/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz "বাংলার সাধারণ মানুষ আন্দোলনের মধ্য দিয়ে শাসকের ঘুম ভাঙানোর চেষ্টা করছে" বললেন অর্জুন সিং West Bengal Bangla
"বাংলার সাধারণ মানুষ আন্দোলনের মধ্য দিয়ে শাসকের ঘুম ভাঙানোর চেষ্টা করছে" বললেন অর্জুন সিং

নিজস্ব প্রতিবেদক: "বাংলার সাধারণ মানুষ আন্দোলনের মধ্যে দিয়ে শাসকের ঘুম ভাঙানোর চেষ্টা করছেন"। বুধবার সন্ধেয় কাঁকিনাড়ার কাঁটাডাঙায় অশ্বথতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধনে এসে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, "অভয়ার পরিবারের আন্দোলনকে তাঁরা পূর্ণ সমর্থন করছেন। তবে শাসকের এখনও ঘুম ভাঙে নি। ওনাদের আন্দোলনের জেরে হয়তো ঘুম ভাঙতে পারে।" প্রসঙ্গত, পঞ্চমীর দিন সন্ধ্যা থেকে পানিহাটিতে বাড়ির সামনেই অস্থায়ী মঞ্চ বানিয়ে অবস্থানে বসেছেন অভয়ার বাবা-মা। এদিন শ্যামনগরে আদর্শপাড়া নাগরিক বৃন্দের পুজোর উদ্বোধনে করেন প্রাক্তন সাংসদ। পুজোর উদ্বোধন করে পুজো কমিটিগুলোকে সেবা মূলক কাজ করার পরামর্শ দিলেন প্রাক্তন সাংসদ। অসহায় মহিলাদের হাতে নতুন শাড়িও তুলে দিলেন। প্রাক্তন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্গু পান্ডে।

লেখা ও ছবি:প্রবীর রায়

প্রবীন মানুষজনকে বাস করে নিয়ে ঠাকুর দেখানোর উদ্যোগ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

নিজস্ব প্রতিবেদক: "অর্পণ" স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে আজ দুর্গোৎসবের ষষ্ঠীর দিন প্রবীণ মানুষদেরকে ঠাকুর দেখানোর উদ্যোগ নেওয়া হল। বুধবার দুপুরে ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিস থেকে ৩৬ জন প্রবীণ মানুষকে বাস করে নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভালো পুজো প্যান্ডেল ঘুরিয়ে দেখানো হবে। ঠাকুর দেখতে বেরিয়ে বেজায় খুশি বয়স্ক মানুষেরা। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, "প্রতি বছর বয়স্কদের বাসে করে ঠাকুর দেখানো হয়। এবারও ওনাদের ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হল। শিল্পাঞ্চলে অনেক ভালো পুজো হয়েছে। সেগুলো ঘুরিয়ে দেখানো হবে"।

 ছবি: প্রবীর রায়।

यंग बॉयज़ क्लब "एक टुकड़े आकाश" थीम के साथ दुर्गा पूजा का 55 वर्ष मना रहा है

डेस्क : बंगाल दुर्गा पूजा उत्सव के दौरान थीम आधारित पंडालों के लिए प्रसिद्ध है। यंग बॉयज़ क्लब के सदस्यों ने हमेशा की तरह प्रासंगिक सामाजिक मुद्दों को अपने विषय के रूप में खोजने की चुनौती ली है। इस वर्ष उन्होंने थीम चुनी है - "एक टुकड़े आकाश"। यह पूजा मध्य कोलकाता में तारा चंद दत्ता स्ट्रीट के पास स्थित है जो सेंट्रल एवेन्यू को रवीन्द्र सारणी से जोड़ती है और निवासियों के लिए एक बड़ा आकर्षण है।

थीम "एक टुकड़ा आकाश" कोलकाता में शहरी विकास के आसपास की गंभीर चिंताओं पर प्रकाश डालती है, विशेष रूप से ऊंची इमारतों के उदय ने शहर के क्षितिज को बदल दिया है और इसकी प्राकृतिक सुंदरता को अस्पष्ट कर दिया है। हालाँकि इस विकास ने बढ़ती आबादी के लिए आवास प्रदान किया है, लेकिन इससे खुली जगहों और प्राकृतिक रोशनी का भी ध्यान देने योग्य नुकसान हुआ है, जिससे नीला आकाश तेजी से कंक्रीट संरचनाओं के पीछे छिप गया है।

