/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz তাপমাত্রা বাড়তেই চাহিদা বাড়ছে তরমুজের West Bengal Bangla
তাপমাত্রা বাড়তেই চাহিদা বাড়ছে তরমুজের

এসবি নিউজ ব্যুরো : ফলের রাজা আম হলেও এখন দামের রাজা তরমুজ। গরমের তাপমাত্রা বাড়তেই চাহিদা থাকে তরমুজে, যদিও পানীয় বিকল্প হিসাবে তরমুজ খান অনেকেই। সেরকমই মুসলিম ধর্ম অবলম্বীরা তাদের রোজায় তরমুজকেই প্রাধান্য দেন বেশি, কারণ নির্জলা উপবাসের পর তেষ্টা নিবারণের জন্য খুব প্রয়োজনীয় এই ফল।

কিন্তু এবছর গ্যাটের করি খরচা করেই কিনতে হবে তরমুজ। বর্তমানে ভিন রাজ্যের তরমুজই এখন একমাত্র ভরসা, তাই অগ্নি মূল্য তরমুজের দাম। ব্যবসায়ীরা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের তরমুজ এখনো সেভাবে উৎপাদন শুরু হয়নি। ব্যাঙ্গালোর সহ ভিন রাজ্য থেকে আনা হচ্ছে তরমুজ। একদিকে যেমন বাড়ছে বহন খরচ অন্যদিকে নিজেদের পুঁজি সামলানোর জন্যই পাইকারিতেও বাড়াতে হচ্ছে অনেকটাই দাম।

তবে আগামী দিন ১৫ মধ্যে অনেকটাই আয়ত্বে আসবে তরমুজের দাম। রাজ্যের তরমুজ আমদানি হতে শুরু হলেই বর্তমানের অগ্নিমূল্য বাজারদর অনেকটাই নেমে আসবে। যদিও এক প্রকার বলা যেতেই পারে, এবার গ্যাটের করি খরচা করে বাজার থেকে কিনতে হবে তরমুজ। যা নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছেন তরমুজ ব্যবসায়ীরা।

কবিতা

হতাশা

গোপাল মাঝি

যুব সমাজ পিছিয়ে পড়ছে

মনে বেঁধেছে বাঁসা,

স্বাবলম্বী হবে তারা কেমনে

আষ্টে -পৃষ্ঠে হতাশা!

জীবন -যুদ্ধে নামতে হলে

প্রস্তুতি টাই চাই,

পশ্চাতে নয় এগিয়ে চললে

পাবে কেবল ঠাঁই |

জীবনে ঝড় আছড়ে পড়বে

বাধা আসবে কতো,

চলতে পথে হোঁচট খাবে

শীত -গ্রীষ্মের মতো |

সাফল্য আনতে হলে আগেই

দূর কর ভয়,

মনে শক্তি এনেই মানুষ

করে এভারেস্ট জয় |

মহাকাশে পাড়ি দেবে তাই

মনে ছিলনা আড়ি,

বিজ্ঞান সাধনা সাফল্য দিয়েছে

চন্দ্র -গ্রহে পাড়ি |

ঘুরে বসো, দাঁড়াও উঠে

দূর কর হতাশা,

যুদ্ধ জয় হবে শীঘ্র

আনবে মনে প্রত্যাশা |

ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক(দেব) অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু

এসবি নিউজ ব্যুরো: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক(দেব) অধিকারীর নামে পাঁশকুড়া পশ্চিমে দেওয়াল লিখন শুরু হল। দেওয়াল লিখনের মধ্য দিয়ে পাঁশকুড়ায় ভোট প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। ঘাটাল লোকসভা কেন্দ্র পড়েছে পাঁশকুড়া বিধানসভা এলাকায়। পশ্চিম পাঁশকুড়া বিধানসভার মুড়াইলে তৃণমূল নেতা মুফলেশুর দত্তের নেতৃত্বে দেওয়াল লিখন করেন কর্মী সমর্থকরা।

সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু,অবরুদ্ধ বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক

এসবি নিউজ ব্যুরো : প্রাতঃভবনে বেরিয়ে সাত সকালেই মৃত্যু হল এক পথচারীর। বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুর মোড়ের কাছে আজ সকাল ছটা নাগাদ ঘটে এই পথ দুর্ঘটনা হয়। মৃতের নাম বাদল নাথ(৬৫)। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি বেরিয়েছিলেন প্রাতঃভবনে। সে সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে গুরুতর ভাবে আহত হন।

স্থানীয়দের প্রচেষ্টায় তাকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর পরপরই বেলা বাড়ার সাথে সাথে আঁচ উপচে পড়তে থাকে জাতীয় সড়কে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন।

বিক্ষোভ কারীদের দাবি দিনের পর দিন এই অংশে পথ দুর্ঘটনা বাড়লেও পথ দুর্ঘটনায় এড়াতে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। এর উপর দুর্লভপুর ট্রাক অনার্স এসোসিয়েশনের বেপরোয়া ডাম্পার ও লরি চলাচল ঘুম কেড়েছে এলাকার মানুষের। লরি সংগঠনের বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।

