/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz মাটির নিচে আস্ত এক শহর West Bengal Bangla
মাটির নিচে আস্ত এক শহর
*বিশেষ প্রতিবেদন*


এসবি নিউজ ব্যুরো:মানুষের সাধারণ প্রবনতা মাটির উপরে নিজেদের বাড়ি ঘর তৈরী করা। আর সেটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বে কিছু অস্বাভাবিক ঘটনাও তো ঘটে। যেমন অস্ট্রিলিয়ার এক গ্রাম – অবশ্য একে গ্রাম না বলে শহর হলেই ভালো। মাটির নীচে সেই গ্রামে/শহরে প্রবেশ করলেই দেখতে পাবেন কত মানুষ, কত জনপদ, কোলাহল পূর্ণ উচ্চপ্রযুক্তির গ্রাম। এখানে দামি হোটেল থেকে শুরু করে সুইমিং পুল-সবকিছু রয়েছে। এই গ্রাম দেখলেই মনে হবে পৃথিবীর গভীরে যেন আর একটা বিশ্ব রয়েছে। কিন্তু কেন তা মাটির নিচে?

গ্রামের নামটি কুবরে পেডি। গ্রাম না বলে শহর বলাই ভালো। কুবের পেডি আর পাঁচটি আধুনিক শহররে মতোই। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে ৮৪৬ কিলোমিটার উত্তরে। এই
কুবের পেডিতে বাস প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস শহরটিতে। এই শহরে সকলের মাটির নীচে বাস করেন। শহরটির জন্ম ১৯১৫ সালে। অস্ট্রেলিয়ার একটি বিস্তীর্ণ অঞ্চলে তখন চলছে গ্রীষ্মের দাপট। কুবের পেডি এলাকায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা। মানুষ অতীষ্ট। তখনই বাসিন্দারা মাটি খুঁড়তে শুরু করেন। মাটির তলাতেই পাকাপাকি থাকার বন্দোবস্ত করবেন তাঁরা। কথা মতোই কাজ। তারপরই কুবের পেডি বিশ্বের বিস্ময় হয়ে উঠেছে। এখন তা আমাদের সকলের বিস্ময়।
আজকের রাশিফল (Friday, September 6, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Friday, September 6, 2024)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রিকে আজ জমি সংক্রান্ত যে কোনও বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। যেভাবে আপনি নির্দিষ্ট জরুরী সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না-কিন্তু হয়তো আপনাকে বলবেও না-যদি আপনি মনে করেন যে ফল আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো নয়-তাহলে পর্যালোচনা করে আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে। মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না- এতে আপনি প্রশংসাই পাবেন। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি আপনার পক্ষে থাকবে।

প্রতিকার :- আর্থিক স্থিতি বৃদ্ধি করতে সূর্যোদয়ের সময় ১১টি গম দানা খান।

বৃষভ রাশিফল (Friday, September 6, 2024)

আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে- যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে। আপনি জ্বলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন। যদি আপনি একটু বাড়তি টাকাপয়সা উপার্জনের উপায় খুঁজছেন-তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। ব্যাক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে। আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে। আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- সন্যাসী দের খাদ্য দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেবে।

মিথুন রাশিফল (Friday, September 6, 2024)

তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনকে আলোকিত করবে। খুব কম মানুষই এই ধরনের একটি আন্তরিক হাসি দিয়ে একটি পৃথক প্রতিরোধ্যতা গড়ে তুলতে পারে। যখন আপনি অন্যদের থেকে বরাবর ভাল ব্যবহার পেতে থাকবেন- আপনি নিজেকে একটি সুগন্ধি ফুল বলে মনে করবেন। আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। আজকে করা বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধা পাবেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে।

প্রতিকার :- পলাশপুষ্পসংহাসম, তারকগ্রহমস্তকম, রৌদ্রাম রৌদ্রথমকাম ঘোড়াম, তাম কেতুম প্রানামামাহ্যাম ((Palasha Pushpa Sanghasham, Taaraka Graha Mastakam; Roudram Roudraathmakam Ghoram, Tam Ketum Pranamaamyaham) এই মন্ত্র ১১ বার জপ করুন।

কর্কট রাশিফল (Friday, September 6, 2024)

কাজের চাপ আজ কিছুটা চাপ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে। তাই আপনার কোন নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন। ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন। কাজের ক্ষেত্রে আপনার ভুল স্বীকার আপনারই অনুকূলে যাবে। কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে। এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্যের জন্য পায়েশ সেবন করুন।

