তৃণমূল প্রার্থীর নাম না করে অর্জুন সিং উবাচ,"উনি যা পাপ করেছেন তার জন্য দুয়ারে ইডি, দুয়ারে সিবিআই তো ঢুকবেই"
এসবি নিউজ ব্যুরো: কাঁচরাপাড়ার কাঁপা চাকলা পঞ্চায়েতের পাল্লাদহ গ্রামে নিভা দত্ত মল্লিকের বাড়িতে এসে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং বললেন," সব ব্যাপারে রাজনীতি করতে হবে আমি তা মনে করি না। প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন ১৪০ কোটি মানুষ ভারতবাসী।আমিও সেই ফর্মুলাই বিশ্বাস করি। উনি ভারতবর্ষের সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষের জন্য কাজ করছেন।
সংখ্যালঘুদেরকে একটা ভুল বার্তা বোঝানো হয়েছিল তারা বুঝতে পেরেছে যে অর্জুন সিং খারাপ, না যারা বুঝিয়েছে তারাই খারাপ। যাকে ভারতবর্ষের সংবিধান পাওয়ার দিয়েছে চিফ সেক্রেটারিকে, হোম সেক্রেটারিকে, পুলিশ কমিশনারকে বা ডিজিকে তো সেটা না করে তারা যদি দলের কথা শোনে তাহলে তে কোন ডিসিশন নিলে কোর্টতো ছাড়বে না , কোর্ট এর কাছে সবাই সমান।
"তিনি ব্যারাকপুর লোকসভা তৃণমূল প্রার্থী নাম না করে বলেন, উনি যা পাপ করেছেন তার জন্য দুয়ারে ইডি, দুয়ারে সিবিআই তো ঢুক
বেই।
Apr 12 2024, 11:11