/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা West Bengal Bangla
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে ফের হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গল্ফ মাঠের কাছে তাঁকে ফের হত্যা চেষ্টার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর নাম জানিয়েছে ওই দেশের

সংবাদমাধ্যমগুলো।যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনোও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।মার্কিন সংবাদসংস্থার সিবিএস নিউজের সূত্রে বিবিসি বলছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ। তাঁর বয়স ৫০। সূত্রের খবর,রায়ানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন একে-৪৭ ঘরানার বন্দুক নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।স্থানীয় সময় গতকাল বেলা ১.৩০ টার দিকে গল্ফ মাঠের কাছে গুলির শব্দ শোনা যায়। এ সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গল্ফ মাঠে খেলছিলেন ট্রাম্প।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গল্ফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে ছিলেন বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তাঁর বন্দুকের নল দেখতে পান। এরপর তাঁরা অন্তত ৪ টি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয়। তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছবি সৌজন্যে: রয়টার্স।

২ ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ মহিলা দলের সিরিজ জয় শ্রীলঙ্কায়

খেলা

নিউজ ডেস্ক: কলম্বোর পি. সারা ওভালে প্রথম ২ টি-টোয়েন্টি অনায়াসে জিতেছিল বাংলাদেশ মহিলা ‘এ’ দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণ লড়াই করেছে শ্রীলঙ্কার মেয়েরা। তবে ম্যাচটা শেষ পর্যন্ত ১০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। এ জয়ে ফলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশের মহিলা দল।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেটে করে ৯৭ রান। তবে ব্যাটারদের ব্যর্থতার দিনে দায়িত্ব নিয়েছেন বোলাররা। মারুফা-নাহিদা-রাবেয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কান মেয়েরা নির্দিষ্ট ওভারে ৮ উইকেট হারিয়ে তুলতে পারে ৮৭ রান। রাবেয়া খানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলটি টি-টোয়েন্টির আগে ৫০ ওভারের সিরিজও জিতেছে।এই ম্যাচে বোলারদের সম্মিলিত নৈপুণ্যের দিনে ২টি করে উইকেট নেন অধিনায়ক রাবেয়া, মারুফা আক্তার ও নাহিদা আক্তার। ব্যাটে অবশ্য দলের কেউই ৩০ পেরোতে পারেননি। সর্বোচ্চ ২৬ রান বাংলাদেশের ওপেনার সাথি রানির।

পাঁচে নামা রিতু মনি অপরাজিত ২৫ রানের ইনিংসটি না খেলে অনেক আগেই হয়তো গুটিয়ে যেত বাংলাদেশ। ৫৪/২ থেকে ৮৬/৮—নিগার-ফাহিমাদের ব্যাটিং ব্যর্থতায় যে ৩২ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

ছবি সৌজন্যে:এসএলসি

কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান আপাতত চলবে

এসবি নিউজ ব্যুরো: কলকাতার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নার ৭ দিন পূর্ণ হবে আজ সোমবার। আবার নতুন করে আজ সন্ধ্যা এবং রাতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন। চিকিৎসকদের পক্ষ থেকে গতকাল বলা হয়, ৭ দিন হয়ে গেলেও আপাতত তাদের বিক্ষোভ বন্ধ হচ্ছে না। গত ৯ আগস্ট আর জি করে চিকিৎসককে নিপীড়ন, ধর্ষণ এবং হত্যার অভিযোগে রাস্তায় প্রতিবাদে নেমে আসে প্রায় গোটা রাজ্য। শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ, মিটিং-মিছিল। চিকিৎসকের মৃত্যুর এক মাস পরও এই বিক্ষোভ অব্যাহত।

গত শনিবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনশনরত চিকিৎসকদের আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন করে আন্দোলন শুরু করছেন জুনিয়র চিকিৎসকেরা। এই প্রসঙ্গে গতকাল বিক্ষোভরত চিকিৎসকদের একজন মুখপাত্র বিক্ষোভ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘ আমরা মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়েছিলাম।এমনকি আমাদের দাবি থেকে সরেও এসেছিলাম। বলেছিলাম, বৈঠক সরাসরি সম্প্রচার না করলেও আমরা বসতে রাজি আছি। বৈঠকের লিখিত বিবরণ আমাদের দেওয়ার শর্তে আমরা বৈঠকে বসতে রাজি হই। কিন্তু তারপরও বৈঠক হলো না। আমাদের বলা হলো, আজ দেরি হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করা যাবে না। এরপর আর কি রাস্তা খোলা থাকে?’