সিংহ রাশিফল (Friday, September 6, 2024)

কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ নয়। দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। দিনের পরের ভাগে আরাম করুন। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না। আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন। আজ, আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন।

প্রতিকার :- প্রেম জীবনে খুশি এবং সুখ বজায় রাখতে একদিন নুন ছাড়া খাবার খান।

কন্যা রাশিফল (Friday, September 6, 2024)

আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে। মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে।এটি আপনাকে প্রচন্ড আনন্দ দেবে এবং চাকরিটি লাভ করাকালীন আপনার পোয়ানো সব ঝামেলা সরিয়ে দেবে। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য পেতে শিবের পূজা করুন।

তুলা রাশিফল (Friday, September 6, 2024)

আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। ঘরের কোন মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। আজ, আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ ক্রাবেন।

প্রতিকার :- আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বাড়িতে বট গাছ লাগিয়ে তার যত্ন করুন এবং তাকে পূজা করুন।

বৃশ্চিক রাশিফল (Friday, September 6, 2024)

আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান। অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে। তাদের বোঝানোটাই সেরা উপায়, যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে। রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। যদি আপনি বিদেশে কোন চাকরিতে আবেদন করার কথা ভাবছেন- তাহলে আজকের দিনটি সৌভাগ্যপূর্ণ বলে মনে হচ্ছে। সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে। আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোস বলে মনে হয়? যদি হ্যাঁ হয় তাহলে আজ আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভাল জিনিস।

প্রতিকার :- পাখিদের জন্য জলের ব্যবস্থা করলে আর্থিক স্থিতি ভালো থাকবে।

ধনু রাশিফল (Friday, September 6, 2024)

আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে। যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনও পরামর্শ নিতে পারেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান- আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। বিদেশী বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে। এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে।

প্রতিকার :- তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান।

মকর রাশিফল (Friday, September 6, 2024)

আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন। আপনার কঠোর পরিশ্রমের পুরস্কারস্বরূপ আপনি পদোন্নতি পেতে পারেন। আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনি লাভবান হতে পারেন। আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন- আপনাদের মধ্যে কেউ কেউ দাবা-শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প-কবিতা লিখবেন বা ভবিষ্যত পরিকল্পনা করবেন। আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যিই বিস্ময়কর কিছু হবে, এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে।

প্রতিকার :- ব্রোঞ্জের বালা পড়লে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব দেবে।

কুম্ভ রাশিফল (Friday, September 6, 2024)

সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। অর্থনৈতিকভাবে, আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন, আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে। অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে- আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন, নিজের জন্য কম। যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সেইজন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। দিন কে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- মা সরস্বতী কে নীল ফুল দিয়ে পূজা করলে পারিবারিক জীবনের জন্য লাভদায়ক হবে।

মীন রাশিফল (Friday, September 6, 2024)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। এই জন্য, আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত। বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন। আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। বিয়ের পর প্রেম কঠিন শোনায়, কিন্তু সারা দিন ধরে এটি আপনার সাথে ঘটবে।

প্রতিকার :- বিভিন্ন রঙের চাপা কাপড় জামা পড়লে ব্যবসা-বাণিজ্যের ও আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

(Courtesy-AstroSage)
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ভাটপাড়ার পদ্মপুকুর রোড এলাকায়

প্রবীর রায়:গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ালো ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর রোড এলাকায়। মৃতার নাম কুসুম প্রসাদ সরকার ( ২১)। যদিও স্থানীয়রা বধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ তুলেছেন। স্থানীয়দের দাবি, বধূর গলায় আঘাতের চিহ্ন ছিল। তাছাড়া শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন লক্ষ্য করা গিয়েছে। পুলিশ মৃতার স্বামী তাপস সরকারকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের দিকে মৃতার দেড় বছরের কন্যা সন্তান কান্নাকাটি করছিল। পুরসভার সাফাই কর্মীরা এলাকার ড্রেন পরিস্কার করার সময় কান্নার আওয়াজ পায়। একজন ঘরে ঢুকে দেখেন মহিলা ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ভাটপাড়া থানার মাদরাল শরৎ পল্লী এলাকার বাসিন্দা মৃতার মায়ের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পরিবারে অশান্তি লেগেই থাকতো। মেয়েকে জামাই মারধোর করতো। কিন্তু মেয়ে কিছুই জানতো না। প্রতিবেশীদের কাছ থেকে তিনি জেনেছেন মেয়ের ওপর জামাই অত্যাচার করতো। অভিযুক্ত জামাইয়ের কঠোর শাস্তির দাবি তুললেন মৃতার পরিবার।

