*লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রচার আজ সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যাবে, ভোট 19 এপ্রিল*
এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট 19 এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় শেষ হবে প্রথম দফার নির্বাচনী প্রচার। প্রথম দফায় 19 এপ্রিল 21টি রাজ্যের 102টি লোকসভা আসনে ভোট হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রথম দফায় যেসব আসনে ভোট হওয়ার কথা, সেখানে ৪৮ ঘণ্টা নির্বাচনী প্রচার চালানো হবে।প্রথমটি বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে বিভিন্ন সময়ে শেষ হবে। আজ সন্ধ্যা থেকে জনসভা বা মিছিলের মতো অনেক কর্মসূচি করা নিষিদ্ধ ।প্রথম দফায় যে 21টি রাজ্যে ভোট নেওয়া হবে। তার মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড় রাজ্যের আসনও রয়েছে। এই পর্বে, উত্তরপ্রদেশ থেকে 8, বিহার থেকে 4, পশ্চিমবঙ্গ থেকে 3, রাজস্থান থেকে 12, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে 6 টি,আসামের 5, মেঘালয়ের 4, মণিপুরের 2, ছত্তিশগড়ের 1, অরুণাচলের 2, মহারাষ্ট্রের 5, তামিলনাড়ুর 39, মিজোরামের 1, নাগাল্যান্ডের 1, সিকিমের 1, ত্রিপুরা, আন্দামান ও নিকোবরের 1 টি, জম্মু ও কাশ্মীরের ১টি, লাক্ষাদ্বীপের ১টি এবং পুদুচেরির ১টি আসনে ভোট হবে। এ সব আসনের নির্বাচনী প্রচার আজ বুধবার সন্ধ্যায় বন্ধ হয়ে যাবে।
*তামিলনাড়ুতে একযোগে ৩৯টি আসনে ভোট হচ্ছে*
প্রথম দফায় তামিলনাড়ুর ৩৯টি আসনেই ভোট হবে। এই নির্বাচনে বিজেপি দক্ষিণের রাজ্যে বিশেষ করে তামিলনাড়ুতে নজর বাড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এ পর্যন্ত বেশ কয়েকবার তামিলনাড়ু সফর করেছেন। তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে রয়েছে নীলগিরিস, কোয়েম্বাটুর, পোল্লাচি, ডিন্ডিগুল, করুর, তিরুচিরাপল্লী, পেরাম্বলুর, তিরুভাল্লুর, চেন্নাই উত্তর, চেন্নাই দক্ষিণ, চেন্নাই সেন্ট্রাল, নাগাপট্টিনম, থাঞ্জাভুর, শিবগঙ্গাই,মাদুরাই, থেনি, শ্রীপেরুমবুদুর, কাঞ্চিপুরম, আরাককোনাম, ভেলোর, কৃষ্ণগিরি, তিরুনেলভেলি, কন্যাকুমারী, ধর্মপুরি, তিরুভান্নামালাই, কাল্লাকুরিচি, সালেম, নামাক্কাল, ইরোড, তিরুপুর, কুদ্দালোর, চিদাম্বরম, মায়িলাদুথুরাই, তিরুথানাগা, তিরুথানাপুর আসন রয়েছে।
Apr 19 2024, 08:35