পুরুলিয়ার জঙ্গলে বিরল প্রজাতির হানি ব্যাজার

এসবি নিউজ ব্যুরো: পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ছে। এর আগে চিতা ও শ্লথ বিয়ারের সন্ধান পাওয়া গিয়েছিল পুরুলিয়ার জঙ্গলে। আর এবার হানি ব্যাজার। হানি ব্যাজার প্রাণীটির সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। কিন্তু বাংলার জঙ্গলে এই প্রাণী কখনো দেখা যায় নি। বনদপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় এমনই ছবি ধরা পড়ল পুরুলিয়ায়। যার ফলে খুশির জোয়ার পুরুলিয়া বনবিভাগে।

বনকর্তাদের দাবি, এ রাজ্যে এই প্রথম এই বিরল স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব ধরা পড়ল। যার জেরে হানি ব্যাজারকে নিয়ে গবেষণা আরও এগোবে বলে আশাবাদী বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে, পুরুলিয়া সংলগ্ন ঝাড়গ্রাম জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে পুরুলিয়ার ঢুকে এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। ফলে খুশি বনদপ্তর। তারাই জানাচ্ছে, বন্য প্রাণী সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ছে।

পুরুলিয়ায় বন্যপ্রাণ নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড ইকোলজির প্রতিষ্ঠাতা সম্পাদক শ্বেতাদ্রি ভাণ্ডারি বলেন, “বিভিন্ন বন্যপ্রাণের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য বনদপ্তরের সঙ্গে যৌথ ভাবে কোটশিলার সিমনির জঙ্গলে কয়েকটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল। আমরা ভাবতেও পারিনি যে সেখানে বিরল এই বন্যপ্রাণীর ছবি ধরা পড়বে!” বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বনাঞ্চলে দুটি পৃথক ক্যামেরায় তিনটি হানি ব্যাজারের ছবি ধরা পড়েছে। যার মধ্যে একটি মাদি। তাও আবার গর্ভবতী, মধ্যবয়স্ক। তারা মনে করেন, চোরা শিকারীদের হাত থেকে এদের রক্ষা করা এখন তাদের কাছে এক চ্যালেঞ্জ।

আজকের রাশিফল (Monday, September 16, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Monday, September 16, 2024)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন।

প্রতিকার :- প্রেম জীবন ভালো করতে বহমান জলে তামার কয়েন ফেলুন।

বৃষভ রাশিফল (Monday, September 16, 2024)

নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন। আজ কোনও পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন। আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন। বিবাহ প্রস্তাব, যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে। আজ অফিসে কাজ করার মতো মনে হবে না। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে।

প্রতিকার :- গরুকে ছোলার ডাল খাওয়ান, এর ফলে আপনার আর্থিক অবস্থার বৃদ্ধি হবে।

মিথুন রাশিফল (Monday, September 16, 2024)

আপনার স্বাস্হ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হোন, বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা। কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। ঘরের সৌন্দর্য্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন। ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন। বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন। আজকে বাড়ির লোকেদের সাথে কথাবাত্রা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে।তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।

প্রতিকার :- কোনো দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করা শস্য দান করলে আপনি সুস্বাস্থ অর্জন করবেন।

কর্কট রাশিফল (Monday, September 16, 2024)

অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না। বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। খুব একটা লাভদায়ক দিন নয়- কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না-আপনার অন্যদেরকে রাজী করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে। দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। পেশাদার বিষয় অনায়াসে সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন। সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না।

প্রতিকার :- নিত্য শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে।

সিংহ রাশিফল (Monday, September 16, 2024)

