/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের মহোতি উদ্যোগ West Bengal Bangla
ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের মহোতি উদ্যোগ
খবর কলকাতা: দক্ষিণবঙ্গে তীব্র তাপদাহে মানুষের প্রাণ যায় যায় অবস্থা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের তাপমাত্রা ৪২°ছুই ছুঁই।এদিকে দিনরাত তাদের কাজে কর্মরত অবস্থায় রয়েছে ট্রাফিক পুলিশ। এছাড়াও গরমে নিজেদের পেটের তাগিদে হকাররা, রিক্সা চালক ভাইয়েরা কাজ করে চলেছেন।তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই তাপপ্রবাহ থেকে একটু নিস্তার দিতে ব্যারাকপুর পৌরসভার 2 ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার তাদের হাতে কিছু ঠান্ডা পানীও তুলে দিলেন,এই তাপপ্রবাহ থেকে কিছুটা নিস্তার পাওয়ার জন্য।
শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তি কে উদ্ধার করল বারাসাত থানার পুলিশ
খবর কলকাতা:বারাসাত পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সরোজ পার্কের এক বাড়ী থেকে দরজার তালা ভেঙে আশঙ্কাজনক অবস্থায় বছর পঞ্চাশের শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তি কে উদ্ধার করল বারাসাত থানার পুলিশ। আশঙ্কা জনক অবস্থায় তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে মুখ ও বধির ওই ব্যক্তির নাম শ্যামল ভৌমিক। তার পরিবারের বাকি সদস্যরা বেহালায় থাকেন। গত ৩দিন ধরে তার কোন দেখা ও সাড়াশব্দ মিল ছিল না। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় মঙ্গলবার সকালে বারাসাত থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ তারাই সিভিল ডিফেন্সের কর্মীদের ডেকে দোতালায় উঠে দরজার তালা ভেঙে শ্যামল বাবুকে উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বেশ কিছুদিন অভুক্ত অবস্থায় রয়েছেন তিনি। কোন কারণে তার স্মৃতিশক্তি ও বিকল হয়। যার ফলে তার হাঁটা চলার ক্ষমতা ছিল না। তবে স্থানীয় প্রতিবেশী নাগরিকদের এই সচেতনতার জন্য ধন্যবাদ জানানো হয় বারাসাত থানার পক্ষ থেকে। পাশাপাশি বেহালায় শ্যামল বাবুর দাদাকেও খবর দেওয়া হয় তার ভাইয়ের এই গুরুতর অসুস্থতার কথা বলে। স্থানীয়দের দাবি হয়তো এভাবে আর একদিন পড়ে থাকলে শ্যামলবাবু মারাই যেতেন।
*Sports News*
*Knight Golf in Kolkata* *Pic :Sanjay Hazra (khabar kolkata).*
बैरकपुर से बीजेपी उम्मीदवार अर्जुन सिंह ने प्रचार के साथ-साथ जगन्नाथ देव की पूजा भी की
प्रवीर रॉय: बैरकपुर लोकसभा क्षेत्र से भाजपा प्रत्याशी अर्जुन सिंह ने आज बीजपुर विधानसभा के हाजीनगर चांदनी घाट स्थित जगन्नाथ मंदिर में नीलाद्रि बिहारी सेवा समिति द्वारा आयोजित पूर्णिमा पूजा की.

*মালদহে আজ হাই ভোল্টেজ শো*
এসবি নিউজ ব্যুরো: আজ হাই ভোল্টেজ দক্ষিণ মালদহ কেন্দ্র। একদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রোড শো। অন্যদিকে, অভিষেক ব্যানার্জীর জনসভা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ মালদহ এয়ারপোর্টে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সেখান থেকে সড়কপথে মালদহ শহরের ফোয়ারা মোড় আসবেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করবেন। এরপর দক্ষিণ মালদহ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো করবেন। রোড শো শেষে রবীন্দ্র এভিনিউ এলাকায় ১০ মিনিটের জন্য বক্তব্য রাখবেন তিনি।
    
