উত্তরাখণ্ডে আদি কৈলাস ও ওম পর্বতের যাত্রা শুরু
এ এন আই: উত্তরাখণ্ডে আদি কৈলাস ও ওম পর্বতের যাত্রা শুরু হয়েছে। 49 জন তীর্থযাত্রী নিয়ে এবারের যাত্রা। বিশ্বখ্যাত আদি কৈলাস যাত্রা 2024 শুরু হয়েছে। উত্তরাখণ্ডের কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম (KMVN)পরিচালিত আদি কৈলাস এবং ওম পর্বতের যাত্রা শুরু হয়েছে রবিবার থেকে। সোমবার সকালে কাঠগোদামে অবস্থিত কুমায়ুন মন্ডল বিকাশ নিগমের গেস্ট হাউস থেকে শুরু হয়। আদি কৈলাস যাত্রাপ্রথম দলটিতে দেশের বিভিন্ন রাজ্যের 49 জন যাত্রী রয়েছেন। এতে কাঠগোদাম থেকে ৩৪ জন যাত্রী যোগ দেন। যেখানে ধারচুলা থেকে ১৫ জন যাত্রী যোগ দেবেন। এ পর্যন্ত 500 জনের বেশি যাত্রী যাত্রার জন্য নিবন্ধন করেছেন। প্রথম দলে উত্তরপ্রদেশের ১৩ জন, দিল্লির ১১ জন, পশ্চিমবঙ্গের ৬ জন এবং ওড়িশার ৫ জন যাত্রী রয়েছে। এ ছাড়া চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের শহরগুলো2-2 জন যাত্রী অন্তর্ভুক্ত। এই যাত্রীদের মধ্যে 32 জন পুরুষ এবং 17 জন মহিলা রয়েছে। কুমাওনি রীতিতে তীর্থযাত্রীদের স্বাগত জানানো হয় কেএমভিএন জিএম বিজয় নাথ শুক্লা বলেছেন যে যাত্রীদের সুবিধার্থে ক্যাম্পে কর্মচারীদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি দলের জন্য কর্মচারী গাইডও মোতায়েন করা হয়েছে। ঐতিহ্যবাহী কুমাওনি রীতি অনুযায়ী KMVN গেস্ট হাউসে আগত সকল যাত্রীদের স্বাগত জানাই।গেল। সকালের খাবারের পর তাদের পাঠানো হয়। কৈঞ্চি ধাম ও চিতই গোলজু দেবতারও দর্শন পাবেন। সমস্ত যাত্রী কাঠগোদাম থেকে ছেড়ে যাবেন এবং কাইঞ্চি ধামে নিম করৌলি বাবার দর্শন পাবেন। এরপর তীর্থযাত্রীরা চিতইয়ের গোলজু দেবতার দর্শন করে জগেশ্বরধামে পৌঁছাবেন। এখানে দুপুরের খাবার খাওয়ার পর পর্যটকরা সন্ধ্যায় পিথোরাগড়ের পর্যটন আবাসনে পৌঁছাবেন। যেখানে মঙ্গলবার রাতে বিশ্রামের পরযাত্রীরা রওনা হবে ধারচুলার উদ্দেশ্যে। সব যাত্রী পরের দিন গুঞ্জিতে পৌঁছাবে। পাহাড়ি খাবার পরিবেশন করা হবে কেএমভিএন আধিকারিকদের মতে, মান্ডুয়া রোটি, ঝিংগোর খির ইত্যাদি যাত্রীদের খাবার হিসাবে পরিবেশন করা হবে। কুমাও মণ্ডল উন্নয়ন নিগমের ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ তিওয়ারি সমস্ত কর্মীদের আবাসন বাড়িতে যাত্রীদের সাথে ভাল এবং ভদ্র আচরণ বজায় রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদি কৈলাস ও ওম পর্বতের দর্শন নিয়েযাত্রীদের মধ্যে বিস্ময়কর উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এদিন দলটি আদি কৈলাসে তীর্থযাত্রায় যাবে আদি কৈলাসের দ্বিতীয় ব্যাচ 16 মে, তৃতীয় 19 মে, চতুর্থ 22 মে, পঞ্চম 28 মে, সপ্তম 31 মে, অষ্টম 3 শে জুন, নবম 6 জুন, দশম 9 জুন, 12 জুন 13, 15 জুন, 14 জুন 21, 24 জুন ছাড়বে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে গত বছর অর্থাৎ 12 অক্টোবর 2023-এ, প্রধানমন্ত্রী মোদী পিথোরাগড়ের গুঞ্জিতে পৌঁছেছিলেন এবং আদি কৈলাসে গিয়েছিলেন।এবং পার্বতী কুন্ড দর্শন করেছিলেন। এরপর থেকে মানুষ এই জায়গাটি দেখতে এগিয়ে আসতে শুরু করে।
May 14 2024, 06:54