*খেলা*

ডার্বিতে ৩-১ ব্যবধানে জয় মোহনবাগানের

খবর কলকাতা : ইন্ডিয়ান সুপার লিগে গতকাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল দ্বিতীয় ডার্বি ম্যাচ। আইএসএলের দশম সংস্করণে মরসুমে দ্বিতীয় বার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান । প্রথম লিগের ডার্বি ড্র হয়েছিল। দ্বিতীয় লিগে ৩-১ ব্যবধানে জয় পেল মোহনবাগান। ম্যাচের প্রথমার্ধে মোহনবাগান হয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোষ, কামিংস এবং লিস্টন গোল করে। আর দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে সওল ক্রেস্পো।

ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।

*আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থী তালিকা*

এসবি নিউজ ব্যুরো:

কোচবিহার: জগদীশচন্দ্র বাসুনিয়া

আলিপুরদুয়ার: প্রকাশচিক বরাইক

জলপাইগুড়ি: নির্মলচন্দ্র রায়

দার্জিলিং: গোপাল লামা

রায়গঞ্জ: কৃষ্ণ কল্যাণী

বালুরঘাট: বিপ্লব মিত্র

মালদহ উত্তর: প্রসূন বন্দ্যোপাধ্যায় (প্রাক্তন আমলা)

মালদহ দক্ষিণ: শেহনেওয়াজ আলি রেহান

জঙ্গীপুর: খলিলুর রহমান

বহরমপুর: ইউসুফ পাঠান

মুর্শিদাবাদ: আবু তাহের খান

কৃষ্ণনগর: মহুয়া মৈত্র

রানাঘাট: মুকুটমণি অধিকারী

বনগাঁ: বিশ্বজিৎ দাস

ব্যারাকপুর: পার্থ ভৌমিক

দমদম: সৌগত রায়

বারাসত: কাকলি ঘোষ দস্তিদার

বসিরহাট: হাজি নুরুল ইসলাম

জয়নগর: প্রতিমা মণ্ডল

মথুরাপুর: বাপি হালদার

ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়

যাদবপুর: সায়নী ঘোষ

কলকাতা দক্ষিণ: মালা রায়

কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়

হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া: সাজদা আহমেদ

শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগ: মিতালি বাঘ

তমলুক: দেবাংশু ভট্টাচার্য

কাঁথি: উত্তম বারিক

ঘাটাল: দীপক অধিকারী (দেব)

ঝাড়গ্রাম: কালীপদ সরেন

মেদিনীপুর: জুন মালিয়া

পুরুলিয়া: শান্তিরাম মাহাতো

বাঁকুড়া: অরূপ চক্রবর্তী

বর্ধমান পূর্ব: শর্মিলা সরকার

বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ

আসানসোল: শত্রুঘ্ন সিন্‌হা

বোলপুর: অসিত মাল

বীরভূম: শতাব্দী রায়

বিষ্ণুপুর: সুজাতা মণ্ডল খাঁ

গ্রাম গঞ্জে ঘুরে স্কুলছুটদের পাঠ দেওয়ার জন্য উদ্ভোধন অত্যাধুনিক পাঠশালা

এসবি নিউজ ব্যুরো : কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা লোকসভা নির্বাচনের বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে আজ থেকে বাঁকুড়ায় শুরু হল মোবাইল পাঠশালা। অত্যাধুনিক সাজে সজ্জিত এই পাঠশালা গ্রামে গ্রামে ঘুরে স্কুলছুটদের প্রাথমিকের পাঠ দেবে।

প্রয়োজনে স্কুলছুটদের ফের স্কুলের পড়াশোনার ব্যাপারে আগ্রহী করে তুলবে। সম্প্রতি একাধিক সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলায় স্কুলছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হচ্ছে। বহু পড়ুয়া প্রাথমিকের পাঠ শেষ করার আগেই গিয়ে জুটছে কাজে। এই পরিস্থিতিতে শুধু রাজ্যের শিক্ষা দফতর নয়, কেন্দ্রীয় শিক্ষা দফতরও তা নিয়ে উদ্বিগ্ন। স্কুলছুটের সেই সংখ্যায় এবার রাশ টানতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে চালু হল মোবাইল পাঠশালা।

মোবাইল এই পাঠশালায় শুধু বইয়ের পড়া নয়, অডিও ভিস্যুয়াল ব্যাবস্থার মাধ্যমে অত্যাধুনিক পাঠ দানও করা হবে পড়ুয়াদের। একটি সরকার অধিগৃহীত কেন্দ্র সরকারী সংস্থার অর্থ সাহায্যে ও সেবা ভারতী নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় গ্রামে গ্রামে ঘুরে এই মোবাইল পাঠশালা গ্রামে গ্রামে এই পাঠদানের কাজ করবে বলে জানানো হয়েছে।

*কবিতা*


"কেমন আছি আমি"

গোপাল মাঝি

কেন রুদ্র মূর্তি ধরে

শাসিয়ে গেলে তুমি,

একবার কি ভেবে দেখলে

কেমন আছি আমি?

