ব্যারাকপুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদীর
নিজস্ব প্রতিনিধি: রবিবার সকালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই জনসভা মঞ্চ থেকে সরাসরি তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। এদিন তিনি স্পষ্ট করে দেন,যারা দুর্নীতি গ্রস্ত, সেই সমস্ত দুর্নীতিবাজদের ছাড়া হবে না। সমস্ত দুর্নীতির হিসেব হবে। তৃণমূল অভিযুক্তদের ক্লিনচিট দেওয়ার চেষ্টা করছে। সন্দেশখালির মহিলাদের ভয় দেখাচ্ছে। তৃণমূল এক নয়া খেলা শুরু করেছে। শাহজাহান শেখকে অপরাধী নয় প্রমাণ করার চেষ্টা চলছে। তৃণমূলের গুণ্ডাদের ভয় না পেয়ে ভোট দিন।২০১৯ সালের থেকে এবারের নির্বাচনে বাংলায় বিজেপি ভালো ফল করবে।
এদিন মোদীজির পাঁচ গ্যারান্টির কথা উল্লেখ করেন। তিনি বলেন,১) ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে তিনি দেবেন না।২)এস,এসটি, ওবিসি সংরক্ষণ কেউ রদ করতে পারবে না।৩) এখানে রামের নাম নেওয়া ও রামনবমী দিবস পালনে বাধা দিতে পারবে না কেউ। এছাড়াও ৪) রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের বদল কেউ করতে পারবে না।সব শেষ গ্যারান্টি দেন যে, ৫)নাগরিকত্ব দেওয়ার সিএএ আইন কেউ রদ করতে পারবে না। তিনি নাগরিকত্ব দেবেন সবাইকে।
এদিন তার ভাষণে উঠে এল "চোর ধর,জেল ভর " শ্লোগান। সিএজি রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গ সরকার ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কোন হিসেব দিতে পারেনি।ক্যাগ রিপোর্টে তা প্রকাশ পেয়েছে।সেই টাকা লুঠ হয়েছে।তৃণমূলের আমলে নানান দুর্নীতি হয়েছে। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ ঘোটালে। এখানে রেট বেঁধে দিয়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে।
তিনি বলেন,বাংলা পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। কংগ্রেস শাসনে উন্নয়নের দিক থেকে বঞ্চিত ছিল এই পূর্ব ভারত। তার সময়ে পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।পর্যটন শিল্পের বিকাশ হয়েছে বিস্তর।
May 13 2024, 07:36