*দ্বিতীয় ধাপের ভোট শেষ, বাংলায় বিকেল ৫টা পর্যন্ত ৭২ শতাংশ ভোট, ইউপি-বিহারে ৫৩ শতাংশ ভোট*
#lok_sabha_election_2024_phase_2_voting
এসবি নিউজ ব্যুরো: আজ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে 18 তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের সময় সন্ধ্যা 6 টায় শেষ হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত ত্রিপুরায় সব থেকে বেশী ভোট পড়েছে,৭৬.২৩% । সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্র, বিহার এবং উত্তর প্রদেশে প্রায় ৫৩%।নির্বাচনের জন্য দ্বিতীয় দফার ভোটে, কেরালার 20টি আসন, কর্ণাটকের 28টি আসনের মধ্যে 14টি আসন, রাজস্থানের 13টি আসন, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের প্রতিটি করে 8টি আসন, মধ্যপ্রদেশের 6টি আসন এবং 5 টি আসন
*বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার* বিকাল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটের হার আসাম 70.66, বিহার 53.03, ছত্তিশগড় 72.13, জম্মু কাশ্মীর 67.22, কর্ণাটক 63.90 ,কেরালা 63.97, মধ্যপ্রদেশ 54.58, মহারাষ্ট্র 53.51 ,মণিপুর 76.06 রাজস্থান 59.19 ,ত্রিপুরা 76.23, ইউপি 52.64 পশ্চিমবঙ্গ 71.84।
Apr 27 2024, 16:57