শিক্ষক দিবস পালনের মঞ্চেও একই ধ্বনি 'উই ওয়ান্ট জাস্টিস'
প্রবীর রায়: শিক্ষক দিবস পালনের অনুষ্ঠান মঞ্চে সেই একই ধ্বনি শোনা গেল "উই ওয়ান্ট জাস্টিস"। বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উদযাপিত হল শিক্ষক দিবস। টানা ১০ বছর ধরে শিক্ষক দিবস পালন করে চলেছেন গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পঙ্কজ দাস। শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি কৃতী পড়ুয়া, চিকিৎসক, ক্রীড়াবিদদেও সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষক দিবস পালনের অন্যতম উদ্যোগক্তা পঙ্কজ দাস বলেন, "প্রতিবন্ধীদের সহযোগিতার ছাড়া এবারে দুইজন কিডনি আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা করা হয়েছে। আর জি কর কান্ড নিয়ে পঙ্কজ দাস বলেন, তাঁরাও স্লোগান দিচ্ছেন 'উই ওয়ান্ট জাস্টিস'। কিন্তু এই স্লোগান নিয়ে অনেকেই রাজনীতি করছেন। এটা ঠিক নয়।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি–রোনাল্ডোর
*খেলা*


এসবি নিউজ ব্যুরো:ফুটবল জগতে ফুটবলারদের এক অনন্য পুরষ্কার হল ব্যালন ডি’অর পুরষ্কারটি। এবছর এই পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ পেয়েছে।এই তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। গতকাল রাতে এই তালিকা প্রকাশ করেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটির আয়োজকেরা।

২০০৩ সালের পর এবারই প্রথম ব্যালন ডি’অরের পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় রেকর্ড ৮ বার এই পুরস্কারজয়ী মেসি ও পাঁচবার জয়ী রোনাল্ডোর মধ্যে কাউকেই মনোনীত করা হয়নি। প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আগামী ২৮ অক্টোবর এই পুরস্কার দেওয়া হবে।

এবছরের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় স্পেনের হয়ে গত জুলাইয়ে ইউরোজয়ী এবং রিয়াল মাদ্রিদের হয়ে গত জুনে চ্যাম্পিয়নস লিগজয়ী খেলোয়াড়দের আধিক্য বেশি। গত বছর নিজের অষ্টম ব্যালন ডি’অর জেতা মেসির এবার ৩০ জনের প্রাথমিক তালিকাতেই জায়গা হয়নি। যদিও গত জুলাইয়ে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছেন ইন্টার মায়ামির ৩৭ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। ২০২২ সালেও ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি মেসি। সেবার পুরস্কারটি জেতেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমা।

এবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় পুরস্কারটি জয়ে ফেবারিট বেশ কয়েকজন—ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড ও হ্যারি কেইন। রিয়াল মাদ্রিদে দুই সতীর্থ ভিনিসিয়ুস ও বেলিংহাম গত মৌসুমে ক্লাবকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ১১ গোল বানিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস। চ্যাম্পিয়নস লিগের গত মরসুমে সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তাঁর হাতে। বেলিংহাম রিয়ালের হয়ে অভিষেক মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি ১৩টি গোল বানিয়েছেন। ইংল্যান্ডের ইউরোর ফাইনালে ওঠায়ও বড় ভূমিকা ছিল বেলিংহামের। গত মরসুমে ম্যানচেস্টার সিটির লিগ জয়ে সর্বোচ্চ ২৭ গোল করেন ক্লাবটির নরওয়েজীয় স্ট্রাইকার হলান্ড। বুন্দেসলিগায় গত মরসুমে সর্বোচ্চ ৩৬ গোল করেন বায়ার্ন মিউনিখ তারকা কেইন।