অন্যদিকে,আজই দক্ষিণ মালদহ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে এক জনসভায় অংশ নেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দুপুর ৩টে নাগাদ মালদহের কালিয়াচকের ভগবানপুর এলাকায় এক জনসভায় অংশ নেবেন তিনি।

भव्य पदयात्रा कार्यक्रम में शामिल हुए बीजेपी प्रत्याशी अर्जुन सिंह
प्रबीर रॉय: बैरकपुर लोकसभा क्षेत्र से भाजपा उम्मीदवार अर्जुन सिंह ने बैरकपुर विधानसभा क्षेत्र में बैरकपुर स्टेशन से टीटागढ़ पुलिस स्टेशन तक एक भव्य मार्च में भाग लिया। उनके साथ बैरकपुर संगठनात्मक जिला अध्यक्ष मनोज बनर्जी और अन्य नेता भी थे।
দক্ষিণ মালদহ লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে মালদহে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
এসবি নিউজ ব্যুরো: আগামীকাল  মঙ্গলবার দক্ষিণ মালদহ লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে মালদহে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি প্রায় এক কিলোমিটার রোড শো করবেন।আজ সেই মত সি আর পি এফের একটি বিশেষ দল জায়গা পরিদর্শন করেন।বিজেপি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ মালদহের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে নির্বাচনী প্রচারে আসছেন অমিতজি। আর সেই কারণেই এলাকা পরিদর্শন করেন সি আর পি এফের বিশেষ দল। বিজেপি নেতা নীলাঞ্জন দাস বলেন,'সকাল ৯টা৩০ মালদহ বিমানবন্দরে নেমে সেখান থেকে শহরের প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুর্খাজীর মূর্তিতে মাল্যদান করবেন। এরপর রোড শো করে শহরের রবীন্দ্র অ্যাভিনিউতে আসবেন। এখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে বিমনে করে ফিরে যাবেন। সেই কারণেই জায়গা পরিদর্শন করা হয় এদিন।
মেদিনীপুরের কেশপুরে ভোট প্রচারে ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়


এসবি নিউজ ব্যুরো: মেদিনীপুরের  কেশপুর ব্লকের ১২ নম্বর অঞ্চলের অন্তর্গত গোটগাড়িয়া এলাকায় ভোট প্রচার করলেন ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। ভোটের দিন কেশপুরে থেকে ভোট পরিচালনা করবেন বলে আশ্বাস দেন তিনি।


পাশাপাশি, তৃণমূলের গুন্ডাবাহিনী ভোট লুট করতে আসলে ঝাঁটা লাঠি দিয়ে তাড়া করার কথা বলেন। সেই সঙ্গে বিজেপির সরকার গঠন হলে আগামী দিনে কেশপুরে উন্নয়ন হবে বলে জানান হিরণ। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কার্যত গ্রামের মানুষরা তাদের অভাব অভিযোগের কথা জানান।


সেই সঙ্গে বিগত দিনে কেশপুরের নিজেদের ভোট নিজেরা দিতে পারেন না বলেও অভিযোগ করেন। আগামী লোকসভা নির্বাচনে যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই জন্য প্রার্থীর কাছে অনুরোধ করেন।
মুম্বই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগিকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এলো কলকাতা পুলিশ
এসবি নিউজ ব্যুরো: মুম্বাই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগিকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এলো কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ,তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সে রেইকিও করেছিল।সোমবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এদিন বিকেলেই ট্রানজিট রিমান্ডে থেকে কলকাতায় নিয়ে আসা হলো তাঁকে।রাজারাম কেন কলকাতায় এসেছিল, ভিডিয়োগ্রাফি করে তার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিল রাজারাম রেগি। তার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ঘুরে যায় সে ।কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রাজারাম রেইকি করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান মনোনয়নপত্র জমা দিলেন

এসবি নিউজ ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে যোগদান ক্রিকেটার ইউসুফ পাঠানের। সোমবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন। বহরমপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় বহু মহিলাদের মমতা ব্যানার্জির প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের কলস হাতে নিয়ে দেখা যায়। মনোনয়নপত্র জমা দিতে আসার সময় ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।