/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz মুম্বই পুলিশের নাম করে বঙ্গে সাইবার প্রতারণা West Bengal Bangla
মুম্বই পুলিশের নাম করে বঙ্গে সাইবার প্রতারণা

মুম্বই পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে সাইবার প্রতারণা। প্রায় ৩৩ লক্ষ টাকা খোয়া গেছে তমলুকের পদুমবসানের আচার্য পাড়ার এক যুবকের। যুবকের নাম শুভজিৎ মিশ্র। একটি বেসরকারি সংস্থার কর্মী ওই যুবক। বিদেশে মাদক পাচার -সহ আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত বলে ফোন করে ভয় দেখানো হয় তাঁকে। তদন্তের স্বার্থে নানান তথ্য জানতে চাওয়া হয় তাঁর থেকে। মামলায় নাম জড়িয়ে যাওয়ার ভয়ে প্রাথমিক ভাবে প্রতারকের দাবির সত্য-মিথ্যা যাচাই না করে তিনি তাঁদের কথা মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য -সহ মোবাইলে আসা ওটিপি দিয়ে বসেন।

অভিযোগ তারপরই কৌশলে প্রি-অ্যাপ্রুভড লোনের ২০ লক্ষ টাকা এবং ফিক্সড ডিপোজিট- সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ১৩ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। ঘটনার বিষয়ে ডিসেম্বব তমলুকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবক। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত জালিয়াতদের খোঁজ পায়নি পুলিশ। উদ্ধার হয়নি খোয়া যাওয়া টাকাও।

এত আসনে বিজেপি সিট জিতবে, তা বাংলার জনতা কল্পনাও করতে পারবে না বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি

উত্তর ২৪ পরগনা: আসন্ন লোকসভা নির্বাচনে এত আসনে বিজেপি জিতবে, বাংলার জনতা তা কল্পনাও করতে পারবে না। বুধবার ব্যারাকপুর সংগঠনিক জেলার তরফে গারুলিয়ায় একটি অনুষ্ঠান বাড়িতে বিকশিত ভারত সংকল্প সভায় হাজির হয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

এদিন তিনি বলেন, বাংলায় বামেরা তৃণমূলের সঙ্গে লড়াই করছে। আর দিল্লিতে গিয়ে ওরা আসন ভাগাভাগি নিয়ে বৈঠক করছে। প্রকল্পের বকেয়া টাকা প্রদান নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয় দুজন অধিকারিক নিয়োগ করেছে। মমতা সরকার দুজন নোডাল অধিকারিক নিয়োগ করুক। তারপর তদন্ত করে দেখা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর জেলার পর্যবেক্ষক প্রবাল রাহা, ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, সহ-সভাপতি দেব কুমার ঘোষ, জেলার সাধারণ সম্পাদক যথাক্রমে রূপক মিত্র ও অশোক কুমার বর্মা, জেলা সম্পাদক কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পানিহাটি পৌরসভার অঞ্চলে অন্তর্গত রামচন্দ্রপুর আস্তাকুড় (ভাগার) সরানোর দাবিতে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসী

কলকাতা: আজ সকাল থেকে রামচন্দ্রপুর ভাগারের রাস্তায় এলাকাবাসীরা রাস্তায় বসে পড়েন এবং পৌরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়ি রাস্তার উপরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে।

দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষদের দাবি ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামচন্দ্রপুর ভাগার সরানোর জন্য জায়গা নির্ধারন করে দেন।তার সত্ত্বেও পানিহাটি পৌরসভা এই ভাগার সরানোর কোন রকম ব্যবস্থা করা হচ্ছে না।

রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা সিদ্ধার্থ মারিক বলেন,আমরা ভাগার অবরোধ করেছি কিন্তু রাস্তা অবরোধ করিনি। পৌরসভার গাড়ি গুলো এখানে রেখে চলে গেছে যাতে জনগনের অসুবিধা হয়।আমরা দুষণ মুক্ত পরিবেশ চাই।এই ভাগারের জন্য এলাকার অসংখ্য বয়স্ক মানুষ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। লোকাল কাউন্সিলর ও বিধায়ককে জানিয়েও কোনো রকম ফল আমরা পাচ্ছি না।

*गहरी नींद में सो गया संगीत का सरताजः राशिद खान को बंगाल में नहीं, उनके जन्मस्थान में किया जाएगा दफ़न*

मशहूर भारतीय शास्त्रीय गायक उस्ताद राशिद खान का लंबी बीमारी के बाद मंगलवार को यहां निधन हो गया। वह 55 साल के थे। संगीत के सरताज खान को ब्रेन स्ट्रोक के बाद अस्पताल में भर्ती कराया गया था। वह प्रोस्टेट कैंसर से भी जूझ रहे थे। लंबे समय से उनका इलाज चल रहा था। कोलकाता के पीयरलेस अस्पताल में अपराह्न 3.45 बजे उन्होंने अंतिम सांस ली। शास्त्रीय संगीत के सितारों में से एक राशिद खान को आज रवीन्द्र सदन में राष्ट्रीय सलामी के साथ विदाई दी गई। हालाँकि, उनके पार्थिव शरीर को उत्तर प्रदेश के बदायूँ में उनके जन्म स्थान पर दफनाया जाएगा।

दरअसल, शास्त्रीय गायक राशिद खान का संबंध उत्तर प्रदेश के बदायूं से था। लेकिन, उन्हें बंगाल से प्यार था इसलिए वो अपने अंतिम समय में यहीं रह गए। इसी बंगाल में उन्होंने अंतिम सासों ली। सहसवान-रामपुर घराने के शास्त्रीय गायक बदायूं के मूल निवासी उस्ताद राशिद हुसैन खां करीब 40 साल पहले कोलकता में जाकर बस गए थे। उस्ताद राशिद खां मूल रूप से बदायूं के कबूलपुरा के निवासी थे। यहां उनका पैतृक आवास है और यहीं उनका जन्म हुआ। राशिद खां के नाना सहसवान-रामपुर घराने के पद्मभूषण उस्ताद निसार हुसैन खां थे। इन्हीं से उन्होंने छह साल की उम्र में संगीत की शिक्षा ली। करीब 10 साल की उम्र में ही वह उस्ताद निसार खां के साथ कोलकाता चले गए थे और वहीं आईटीसी संगीत रिसर्च अकादमी में संगीत की तालीम ली।

जाने-माने शास्त्रीय संगीतज्ञ पंडित भीमसेन जोशी ने राशिद खान को भारतीय संगीत का भविष्य बताया था। उनके निधन पर प्रसिद्ध शास्त्रीय गायक पंडित अजय चक्रवर्ती ने कहा कि भारतीय संगीत जगत ने आज एक गुणी कलाकार को खो दिया है। राशिद खान की मेरे दिल में क्या जगह थी, उसे शब्दों से बयां नहीं कर सकता।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রামপুজোর পুলিশি অনুমতি না মেলায়, মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

কলকাতা: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন রাম পুজোর অনুমতি মিলছে না কলকাতার কালীঘাটে। বুধবার এই অভিযোগ তুলেই মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে। আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় খুলে যাবে রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হবে সেই অনুষ্ঠানে। ওই দিন দেশ জুড়ে একাধিক জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিনই কালীঘাটে ৬৬ পল্লী ক্লাবের কাছেও রাম পুজোর আয়োজন করতে চায় ‘কালীঘাট বহুমুখী সেবা সমিতি’। অভিযোগ, সেই পুজোতেই বাধ সাধছে পুলিশ।