স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই- হাসির কোন শব্দ নেই- হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে। আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু আজ গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন।

প্রতিকার :- কালো ও সাদা রঙের মিশ্রনের জুতো পরিধান করলে আর্থিক উন্নতি হবে।

কন্যা রাশিফল (Monday, September 16, 2024)

আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে- কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে। বিতর্ক বা অফিস রাজনীতি; আজ আপনি সবকিছুতেই শাসন করবেন। কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না। আপনার স্ত্রী আজ সত্যিই ভাল মেজাজে থাকবে। তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন।

প্রতিকার :- পরিবারে গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিলে পরিবারে সবার মধ্যে আন্তরিকতা বজায় থাকবে।

তুলা রাশিফল (Monday, September 16, 2024)

আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত। আজ, আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন। নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন। আজকে এই রাশির কিছু ছাত্রেরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যায় করতে পারেন। আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে।

প্রতিকার :- প্রেম সম্পর্ক শক্তিশালী করতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকোলেট উপহার দিন।

বৃশ্চিক রাশিফল (Monday, September 16, 2024)

খেলাধূলা এবং বহিরাঙ্গণ কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। আজ, আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে। আপনার জীবন সঙ্গীর অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে। আপনার খুশির সোনালী দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্হ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে। আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে। এই পরিমান ব্যাবসায়ীদের এইদিনে প্রবৃত্তি গুলিতে নজর রাখা প্রয়োজন ,সে আপনার ক্ষতি করতে পারে। আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়ায়ে আপনার সময় নষ্ট হতে পারে। একজন আত্মীয়, বন্ধু, বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে।

প্রতিকার :- সন্তোষ পূর্ণ পারিবারিক জীবনের জন্য কালো কুকুরকে দুধ খাওয়ান।

ধনু রাশিফল (Monday, September 16, 2024)

সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন। প্রেমের জন্য ভালো দিন। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে। ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য।

প্রতিকার :- রুপোর পাত্রে দই রেখে দিলে তা আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করবে।

মকর রাশিফল (Monday, September 16, 2024)

যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্ত বোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। আজ, আপনার স্ত্রী আপনাকে তার খুব ভাল নয়য় দিকটি দেখাতে পারেন।

প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অপরকে ক্রিস্টাল এর ছোট পুঁতি উপহার দিলে সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে ও নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক আরো গাঢ় হবে।

কুম্ভ রাশিফল (Monday, September 16, 2024)

শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসবে। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন। আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে। ভালো খাবার, রোমান্টিক মুহুর্ত; আপনার জন্য আজ সবকিছুর পূর্বাভাস আছে।

প্রতিকার :- পরিবারে সুখ বজায় রাখতে আপনার পুজা ঘরে তামার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন পুজা করুন।

মীন রাশিফল (Monday, September 16, 2024)

নিজে নিজে ওষুধ খাবেন না কারণ এতে ওষুধ নির্ভরতা বাড়ে। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরষ্কার জয় করবেন। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে।

প্রতিকার :- সবুজ রঙের জামা কাপড় পরিধান করুন।

(Courtesy-AstroSage)

কবিতা

"আলোর মতো স্পষ্ট"

গোপাল মাঝি*

কেমন করে ভাবলে তুমি

গোপন রবে তথ্য,

দিনের আলোয় বেরিয়ে পড়বে

প্রকাশ পাবে সত্য ।

শাসন করতে এসে তুমি

হরণ করলে সীতা,

কেমন করে ভাববো আমরা

তুমিই পিতা -মাতা?

শাসক এখন শোষক হয়ে

পাচার করতে ব্যস্ত,

এবার বুঝি খেতে পারে

রাজ্য টাকে আস্ত!

প্রমান লোপাট করতে গিয়ে

করলে ধর্ষণ - খুন,

উইপোকার জন্ম দিয়ে তুমি

ধরিয়েছো যে ঘুন ।

রক্ত - জীবন দিয়ে তারা --

---যারা আনলো ক্ষমতায়,

অর্ধচন্দ্র পুরস্কার দিয়ে তাদের

ঝেড়ে ফেললে দায়!

