ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ইতিহাস*

ডেস্ক: ওড়িশার তথা ভারতের অন্যতম প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতন হলো ওড়িশার লিঙ্গরাজ মন্দির। ওডিশার ভুবনেশ্বরের এই মন্দিরে দেবাদিদেব মহাদেবের অধিষ্ঠান। এই দেবালয়ের কারুকার্য দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশিদেরও অন্যতম প্রধান আকর্ষণ।

লিঙ্গরাজ মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ইতিহাস। সংস্কৃতি পুঁথি অনুযায়ী, খ্রীষ্টীয় ষষ্ঠ থেকে একাদশ শতাব্দীর মধ্যে পর্যায়ক্রমে নির্মাণ করা হয় সুবিশাল এই মন্দির। এই দেবালয়ের সঙ্গে কলিঙ্গ স্থাপত্য মিল রয়েছে। উল্লেখ্য, ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির হল লিঙ্গরাজ। অনেক ঐতিহাসিকের দাবি, এই মন্দির তৈরি করেন ললাট ইন্দু কেশরি। ৬১৫ থেকে ৬৫৭ খ্রীষ্টাব্দ পর্যন্ত ওডিশার শাসক ছিলেন তিনি। তবে এই দেবালয়ের নাটমন্দির ও দু’টি গম্বুজ দ্বাদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে অনুমান।

ওডিশার গঙ্গা রাজারা নিয়মিত এই মন্দিরে পুজো দিতেন বলে জানা গিয়েছে। লিঙ্গরাজ শব্দটির অর্থ হল লিঙ্গের রাজা। এই মন্দিরে পুজো পান হরিহর। হিন্দু শাস্ত্র অনুযায়ী, তিনি একাধারে সৃষ্টির পালনকর্তা বিষ্ণু ও ধ্বংসকর্তা শিব। লিঙ্গরাজ মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে বিন্দুসাগর সরোবর। বিশাল এই জলাধারকেও নিয়েও রয়েছে একাধিক জনশ্রুতি। স্থানীয়দের বিশ্বাস, ভারতের মূল নদীগুলির জল রয়েছে এই সরোবরে। অনেকের আবার বিশ্বাস মন্দিরের নীচ দিয়ে প্রবাহিত হয়েছে একটি নদী। যা বিন্দুসাগরে এসে পড়েছে। এই মন্দিরে স্নান করলে রোগ-ব্যধি দূর হয় বলেও বিশ্বাস করেন বহু মানুষ।

*Bengal Global Business Summit 2025 concluded today*

Desk : Finally, the Bengal Global Business Summit 2025 concluded with a Valedictory Session today at the Biswa Bangla Convention Centre.

The total investment proposals received in this eighth edition of BGBS come to Rupees 4 Lakh 40 thousand 595 crores.

Our mission is to create more and more employment and eliminate poverty in the State. Due to our continuous efforts, 1.72 crore individuals have been brought out of poverty in West Bengal.

*কবিতা*

"চোখ মেলে দেখা"

গোপাল মাঝি

আলোর শিখায় দেখতে পাই

আঁধারে পাই না,

চলতে গেলে গুলিয়ে ফেলি

থমকে যায় পা ।

কেন এমন হয় বলো

প্রশ্ন রয়ে যায়,

বুঝতো সবাই জানতো যদি

সঠিক উত্তর পেলে ।

আলোক উৎস থেকে রশ্মি

যদি হয় আপতিত,

আলোক রশ্মির একটা অংশ

হয় প্রতিফলিত ।

প্রতিফলিত রশ্মি যখন আবার

চোখে এসে পড়ে,

বস্তুটিকে সব প্রাণী তখন

সঠিক ভাবে দেখে ।

কোনটা দেখতে কেমন হয়

মস্তিস্ক ঠিক করে,

কথার কথা নয় মোটেই

বিজ্ঞান তুলে ধরে ।

চোখ দু'টি দেখে সবই

তারই চারি দিকে,

পারে কি দেখতে তারা

এ'কে অপরকে?

মনের চোখে দেখি যদি

অন্তর-টাই সবার,

ভেদাভেদ সব ভুলতে পারতাম

থাকতো না বিবাদ ।

*Sports News*

Sports

Mohun Bagan Super Giant qualify for ISL 2024-25 playoffs with 3-0 triumph against Punjab FC

Pic: Sanjay Hazra (Khabar kolkata).