ব্যালন ডি’অর ফুটবলে ব্যক্তিগত পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে আভিজাত্যপূর্ণ ও সম্মানের। ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০টি দেশের ফুটবল সংবাদকর্মীদের ভোটাভুটির মাধ্যমে বিজয়ীকে বেছে নেওয়া হয়। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ ৭ জন খেলোয়াড়—টনি ক্রুস, ভিনিসিয়ুস, বেলিংহাম, ফেদে ভালভের্দে, দানি কারভাহাল, আন্তনিও রুডিগার ও কিলিয়ান এমবাপ্পে। গত জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তাঁর সাবেক ক্লাব পিএসজি ও ফ্রান্স জাতীয় দলে পারফরম্যান্সের ভিত্তিতে। সিটি থেকে জায়গা পেয়েছেন চার খেলোয়াড়—রুবেন দিয়াস, ফিল ফোডেন, হলান্ড ও রদ্রি। আর্সেনাল থেকেও জায়গা পেয়েছেন চার খেলোয়াড়। স্পেনের ইউরোজয়ী দল থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমালদো, দানি ওলমো, রদ্রি, নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল।

১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে আসছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। ছেলেদের বর্ষসেরা ছাড়াও মেয়েদের বর্ষসেরা, অনূর্ধ্ব–২১ বর্ষসেরা, বর্ষসেরা গোলকিপার, আগের মরসুমের সর্বোচ্চ গোলদাতা, ছেলেদের বর্ষসেরা ক্লাব ও মেয়েদের বর্ষসেরা ক্লাবের পুরস্কার দেওয়া হয়। এসবের পাশাপাশি দুটি নতুন পুরস্কারও অন্তর্ভুক্ত করা হয়েছে—ছেলেদের বর্ষসেরা কোচ ও মেয়েদের বর্ষসেরা কোচ।

বায়ার লেভারকুসেনকে গত মরসুমে অপরাজিত রেখে বুন্দেসলিগার শিরোপা জেতানো জাবি আলোনসো ছেলেদের বর্ষসেরা কোচের পুরস্কার জয়ে ফেবারিট। তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী। মেয়েদের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ে ফেবারিট স্পেন ও বার্সেলোনার আইতানা বোনমাতি।

ব্যালন ডি’অরের ইতিহাসে এবার তৃতীয়বারের মতো বছর নয়, মরসুমের পারফরম্যান্স দেখে পুরস্কার দেওয়া হবে। গত বছর ১ আগস্ট থেকে এ বছর ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্স বিবেচনা করা হবে।
আর জি কর কান্ডে রাত জাগোর প্রতিবাদ মিছিল থেকে ফেরার পথে মহিলাকে হেনস্থার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বারাসাতে মহিলাকে নাগরিক সমাজের মিছিল থেকে ফেরার পথে মহিলাকে লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠল বারাসাতে। বুধবার রাতে তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছিল হাজার হাজার মানুষ। গত কয়েকদিনে একাধিক মিছিল হয়েছে শহরে। গ্রামেগঞ্জেও চলছে প্রতিবাদ। বুধবার রাত ১০টায় বারাসাত ডাকবাংলা মোড়ে নাগরিক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই প্রতিবাদ মিছিল থেকে বাড়ি ফেরার পথে এক মহিলাকে হেনস্থার অভিযোগ উঠলো এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। ওই মহিলার অভিযোগ বারাসাত ডাকবাংলা মোড় থেকে মিছিলে অংশগ্রহণ করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। তিনি বাড়ি ফেরার সময় মিছিল থেকে কিছুটা দূরেই এক মদ্যপ ব্যক্তি ওই মহিলাকে কটুক্তি করতে থাকেন। মিছিল থেকে বাড়ি নিয়ে আসার জন্য সেখানে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই মহিলার ছেলে। ছেলের সামনে মাকে কটুক্তি করতে দেখে প্রতিবাদ করতে থাকে ছেলে। অভিযোগ সেই সময় রাস্তায় ফেলে ছেলেকে মারধর করে ওই ব্যক্তি। এমত অবস্থায় মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় ছেলেটি। পাশাপাশি, শুধু ছেলেই নয় ওই মহিলাকেও ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় এবং তার শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই ব্যক্তি। মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকজন হাতেনাতে ধরে ফেলে ওই মদ্যপ যুবককে। মহিলা জানান, তিনি বারাসাত থানার পুলিশকে ঘটনাস্থলে দাঁড়িয়ে ফোন করেন। কিছুক্ষণ পরে  ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। ওই মদ্য ব্যক্তিকে বারাসাত থানায় নিয়ে আসে বারাসাত থানার পুলিশ। ওই মহিলা জানান," অভয়ার বিচার চেয়ে আমরা যখন রাস্তায় প্রতিবাদ করছি তখন আমাদের প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্য কিছু লোক এরকম আচরণ করছে"। পাশাপাশি তিনি এদিন জানান, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ঘটনায় আহত ছেলেকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে বারাসাত হাসপাতালে। বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে তুলি ধরলেন জঙ্গিপুর থানার নবম শ্রেণীর ছাত্রী রিকিতা