সততা, নিষ্ঠা, আন্তরিকতা নিয়ে

তারা এখন কোনঠাসা,

কোকিল এসে ডিম পাড়ছে

কাকের তৈরী বাসা!

পথে নেমেছে আম - জনতা

তোমায় করতে গদিচ্যুত,

রাজার পাপে রাজ্য নষ্ট

আলোর মতো স্পষ্ট ।

সঠিক তদন্ত হলে বড় মাথারা জেলে যাবে, দাবি অভিনেতা বাম নেতা দেবদূত ঘোষের

খবর কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে গত ৮ সেপ্টেম্বর হামলা চালানোর অভিযোগ ওঠে। সেই হামলার প্রতিবাদে রবিবার বিকেলে নৈহাটিতে নাগরিক সমাজের তরফে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই মিছিলে চিকিৎসক থেকে শুরু করে শিল্পী, কলা কুশলী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সামিল হয়েছিলেন। এদিন মিছিলে হাজির ছিলেন অভিনেতা তথা বাম নেতা দেবদূত ঘোষ, বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। মিছিলে যোগ দিয়ে দেবদূত ঘোষ বলেন, "সঠিকভাবে তদন্ত হলে বড় মাথারা জেলে যাবে"। অপরদিকে চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, "টালা থানার ওসির গ্রেপ্তারি প্রমাণ করে পুলিশ প্রশাসনের একটা অংশ ঘটনায় জড়িত। পাশাপাশি সন্দীপ ঘোষের গ্রেপ্তারি প্রমাণ করে স্বাস্থ্য দপ্তরের একটা অংশ ঘটনার সঙ্গে জড়িত"।

লেখা ও ছবি: প্রবীর রায়।

*২ মাস পর খেলায় ফিরে ২ গোল মেসির, জিতল মায়ামি*

খেলা

এসবি নিউজ ব্যুরো: অ্যাঙ্কেলের চোট সারিয়ে ২ মাস ২ দিন পর মাঠে ফিরেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা মেসি ।সেই ফেরাটাও তিনি স্মরণীয় করে রাখলেন আবার ২ গোল করে। তাঁর জোড়া গোলেই এদিন মেজর লিগ সকারে নিজেদের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিন ম্যাচের ২ মিনিটেই যে পিছিয়ে পড়েছিল তারা।মিকায়েল উরের দেওয়া গোলে ফিলাডেলফিয়াকে এগিয়ে যায়।এরপরই ৪ মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে ম্যাচে ফেরে মায়ামি।মেসি গোল দুটি করেন খেলার ২৬ ও ৩০ মিনিটে। প্রথম গোলটিতে মেসিকে সহায়তা করেছেন লুইস সুয়ারেজ, দ্বিতীয়টির উৎস ছিলেন জর্দি আলবা। পরে খেলা গড়ায় এক্সট্রা টাইমে।যোগ করা সময়ের ৮ মিনিটে গোল করেন নাম সুয়ারেজ। এই গোলটিতে তাকে সহায়তা করেন মেসি।এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে তারা।

