/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png
घर-घर प्रचार भाजपा प्रत्याशी अर्जुन सिंह
बैरकपुर लोकसभा से भाजपा प्रत्याशी अर्जुन सिंह आज बीजपुर विधानसभा के कांचरापाड़ा में डाकटकाली मंदिर से अंबागान केबी स्कूल तक घर-घर प्रचार पर निकले।
দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি ও তৃণমূলের বচসা
এসবি নিউজ ব্যুরো: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গায় 264/237 নম্বর পার্টে BJP ফ্লাগ লাগাতে গেলে দত্তপুকুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মান্তু সাহা নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনীর বচসা বাঁধে। অভিযোগ এই সময় বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূলের গুণ্ডা বাহিনী।এই নিয়ে বিজেপির পক্ষ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
আজ আইএস এল টুর্নামেন্টের২০২৩- ২০২৪ এর ফাইনাল খেলা
Sports News/খেলা
খবর কলকাতা: আজ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে আইএস এল টুর্নামেন্টের২০২৩- ২০২৪ ফাইনাল খেলা। এবারের ফাইনাল খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে মুম্বাই সিটি এফসি। গতকাল এই উপলক্ষ্যে কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল আই এস এল কতৃপক্ষ। উপস্থিত ছিলেন দুদলের কোচ,ক্যাপটেন সহ অন্যান্য খেলোয়াড়রা। ছ বি; সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
"বেঙ্গল প্রো T-20" ক্রিকেটের ট্রফি উন্মোচন
Sports News
খবর কলকাতা: শুক্রবার শহরের এক পাঁচ তারা হোটেলে বেঙ্গল প্রো টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন করা হল। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়,ঝুলন গোস্বামী, সিএবির সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন অনুষ্ঠানে সমস্ত ফ্রান্চাসজিদের সিএবির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। আগামী ১১ জুন থেকে খেলা শুরু হবে।শেষ হবে ২৮ জুন। এবছর খেলবে ৮ টি দল। খেলা হবে ইডেন গার্ডেন্সে ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের মাঠে।
এদিন কেকেআর এর রিঙ্কু সিং কে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান,"কেকেআরের রিঙ্কুর পাশে আছি আমি"।টি-২০ বিশ্বকাপ দলে রিঙ্কুর সুযোগ না পাওয়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার মনে হয় ওরা আরও একজন স্পিনার নিয়ে যেতে চাইছিল, তাই রিঙ্কু সুযোগ পেল না। তবে রিঙ্কু সিং এই শুরু করেছে। অনেক দূর যাবে।’ ১৫ সদস্যের ভারতীয় টিমে চার স্পিনার গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে স্লো উইকেট। সেখানে টার্নিং উইকেট। বড় মাঠ, ফলে চার স্পিনার গুরুত্ত্বপূর্ণ।ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ টিম, রিঙ্কু সিং, ঋষভ পন্থকে নিয়ে একঝাঁক প্রশ্নের পাশাপাশি,সৌরভের কাছে জানতে চাওয়া হয় আগামীকাল মোহনবাগান আই এস ফাইনাল খেলতে নামছে। এবিষয়ে আপনার কি মত।যা শুনে সৌরভ বলেন, ‘আশা করি আমরা আইএসএল জিতব।’
ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
পুরুলিয়ায় মহিষের পিঠে চেপে মনোনয়ন পত্র জমা দিলেন কুড়মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী
এসবি নিউজ ব্যুরো: রাঁচি রোডের গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে মিছিল করে পুরুলিয়া জেলাশাসকের কার্যালয়ে আসেন কুড়মী সমাজের মূখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো।মিছিলে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। এই মিছিলের ভীড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় পুরুলিয়া জেলা শহর। মনোনয়ন জমা করে অজিত প্রসাদ মাহাতো জানান , "পুরুলিয়ার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই অভিনব এই উদ্দ্যোগ। তিনি আরো জানান, ''পুরুলিয়া জেলার মানুষের দূঃখ দুর্দশার কথা তুলে ধরার হবে আমার কাজ। তিনি সাংসদ হয়ে কুড়মী জাতিকে তফশীল উপজাতি অন্তর্ভুক্তি করা এবং সারনা ধর্মের কোড চালু করা থেকে পুরুলিয়া জেলার জলকষ্ট দূর করার চেষ্টা করবেন।অজিত প্রসাদ মাহাতো প্রথমে আম্বেদকর মূর্তিতে মাল্যদান করেন। তারপর গরাম থানে প্রণাম করে মনোনয়নপত্র জমা দেন।
