আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এসবি নিউজ ব্যুরো: মালদার পর আজ সোমবার উত্তরদিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি প্রথম সভাটি করবেন চাকুলিয়ায়, দ্বিতীয় সভা করণদিঘী কিষান মান্ডির মাঠে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে সেজে উঠেছে করণদিঘী ৷ সভাস্থলের কাজ প্রায় শেষ পর্যায়ে। রবিবার করণদিঘী সভাস্থল পরিদর্শন করেন ডি আই জি এন সুধীর কুমার, ডি আই জি সুমিত কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল । করণদিঘী তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল জানান, "এই প্রথমবার করণদিঘীতে আসছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় সাধারণ মানুষের বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রায় লক্ষাধিক মানুষ এই সভায় উপস্থিত হবেন বলে আশা করছেন বিধায়ক।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ওনার তৃতীয়বার উত্তর দিনাজপুর জেলা সফর। প্রথমবার হেমতাবাদ, দ্বিতীয়বার ইসলামপুর নির্বাচনী জনসভা করে গিয়েছেন। ভোটের দোড়গড়ায় তৃতীয়বার করণদিঘী এবং চাকুলিয়ায় নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে নির্বাচনী জনসভা না করলেও শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পদযাত্রা করেছেন। এবারের নির্বাচনে শুধুমাত্র কালিয়াগঞ্জ বাদ দিয়ে ৫ টি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Apr 23 2024, 12:34