এসবি নিউজ ব্যুরো:আর জি কর কান্ড নাড়া দিয়ে গেছে সর্বস্তরের মানুষকে। যখন সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সোচ্চার বাংলার মানুষ, ঠিক তখন প্রতিবাদে তুলি ধরলো নবমী শ্রেণীর এক ছাত্রী। জঙ্গিপুর পুলিশ জেলার তরফে সাগরদিঘি থানায় রবিবার রক্তদান শিবিরের পাশাপাশি হয় ছাত্রছাত্রীদের জন‌্য অঙ্কন প্রতিযোগিতা। সেই অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে প্রায় ৮০ জন অংশ নিয়েছিল। আর আর জি কর-কাণ্ডে নিজের মতো করে যে ভাবে প্রতিবাদ ও আর্তি রং-তুলিতে তুলে ধরল নবম শ্রেণির মেয়েটি, তা দৃষ্টান্ত বলেই মনে করছেন বিচারক থেকে আয়োজক থানার পুলিশও। উপস্থিত ছিলেন অভিনেতা রবীন দত্ত ও রক্তযোদ্ধা সঞ্জীব দাস। সকলেই বলেন, এটাই প্রকৃত মানুষত্ব। মানুষের প্রতি মানুষের ভালোবাসা।

মাইকে তখন সাগরদিঘি থানার এক কর্তার ঘোষণা, ‘‘এই সময়ের  ঢেউ আছড়ে পড়েছে যার ক‌্যানভাসে, অঙ্কন প্রতিযোগিতায় প্রথম ক্লাস নাইনের সেই রিকিতা চন্দ।’’ সুসজ্জিত মঞ্চের একেবারে সামনে এসে একজন তার আঁকা ছবিটি তুলে ধরলেন কয়েকশো মানুষের সামনে। নাহ, হাততালি পড়ল না। এক অদ্ভুত নীরবতা গ্রাস করেছে সবাইকে। আর জি কর-কাণ্ড এক কিশোরীর মনে কতটা গভীর প্রভাব ফেলেছে, বুঝে নিতে অসুবিধা হল না কারও। বিচারকেরা বলেন, প্রকৃত শিল্পী মন থাকলে সমকালের প্রভাব তার ছবিতে পড়বেই। এক বিচারক বলেন, “একটা নৃশংস ঘটনা ছাত্রছাত্রীদের মনেও কতটা প্রভাব ফেলতে পারে, রিকিতার ক‌্যানভাস তাই দেখিয়ে দিল। আমরা যারা বড়, বিষয়টি নিয়ে তাদেরও ভাবা প্রয়োজন।’’ ওসি বিজন রায় জানান, ছাত্রীর এই মানসিকতাকে কুর্নিশ জানাই। পুলিশের অনুষ্ঠানে অংশ নিয়ে তার চিন্তাভাবনা অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে ছাত্রীটি সবাইকে সচেতনতার বার্তা দিয়েছে।
আজ শিক্ষক দিবসে শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন লাভপুরের প্রধান শিক্ষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায়
এসবি নিউজ ব্যুরো:একজন শিক্ষকের জীবনে ‘শিক্ষারত্ন’ পুরস্কারের মূল্য অপরিসীম। শিক্ষকরাই যথার্থ মানুষ গড়ার কারিগর। তাঁরাই তৈরী করে আদর্শ মানুষ। তাই প্রতি বছর শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ সম্মান দেওয়া হয়। এই বছর সেই সম্মান পাচ্ছেন বীরভূম লাভপুরের মজুমদার ডাঙা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদরদী, জনপ্রিয় প্রধান শিক্ষক শ্রী কাঞ্চন বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, কাঞ্চন বাবু চৌহাট্টা গ্রামের বাসিন্দা৷ এই মজুমদার ডাঙা প্রাথমিকে ২০০৭ এ যোগদান করেন ৷ ২০১৩ সাল থেকে ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব সামলেছেন৷ বর্তমানে প্রধান শিক্ষক পদে আসীন৷ উল্লেখ্য, এই বিদ্যালয়টি আদিবাসী অধ্যুষিত এলাকায়৷ আগে স্কুল ছুটের সংখ্যা ছিল অনেক বেশি৷ তিনি আসার পর থেকে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ কমতে থাকে৷ তিনি বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়ে পড়ুয়াদের স্কুলমুখী করেন৷ তাঁর প্রচেষ্টায় স্কুল ছুটের সংখ্যা অনেকখানি কমে আসে৷ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও তাঁর বিশেষ অবদান রয়েছে৷ শিক্ষার পাশাপাশি খেলাধূলা, স্কুলে ইন্টারনেটের ব্যবহার, ইউটিউবে পড়াশোনা, গ্রীষ্মে ওয়াটার বেল এর প্রচলন প্রভৃতি ক্ষেত্রে তাঁর অবদান যথেষ্ট৷ অতীতেও শিক্ষা ও সমাজসেবার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার— সম্মাননা৷ এবার পাচ্ছেন শিক্ষারত্ন৷