मीडिया से बात करते हुए, यंग बॉयज़ क्लब के मुख्य आयोजक, श्री राकेश सिंह ने कहा, “जैसा कि हम अपनी 55वीं दुर्गा पूजा मना रहे हैं, हम न केवल अपनी परंपराओं का सम्मान कर रहे हैं, बल्कि शहरीकरण के प्रभाव के बारे में बातचीत की तत्काल आवश्यकता पर भी प्रकाश डाल रहे हैं। हमारा शहर. 'एक टुकड़े आकाश' उस सुंदरता की याद दिलाता है जिसे हम निरंतर विकास के कारण खो रहे हैं और हम सभी को उन स्थानों पर विचार करने के लिए प्रोत्साहित करता है जहां हम रहते हैं।'

কবিতা

*"দেবী বিসর্জন"**

*গোপাল মাঝি*

অভয়াকে নিয়ে হচ্ছে যখন
          রাজ্য তোল -পাড়,
আর এক দুর্গা কোল শূন্য
           হোল বাবা - মার ।
প্রতিবাদে গ্রামের মানুষ
           সব কিছুর উর্দ্ধে,
জেনে -শুনে শিউরে উঠি
          টি, ভি,-র পর্দা দেখে!
নয় বছরের কন্যা শিশু
        পড়ে চতুর্থ শ্রেণী,
টিউশন পড়তে গিয়ে সে
        আর বাড়ী ফেরেনি ।
রাস্তার ঢালে আছে পড়ে
        মৃত দেহ তার,
কে করলো খুন -ধর্ষণ
        এমন সাহস কার!
বোধন হওয়ার আগে ঘটলো
         দেবীর বিসর্জন,
মনকি আর চাইবে যেতে
        দুর্গা দর্শন?
ঘরের মেয়ে তৈরী হোক
        দেবী দুর্গা মা,
তবেই অসুর নিধন হবে
       আসুক বিপদ যা'|
দক্ষিণ লন্ডনের সাটনে এবার প্রথম হচ্ছে দুর্গাপুজো
*দুর্গোৎসব,২৪*

# Durga Pujo,2024_UK_South_ London _Saten


*ডেস্ক:* বাঙালি মানেই উৎসব মুখর সম্প্রদায়। যেখানেই কয়েকটি বাঙালি পরিবার পাশাপাশি আসে তারা নিয়মিত নিজেদের মধ্যে গেট-টুগেদার করে। কিন্তু এতদিন দক্ষিণ লন্ডনে কোনো পুজোর আয়োজন তারা করে নি। এবার শুরু হলো শারদীয়া দুর্গোৎসব। দেবী দুর্গার আরাধনায় সাটনের বাঙালিরা। বছরের ক'টা দিনের জন্য সমস্ত কিছু ভুলে আনন্দের জোয়ারে গা ভাসানোর পালা। আয়োজনে সাটন বেঙ্গলি অ্যাসোসিয়েশন। কুমোরটুলি থেকে নিয়ে যাওয়া হয়েছে মায়ের প্রতিমা। ১০ অক্টোবর তা স্থাপন করা হবে সাটনের সেন্ট হেলিয়ার হলে। সেখানেই দেবী দুর্গার আরধনায় মাতবেন সাটনের প্রায় ২৭টি পরিবার। ১০ থেকে ১২ অক্টোবর, সাটনের সেন্ট হেলিয়ার হলের চারপাশে থাকবে বাংলার শারদীয়া উৎসবের আমেজ। সেই চেনা আড্ডা, সাজগোজ, অষ্টমীর অঞ্জলি, নবমীর সন্ধারতি, ধুনুচি নাচ, ছোটদের হইহুল্লোড়, নাচ, গান সবই হবে। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাচ্চাদের নানা প্রতিযোগিতা।