রাতে শেষ মেট্রো পরিষেবা বাড়ানো সম্ভব কিনা তা মেট্রো কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলল কলকাতা হাইকোর্ট
এসবি নিউজ ব্যুরো:কলকাতা শহরে রাতের শেষ মেট্রো পরিষেবা বাড়ানো সম্ভব কিনা তা মেট্রো কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলল কলকাতা হাইকোর্ট। মেট্রোর শেষ পরিষেবা বা ট্রেন কমপক্ষে ৪৫ মিনিট পিছিয়ে দেওয়া সম্ভব কিনা সেটা বিবেচনা করতে হবে মেট্রোকে। একটি জনস্বার্থ মামলায় দাবি করা হয়, শহরের মেট্রোর শেষ ট্রেন ৯.৪৫ এ। তাঁর পরেও অনেক রাত পর্যন্ত শহরের মানুষ কাজ থেকে বাড়ি ফেরে।ওই অংশের মানুষ দেরি করে অফিস ফেরত হলেও মেট্রো পরিষেবা না থাকায় সমস্যা হচ্ছে। তাই অন্তত ৪৫ মিনিট বিলম্বে যদিও শেষ মেট্রো ছাড়া সম্ভব হয়ে সেটা বিবেচনা করতে আবেদন করা হয়। যদিও মেট্রো জানায়, তাঁদের কারিগরি বিভাগ বিষয়টি বিবেচনা করেছে। কিন্তু বর্তমান অবস্থায় সেটা সম্ভব নয়। পরিপ্রেক্ষিতে আদালত বলে, বিষয়টির সঙ্গে শহরের প্রচুর মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই মেট্রো কর্তৃপক্ষর অসুবিধা থাকলেও তাঁদের আগামী ৪ সপ্তাহের মধ্যে বিষয়টি ফের বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
*CAB announced for the final two Franchises in Bengal Pro T20 League*
*Sports News*
*Khabar kolkata:* The Cricket Association of Bengal(CAB) announced the final two Franchises in the Bengal Pro T20 League.Lux Industries of the Lux Cozi fame and Shyam Steel come together to bag the rights for the seventh team and the final eighth team is awarded to consortium formed by Pritam Industries famous for their Pritam Switches and Jalan Builders, completing the eightFranchises of the League. Snehasish Ganguly, President of the Cricket Association of Bengal expressed his happiness in adding the final two Franchises of Bengal Pro T20 League saying, “It is really great to see such renowned corporate houses come forward and be part of the League. I am more than certain that they will add tremendous value to the League and work with the Association as partners to provide the best platform to the mighty talented cricketers of Bengal.” Bengal Pro T20 League organised by the CAB and exclusively managed by Arivaa Sports, will take place from the 11th to 28th June, 2024. Each Franchise will be fielding both men’s and women’s team. While all men’s matches shall take place at the historic Eden Gardens, women’s matches will be played at the Jadavpur University, Salt Lake Campus Ground. The brand ‘Lux’ a stalwart in the hosiery industry since its inception in 1957, has evolved into a global force, showcasing a market share of approximately 15% in the organized hosiery sector. The Company, Lux Industries Limited, was incorporated in 1995 in the state of West-Bengal, has positioned itself as a premier player in India's branded innerwear and outerwear segments. Yash Jain(Pritam Industries) said,"We are overwhelmed to be a part of Bengal Pro League. This event is going to be a superb platform for encouraging young talent, which our state has in abundance. The league has been designed