ছবি সৌজন্যে: এএফপি

মালয়েশিয়ায় দাতব্য হোম থেকে ৪০২ কিশোর-কিশোরী উদ্ধার, অভিযোগ নির্যাতনের

বিবিসি

মালয়েশিয়ার দুটি প্রদেশের ২০টি দাতব্য হোম থেকে ৪০২ শিশু ও কিশোরী-কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। একটি বিশ্ব সংবাদ সংস্থার সূত্রের খবর তাদের শারীরিক ও যৌন হয়রানি করা হয়েছে। সম্প্রতি পুলিশ ইন্সপেক্টর-জেনারেল এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, পুলিশ এ ঘটনায় ১৭১ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে হোমের ধর্মীয় শিক্ষক ও তত্ত্বাবধায়ক রয়েছেন।পুলিশ ইন্সপেক্টর-জেনারেল রাজারুদ্দিন বলেন, ভুক্তভোগী এই শিশু-কিশোরদের বয়স ১ থেকে ১৭ বছর। তাদের বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অন্য শিশুদের সঙ্গে যৌনকর্ম করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।চলতি মাসের শুরুতে নেগেরি সেম্বিলান রাজ্যের একটি হোমে শিশুদের শোষণ, শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। এরপরই সেলাঙ্গর ও নেগেরি সেম্বিলান রাজ্যের ২০টি দাতব্য হোমে পুলিশ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বয়স ১৭ থেকে ৬৪। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা শিশুদের অন্যায় ভাবে অত্যাচার করেছেন। কিছু কিছু শিশুকে সেখানে থাকা অন্য শিশুদের সঙ্গে একই ধরনের আচরণ করতে বাধ্য করা হতো। শিশুদের গরম বস্তু দিয়ে শাস্তি দেওয়া হত। এমনকি অসুস্থ শিশুদের অবস্থা গুরুতর পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত চিকিৎসকের কাছে নেওয়া হত না।উদ্ধার করা শিশুদের রাজধানী কুয়ালালামপুরে পুলিশ সেন্টারে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

ছবি সৌজন্যে:এএফপি

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বর্ণাঢ্য বার্ষিক পুরষ্কার প্রদান অনুষ্ঠান

খেলা

খবর কলকাতা: কলকাতার ধনধান্য সভাগৃহে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(সিএবি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৩-২০২৪ বর্ষের বার্ষিক পুরষ্কার প্রদান করা হল পুরষ্কার প্রাপকদের। অনুষ্ঠানে বিভিন্ন জেলার ক্রিকেটের, সাফল্যকারী স্কুল গুলো থেকে শুরু করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর অধীনে রাজ্যের সমস্ত ক্রিকেট সংস্থাগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সহ প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এসব কিছুর মধ্যেও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা এবং সন্দীপ পাতিলের উপস্থিতি ছিল দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। এদিন সিএবি র সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় তার উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। বাংলার কৃতী ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায়কে তাঁর বাংলা তথা ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য এদিন সিএবি তাঁদের ২০২৩ - ২০২৪ মরশুমের কার্তিক বসু জীবন কৃতী সম্মানে সম্মানিত করে। তাঁর হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। অন্যদিকে বাংলা তথা ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার রুনা বসু কেও তাঁর বাংলা ও ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য তাঁকেও ২০২৩ - ২০২৪ বর্ষের কার্তিক বসু জীবন কৃতী সম্মানে সম্মানিত করে সিএবির তরফ থেকে এবং ২ লক্ষ টাকার চেক দেওয়া হয়। এছাড়া বাংলা তথা ভারতীয় ক্রিকেটে অসাধারণ সাফল্যের জন্য মহম্মদ সামি এবং ভারতীয় ক্রিকেটে তার অবদানের জন্য সন্দীপ পাতিল কে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। পাশাপাশি, বাংলার কৃতী আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্যকে বিশেষ সম্মানের সম্মানিত করা হয়। এবারের সিনিয়র উইমেন ইন্টার জোনাল টি টোয়েন্টি ট্রফির বিজয়ী দলে ছিলেন বাংলার ৭ জন মহিলা ক্রিকেটার এবং কোচ প্রবাল দত্ত। সিএবির তরফ থেকে এদিন তাদেরও সম্মানিত করা হয়। বাংলা নির্ভরযোগ্য ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদারকে এদিন সিএবির তরফ থেকে বর্ষসেরা ক্রিকেটারের সম্মানের সম্মানিত করা হয়। এই উপলক্ষ্যে তার হাতে নগদ ৫০ হাজার টাকার চেক এবং পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল কাপ তুলে দেওয়া হয়। এছাড়াও তাঁরই সতীর্থ ক্রিকেটার অভিষেক পোড়েলকে জেন্টলম্যান ক্রিকেটার অফ দা ইয়ার সম্মানে সম্মানিত করা হয়। বেস্ট বোলার অফ দা ইয়ার সম্মানটি পান সুরজ সিন্ধু জয়সওয়াল। এদিন সিএবি তরফ থেকে মোট ১৯৬ টি সম্মান স্মারক প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

ছবি: সঞ্জয় হাজরা