এই পুজোর প্রধান উদ্যোক্তা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় দাস ও দেবদীপ রায়। জানা গিয়েছে, বোধনের আগেই দেবী মূর্তির স্থাপন হয়ে যাবে। ১০ তারিখ ষষ্ঠীর পাশাপাশি সপ্তমীও পালন করা হবে। ১১ অক্টোবর অষ্টমীর পুজো এবং অঞ্জলি। শনিবার অর্থাৎ ১২ অক্টোবর নবমী ও দশমী পালিত হবে। তিন দিনের এই পুজোর আয়োজনে ভরপুর খানাপিনা থাকছে। ফুড স্টলে কলকাতা বিরিয়ানি, মুর্গ পোলাও থেকে শুরু করে সর্ষে ইলিশ, কাতলা কালিয়া সবই পাওয়া যাবে। থাকছে বাঙালি শিঙাড়া, ফিশ ফ্রাই, ঘুগনি, কাটলেট, প্রন বাটারফ্রাইয়ের মতো জিভে জল আনা পদ। মিষ্টিমুখ করা যাবে নলেন গুড়ের পায়েস, রসগোল্লা, সন্দেশ, পাটিসাপটার মতো মিষ্টি দিয়ে। বাঙালিদের পাশাপাশি স্থানীয় ব্রিটিশ বাসিন্দারাও যাতে এই আয়োজনের আনন্দ উপভোগ করতে পারেন সেদিকেও খেয়াল রাখা হবে। যাঁরা চাইবেন, মাতৃ আরাধনায় যোগ দেবেন। সকলে মিলে দক্ষিণ লন্ডনে গড়ে তুলতে চলেছে এক টুকরো কলকাতা।

Courtesy by:www.machinnamasta.in
বিধাননগর পুলিশ এবার হয়ে উঠলেন ফেলুদা

*ডেস্ক:* এমনিতেই নানা কারণে বাংলার পুলিশ সম্পর্কে অনেক বদনাম হচ্ছে। কিন্তু সাফল্য কম নেই। একটা দারুন সাফল্য আসলো বিধাননগর পুলিশের হাতে। বিজ্ঞানকে হাতিয়ার করে প্রতারনা। এর পরিভাষাক নাম
‘রাইস পুলিং স্ক্যাম’। বিষয়টা হলো একটা তোমার পাত্রে আরেকটা তোমার পাত্র রেখে তার নিচে লাগানো থাকে একটা চুম্বক। আর এর সাহায্যেই সেই তোমার পাত্রে চাল রাখলে তা ঘুরতে থাকে। ব্যাস, এভাবেই অন্ধ কুসংস্কার আচ্ছন্ন মানুষকে প্রতারনা করা হয়। তেমনই এক স্ক্যাম ধরে ফেললো বিধাননগর পুলিশ। জানা যাচ্ছে, এই মাসের তিন তারিখে বিধাননগর পুলিশের এনএসসিবিআই এয়ারপোর্ট থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ত্রিপুরা থেকে ৫ জন ব্যক্তি কলকাতা বিমানবন্দরে এসেছিলেন। তাদের মধ্যে দুজনকে অপহরণ করা হয়। সম্পর্কে তারা আবার শ্বশুর-জামাই।

তদন্তে নেমে বিধাননগর থানার পুলিশ জানতে পারে তাদের বিধাননগর অঞ্চলেই এই হোটেলে আটকে রাখা হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে প্যালিস তদন্ত শুরু করে জানতে পারেন বেলঘরিয়া অঞ্চলের জনৈক সুজয় চট্টোপাধ্যায় এর সঙ্গে যুক্ত। পুলিশ সুজয়কে গ্রেফতার করে আরও আশ্চর্য হয়ে যায়। কারণ সুজয় নিজে এভাবে প্রতারিত। প্রতারণার অঙ্কটা প্রায় ৯০ লক্ষ টাকা। কিন্তু, আসল ঘটনা তাহলে কী? পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদেই রাইস পুলিং স্ক্যামের কথা জানা যায়। ধৃত সুজয় বলছেন, একটা তামার পাত্রে (বাটির মতো) চাল রাখা থাকে। আপনাকে দেখানো হবে সেই চাল চলছে। আর তার নেপথ্যে ওই শক্তিশালী তামার পাত্র। তার কারণেই এমনটা হচ্ছে। এটা বাড়িতে রাখলে সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে। উন্নতি কেউ ঠেকাতে পারবে না। এমনলোভ দেখিয়ে শুরু হয় প্রতারনা। আসলে সবটাই করছে এর নিচে থাকা একটা চুম্বক। পুলিশ সুজয়ের পাশাপাশি বাকি দুই অপহৃতকেও জিজ্ঞাসাবাদ করছে। এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এখন তদন্ত চলছে।