beautiful, almost like the IPL, and it looks very promising to promote the sport in the state”. Pratiik Jalan(Jalan Builders) said, “Cricket in India is an expletory emotion, in Bengal its like a religion. BPL will really take this to another level and give opportunities to so many youngsters. This will be a beautiful platform for players to show their talent who have bigger aspirations as a cricketer. I personally love the sport and am excited to being able to be a part of this league”. The Bengal Pro T20 League has now the strong line up of Franchises inShrachi Sports, Servotech Power Systems, Rice Adamas Group, Rashmi Group, GD Sports, Sona Biscuits (Sobisco), consortium of Shyam Steel and Lux Cozi, and finally the consortium of Pritam Industries and Jalan Builders. Pic logo courtesy by : CAB
বাঁকুড়ায় বিজেপির প্রচার র্যালিতে থাকা কর্মীদেরকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এসবি নিউজ ব্যুরো: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের র্যালি থামিয়ে, র্যালিতে থাকা কর্মীদেরকে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ ঘটনাটি ঘটেছে সাঁতুড়ি থানার গড়শিকা এলাকায়। তৃণমূল কর্মীদের আক্রমণে বিজেপির এক কর্মী গুরুতর আহত হয়েছে। তাকে মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় বিজেপি তরফ থেকে ৩ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
জানা গিয়েছে, এদিন সাঁতুড়ির গড়শিকা এলাকায় সুভাষ সরকার র্যালির মাধ্যমে প্রচার শুরু করেন। র্যালি গড়শিকা গ্রামে ঢোকার সময় হঠাৎ ৩ জন তৃণমূল কর্মী ঝান্ডা নিয়ে র্যালি আটকে দেয়। তাই নিয়ে বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের সাথে বচসা বাঁধে। বিজেপি কর্মীরা তৃণমূলের ওই ৩ কর্মীকে সাইডে সরিয়ে র্যালি এগিয়ে নিয়ে যায়। অভিযোগ সেই সময় পিছনে থাকা এক বিজেপি কর্মীকে তৃণমূলের কর্মীরা চেরাই কাঠ দিয়ে আক্রমণ করে। বিজেপি কর্মী গুরুতর জখম হয়।
যদিও তৃণমূলের দাবি, বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই তারা মিথ্যা নাটক করছে।
হালিশহর জেটিয়ায় আক্রান্ত বিজেপি সমর্থক ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং
প্রবীর রায়: দলীয় প্রার্থীর সমর্থনে সভায় যোগ দেবার কারণে এক বিজেপি সমর্থক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল জেটিয়া থানার হালিশহর দিঘির পাড় এলাকায়। অভিযোগ, কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েতের চাকলা দোলতলার বাসিন্দা ৪৪ বছরের কিসমত আলিকে গত ৩০ এপ্রিল দুপুরে বাইক থামিয়ে পিস্তলের বাট দিয়ে পেটায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আতঙ্কে ওই বিজেপি সমর্থকের পরিবার। বৃহস্পতিবার আক্রান্তের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর অভিযোগ, থানা অভিযোগ নিতে চায়নি। উল্টে আক্রান্ত ব্যক্তিকেই ধমক দিয়েছে। বিজেপি প্রার্থী বলেন, জেটিয়া থানার ওসি এবং এসিপির বিরুদ্ধে বরখাস্তের দাবি জানিয়ে তিনি নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। তাঁর দাবি, তৃণমূল প্রার্থী গুন্ডারাজ খতমের দাবি করছেন। উল্টে তৃণমূলের গুন্ডাবাহিনী মারধর করছে। গুন্ডারাজ একদিন ওনাকেই শেষ করে দেবে। আক্রান্ত কিসমত আলি জানান, গত ২৮ এপ্রিল রাতে হালিশহর জেটিয়া নান্না কালি মন্দিরের কাছে বিজেপির পথ সভায় গিয়েছিলাম। সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ল্যাঙরা বাবন, রাজ, বাপি, রাজু-সহ ১৫-২০ তাঁকে ঘিরে ধরে মেরেছে। তাঁর অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি। তবে এদিন তাঁর বাড়িতে বিজেপি প্রার্থী এসে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
May 04 2024, 12:51