অনেক প্রশ্ন করে গেলে

উত্তর কি দেবো,

সব প্রশ্নের উত্তর মিলবে

যেদিন চোখ মুদিব' |

এমন দিন ছিলনা আগে

মোদের এ' জীবনে,

মনের কথা বলতে পারতাম

আমরা তো দু' জনে |

হঠাৎ করে বিছানা ছাড়

হয়ে কেন গেল,

আমার প্রশ্নের উত্তরটা কি

তুমিই একবার বল |

রাতের বেলা বিছানায় শুয়ে

ঘুমাতে না পারি,

কেমন করে বাঁচি বল

প্রশ্ন করি তারই |

সন্দেহ রোগ বেসেছে বাঁসা

মনে যে তোমার,

বকছো তুমি আবোল -তাবোল

বয়স বাড়ারও পর |

নাক ডাকার শব্দে যদি

ঘর -বাড়ী কাঁপে,

কান দু'টি চেপেও কি

ঘুমাতে কেউ পারে?

চেষ্টা করলে সারান সম্ভব

এমন ধরণ রোগ,

সবাই আমরা ফিরে পাবো

আসবে মাহেন্দ্র যোগ |

ফের হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির

এসবি নিউজ ব্যুরো : ফের হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার উত্তর বনবিভাগের অন্তরে বড়জোড়া রেঞ্জের শ্যামপুর গ্রামে। শনিবার পুকুরে যাওয়ার সময় জঙ্গল থেকে খাবার খুঁজে বেরিয়ে আসা বুনো হাতির মুখোমুখি পড়ে যান ওই ব্যাক্তি। নাগালে পেয়ে ওই ব্যাক্তিকে পা দিয়ে থেঁতলে মারে ওই উন্মত্ত হাতিটি। বনদপ্তর সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম কালিপদ বাউরী(৫৯)।

ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ক্ষোভে ফুটছেন এলাকার মানুষজন।অভিযোগ গত প্রায় এক বছর ধরে একটি বুনো হাতির দল ওই এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই দলের সংখ্যাগরিষ্ঠ হাতি ফেরত যায় পশ্চিম মেদিনীপুর।

বনদপ্তর সূত্রে খবর তারপরেও বেশ কয়েকটি দলছুট হাতি এই এলাকায় রয়ে গিয়েছে। শ্যামপুর,ডাকাইসিনি, পাবয়া জঙ্গলে ঘোরাফেরা করছিল হাতিগুলি।এদিন একটি বুনো হাতি শ্যামপুরের জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়ে। সেই সময় ওই পৌঢ় হাতিটির মুখোমুখি পড়ে যান।পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ।ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে।

নৈহাটি বিধানসভার কাঁপা চাকলায় বিধায়ক ও প্রধানের নামে পড়লো পোস্টার
*উত্তর ২৪ পরগনা:* নৈহাটি বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের পাল্লাদহ শিমূলতলা বিল পাড় এলাকায় শাসকদলের বিধায়ক ও প্রধানের নামে পড়ল পোস্টার। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই পোস্টার ঘিরে যথেষ্ট অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে স্থানীয়রা দেখেন রাস্তার ধারে লাইট পোস্টে ও বড় বড় গাছে লাগানো রয়েছে পোস্টার। সৌজন্যে কাঁপা চাকলা নাগরিকবৃন্দ।

পোস্টের উল্লেখ, কাঁপার ডিফেন্স এবং এয়ার ফোর্সের মেইন গেটের ১০০ ফুটের মধ্যে পাঁচ বিঘা আয়তনের পুকুর বুঝিয়ে ইমারত গড়ে উঠেছে। সেই পুকুর ভরাটের কাটমনির টাকা নাকি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর কাছে। পৌঁছে দিয়েছেন পুরপ্রধান রবি নিয়োগী। যদিও এই পোস্টার নিয়ে কাঁপা চাকলা পঞ্চায়েতের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ নয়ন মন্ডল বলেন, "এটা বিজেপির চক্রান্ত। রাতের অন্ধকারে লুকিয়ে পোস্টার মারা হয়েছে।"

নয়ন বাবুর দাবি, লোকসভা নির্বাচনের আগে দলকে কালিমালিপ্ত করতে বিজেপির লোকজন এসব করছে। যদিও বিজেপির নৈহাটি-৩ মন্ডল সভাপতি সুকুমার দাস বলেন, "এই পোস্টার মারার ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। এখানে তৃণমূলের দুটো লবি আছে। একটা লবি পুকুর ভরাট, তোলাবাজি করে কামাচ্ছে। আরেকটা লবি কামাতে পারছে না। সুতরাং ওদের গোষ্ঠী কাজিয়ার জেরেই কাঁপা চাকলায় পোস্টার পড়েছে।"