জুলাই এ ভার্চ্যুয়াল ইন্টারভিউ এর মাধ্যমে তাঁর নামটি সিলেক্ট করেন কর্তৃপক্ষ৷ এমন সুসংবাদে খুশির হাওয়া সর্বত্র৷ কাঞ্চন বাবুকে অভিনন্দন জানাচ্ছেন জেলাবাসী৷ সকলেই মনে করেন তিনি নিজের যোগ্যতায় এই সম্মাননা পাচ্ছেন।
মোমবাতি জ্বালিয়ে ওই  চিকিৎসককে স্মরণ, কলকাতা সহ জেলার রাজপথে রাতেও প্রতিবাদ
*চিকিৎসককে ধর্ষণ-হত্যা*

নিজস্ব প্রতিবেদন: আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদে এখনো উত্তাল রয়েছে পুরো রাজ্য। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে আলো নিভিয়ে বাড়িতে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে ওই নির্যাতিত চিকিৎসককে স্মরণ করেছে মানুষ। রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা এই কর্মসূচি ডেকেছিলেন।

ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে রাতভর কলকাতার রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। এর আগে ১৪ আগস্ট রাতে একইভাবে রাজপথে আন্দোলন করেন নারীরা। আন্দোলনে সামিল হওয়া ব্যক্তিদের দাবি, হত্যাকারীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করতে হবে।

বুধবার বিকেল থেকেই বাম ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে অবস্থান ধর্মঘট চালিয়েছে। প্রকৃত খুনী শনাক্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা করা হয়। এই কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া হয়েছে।

এদিন কলকাতার বালিগঞ্জ এলাকার সমস্ত স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা বিকেলে পথে নামেন। গড়িয়াহাটার মোড়ে মানববন্ধন করেন তারা। দাবি তোলেন, অবিলম্বে নিহত চিকিৎসকের হত্যাকারীদের শনাক্ত করে শাস্তি দিতে হবে। এদিন জাতীয় কংগ্রেসও কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে।
নকল টাকা দেখিয়ে মানুষকে প্রতারণার অভিযোগ, পুলিশ ৭ জনকে গ্রেফতার করে ৭৬ লক্ষ জাল টাকা উদ্ধার করল


খবর কলকাতা: বিভিন্ন সামাজিক মাধ্যমে  প্রলোভন মূলক বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কাজ চালাত এই অভিযুক্তরা। বারাসাত পুলিশ জেলার অশোকনগর থানায় সমাজ মাধ্যমে ফেক জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭ লক্ষ টাকা নেওয়ার পর অভিযোগ দায়ের হয় তাঁদের বিরুদ্ধে।এরপরেই তদন্তে নেবে অশোকনগর থানার পুলিশ ৪ অভিযুক্তকে গ্রেফতার করে । একইভাবে দেগঙ্গা থানা এলাকায় গোপন সূত্রে পুলিশ এই চক্রের হদিস পায় । অভিযোগ দেগঙ্গা থানা এলাকায় ৩ জন একটি বাড়ি ভাড়া নেয়।সেখানে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে তল্লাশি চালালে তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় ৬৯ লক্ষ জাল টাকা। বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী জানান," এই অভিযুক্তরা মূলত বিভিন্ন মানুষকে এই টাকা দেখিয়ে তাদের সাথে প্রতারণা করতেন। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে । এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে এবং এই টাকাগুলি কোথায় ছাপা হচ্ছে গোটা বিষয়ে তদন্ত করছে দেগঙ্গা থানার পুলিশ"।