Courtesy by:www.machinnamasta.in
আজকের রাশিফল (Wednesday, October 9, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Wednesday, October 9, 2024)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে- কোন বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন। এমন একটি দিন যেখানে আপনার সম্বন্ধে মন্দ মনোভাবাপন্ন কেউ ব্যাপারটি পরিস্কার করতে এবং আপনার মত করে মীমাংসা করতে চেষ্টা করবেন। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। কোন ব্যবসায়িক/আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন।

প্রতিকার :- মদ ও মাংস খাওয়া থেকে বিরত থাকুন এবং মহিলাদের সন্মান করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে।

বৃষভ রাশিফল (Wednesday, October 9, 2024)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আপনি যদি কোনও ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহুর্তটি নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। ঘরে সমস্যার উত্থান হতে পারে-কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন। আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন। আজ প্রচুর সমস্যা থাকবে-যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- লক্ষ্মী চল্লিশা পাঠ করুন ও দেবী লক্ষ্মীর প্রশংসা সূচক বাক্য পাঠ করুন। এর ফলে একে অন্যের সাথে বোঝাপড়া বৃদ্ধি পাবে ও একে অন্যের প্রতি প্রেম প্রগাঢ় হবে।

মিথুন রাশিফল (Wednesday, October 9, 2024)

রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন। এটি তাদের আরো আরাম দেবে। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন। তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রুপান্তর করতে পারে। আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন।

প্রতিকার :- একটি সাদা কাপড়ে খিরনি শিকড় বেঁধে রাখলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

কর্কট রাশিফল (Wednesday, October 9, 2024)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনার গার্হস্থ্য ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে। প্রেম উত্তেজনাপূর্ণ হবে- কাজেই যাঁকে আপনি ভালোবাসেন তাঁর সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন। বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে।

প্রতিকার :- কাজে বেরোনোর আগে কপালে চন্দন বা কেশরের টিকা লাগান। এর ফলে আপনার কর্ম জীবনে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দেবে।

সিংহ রাশিফল (Wednesday, October 9, 2024)

স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ নয়। আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই; সেগুলি আজ সত্য হতে পারে। আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে, কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে, কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না। তবে আজ সত্যিই সত্যিই রোমান্টিক হবে।

প্রতিকার :- পারিবারিক জীবনে আরো বেশি সমৃদ্ধির জন্য হনুমান চল্লিশা, সংকট মোচন অষ্টক ও ভগবান রামের স্তুতি পাঠ করুন।

কন্যা রাশিফল (Wednesday, October 9, 2024)

আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্যও দিনটি ভালো। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় ব্যয় করবেন। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে। বন্ধু বান্ধব এর সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- ওম নমঃ ভাগবতে বাসুদেবায়া (Om Namo Bhagavate Vasudevayaa) এই মন্ত্রটি ২৮ বা ১০৮ বার জপ করুন, এর ফলে কর্মজীবনে উন্নতি হবে।

তুলা রাশিফল (Wednesday, October 9, 2024)

আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং, আপনার অর্থ নিরাপদ রাখুন। পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে। সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুই জনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেম পড়েছে। হ্যাঁ, আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে- কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন। আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির,গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গী আপনার দিকে আরো যত্নশীল হয়ে উঠছে।

প্রতিকার :- শুক্রকে খুশি রাখার জন্য সবসময় পরিষ্কার ও ইস্তিরি করা জামা কাপড় পরিধান করুন, এতে আপনার কর্ম জীবনে ভালো প্রভাব পরবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, October 9, 2024)

হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে। আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছনোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোন আনন্দ নেই; আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যিই দারুন কিছু পরিকল্পনা করুন।

প্রতিকার :- প্রেম জীবনে মধুরতা আনতে লালচে বাদামী কুকুরকে তন্দুরি রুটি খাওয়ান।

ধনু রাশিফল (Wednesday, October 9, 2024)

মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। খুব একটা লাভদায়ক দিন নয়- কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। আপনার প্রণয়ী প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি পারে। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। আপনার স্ত্রী আজ তার বন্ধুর সাথে খুব বেশী ব্যস্ত হতে পারেন, যা আপনাকে হতাশ করতে পারে।

প্রতিকার :- আর্থিক ক্ষেত্রে ক্রমোন্নতির জন্য দরিদ্রদের কাড়ি চাওয়াল খেতে দিন এবং নিজেও তার থেকে কিছুটা খেয়ে নিন।

মকর রাশিফল (Wednesday, October 9, 2024)

নিজেকে কিছু খেলাধূলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা। আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে। কোন কাছের আত্মীয় আরো বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে। আজ, আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনওটিই পূরণ করতে সক্ষম হবেন না, যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে। আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন? আপনার ভালবাসার জীবন আজ এইরকম স্বাদ অনুভব করবে। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশী আগ্রহ দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলদ্ধি করবেন কোনকিছু গোলমাল চলছে না।

প্রতিকার :- কালো ও সাদা কুকুরকে রুটি খাওয়ালে আপনার প্রেমের জীবনের উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Wednesday, October 9, 2024)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন- কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন। ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। আত্মীয়রা আপনাকে বৃদ্ধি এবং সমৃদ্ধির নতুন প্রস্তাবনা এনে দিতে পারে বলে মনে হচ্ছে। দিন ভালোই আছে অন্যের সাথে-সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন।

প্রতিকার :- তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর হবে।

মীন রাশিফল (Wednesday, October 9, 2024)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান। এটি আপনাকে মন খারাপ করতে পারে। দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে। সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে। আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন।

প্রতিকার :- আরও ভালো প্রেম জীবন পেতে ভগবান কৃষ্ণের সামনে কর্পূর দিয়ে আরতি করুন।

(Courtesy-AstroSage)
কলকাতার পুজো পরিক্রমা
*কলকাতা দুর্গোৎসব,২০২৪*

*ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)*
*টি–টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা বাংলাদেশের মাহমুদউল্লাহর*

খেলা

#Sports News

ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২১ সালের জুলাই মাসে। সেই সময় তার অবসর গ্রহণ নিয়ে তুমুল আলোচিত হয়েছিল।

টি–টোয়েন্টি থেকে অবসর নিতে এমন কোন নাটকীয়তার আশ্রয় নেননি মাহমুদউল্লাহ। তিনি আনুষ্ঠানিকভাবেই বিদায়ের ঘোষণা করে দিয়েছেন। আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে মাহমুদউল্লাহ জানিয়েছেন, "তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেবেন"।

তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার। দেশের হয়ে ওয়ানডে খেলে যেতে চান।ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ শেষ টি–টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ১২ অক্টোবর। সেদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তাঁর। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে টস করতে নেমেছেন মাহমুদউল্লাহ।

সংবাদিক সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ান ডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’

ছবি সৌজন্যে: এক্স (X)

*রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ফের সরব শুভেন্দু*

নিজস্ব প্রতিবেদক: কিছু আগেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বাড়ি বোমা নিয়ে হামলা হয়।প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলির ঘটনার পর আজ বিকেলে জগদ্দলের মজদুর ভবনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। তৃণমূল সরকার এং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হন তিনি। তিনি জানান, সরকার সম্পূর্ণ প্রসাশনিক ভাবে ব্যার্থ।তাই আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। পুলিশও সম্পূর্ণ প্রসাশনিক ভাবে ব্যার্থ। তবে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে ওয়াকিবহাল। তিনি বলেন,কিছুদিন আগেই বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্তভার এনআইএ হাতে গেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও।

ছবি প্রবীর রায়