বাংলার মালদহের সভায়,দূর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ রাজনাথের
এসবি নিউজ ব্যুরো: আজ রবিবার মালদহের নালাগোলার সভা থেকে দূর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বেলা ৩টা নাগাদ হেলিকপ্টারে করে উত্তর মালদহের বিজেপির প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে ভোট প্রচারে আসেন তিনি। তিনি তার ভাষণে বলেন,“ বাংলায় তৃণমূলের আমলে দূর্নীতি হয়েছে। তৃণমূলের অনেক নেতা মন্ত্রী দূর্নীতির দায়ে জেলে বন্দী। বাংলা মহাপ্রভু শ্রীচৈতন্য দেব, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহাপুরুষদের পুর্ণ্য জন্মভূমি।"উত্তর ২৪ পরগনার সন্দেশখালির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। তিনি বলেন,“মমতাদির নামই শুধু মমতা আছে। স্বভাব, কাজে তাঁর মমতা নেই।” আবাস যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনা নিয়েও তিনি সরব হন। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষ করলেন রাজনাথ সিং।
এরপর, তিনি দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে সভা করতে বিশেষ হেলিকপ্টারে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়িতে। বিজেপি সূত্রে জানা গিয়েছে যে এদিন শিলিগুড়ির টিকিয়াপাড়ায় দার্জিলিং লোকসভা আসনে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে সভা করবেন। এদিনের এই সভা থেকে তিনি কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছে বিজেপির নেতা কর্মী সমর্থকরা। এবারের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তাই এবার দেশ জুড়ে প্রচারে বেশি জোর দিচ্ছে বিজেপি।
Apr 23 2024, 12:32