ওই সমিতির পরিকল্পনা হল, আগামী ২২ জানুয়ারি সকাল থেকে এলইডি স্ক্রিনে অযোধ্যার অনুষ্ঠান দেখানো হবে। সেই সঙ্গে রাম পুজো, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এক মাস আগেই তারা আবেদন জানিয়েছিল পুলিশের কাছে। বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মামলার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে সোমবার শুনানির সম্ভবনা এই মামলার।

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা সুজয়কৃষ্ণ ভদ্রের

কলকাতা: কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেওয়া সঠিক হয়নি বলে পর্যবেক্ষণে জানালো বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

আদালত জানিয়েছে কণ্ঠ স্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।নমুনা পরীক্ষার জন্যে বিচারপতির অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ।

সেই মামলায় এই নির্দেশ। তবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের কিছু অধিকার থাকে। আইন অনুযায়ী তিনি এই নমুনা দিতে অস্বীকার করতে পারেন। কিন্তু ইডি বলে, আমরা তদন্ত শেষ করব কিভাবে। গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে। প্রতি পদে তদন্তে বাধা দেওয়া হচ্ছে। আমাদের তদন্তকারী আধিকারিকদের মারধর করা হচ্ছে। এফআইআর করা হচ্ছে। তারা বলে, কি ভুল আছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে। তিনি তো নির্দেশে লিখেছেন যে কণ্ঠ স্বরের নমুনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছাড়া বিচারপ্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না।

কিন্তু ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা সঠিক কাজ করেননি। ইডি যদি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহাকে অবগত না করে তাহলে তারা ভুল কাজ করেছে বলে পর্যবেক্ষণ বিচারপতির সৌমেন সেনের। তাঁর প্রশ্ন, একটি বেঞ্চে যখন মামলা বিচারাধীন আছে তখন সেই নির্দেশ বাস্তবায়িত করার নির্দেশ কেন অন্য বেঞ্চ দেবে। ইডির উচিত ছিল বিচারপতির তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হওয়া।

শেখ শাহজাহান কে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে মন্তব্য কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের তেতুলিয়া বাজারে একটি বিশেষ চাহিদা সম্পন্ন অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করলেন শেখ শাহজাহান কে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ১৩২ জনের হাতে ট্রাই সাইকেল সামগ্রিক তুলে দেন তিনি।

পাশাপাশি, সন্দেশখালির গ্রামবাসীদের হাতে ইডি আক্রান্তের ঘটনায় তিনি বলেন, রাজ্য কিছু করবে না, কেন্দ্র সরকার করবে। চলতি মাসের ৫ই জানুয়ারি সাত সকালে সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহাজানের বাড়িতে ৭ থেকে ৮ জনের ইডির প্রতিনিধি দল সহ বাহিনীর লোকজন গিয়ে ডাকাডাকি করার পর সারা শব্দের না মেলায় অবশেষে শাহজাহানের বাড়ির মূল গেটের তালা ভাঙতে গেলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়।

শাহাজান অনুগামীদের হাতে আক্রান্ত হন ৩ জন ইডি আধিকারিক তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, একাধিক গাড়ি ভাঙচুর চালায় ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট হয়ে যায়। আগামী লোকসভা ভোটে সন্দেশখালি তে বিজেপি প্রচুর ভোটে জিতবে বলে মন্তব্য করেন।

বাংলায় নয়, জন্মস্থানেই সমাধিস্থ করা হবে রশিদ খানকে

আজ রবীন্দ্র সদনে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের সঙ্গে শেষ বিদায় জানানো হল শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম নক্ষত্র রশিদ খানকে।

তবে উত্তরপ্রদেশের বদায়ুনে তাঁর জন্মস্থানেই সমাধিস্থ করা হবে তাঁর নশ্বর দেহ। সঙ্গীত জগতের পাশাপাশি গোটা বাংলা শোকে ভেঙে পড়েছে কারণ বাংলাকে ভালোবেসে এখানেই থেকে গিয়েছিলেন তিনি।

পঞ্চায়েত অফিসের পেছন থেকে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা কৃষি এবং বাস্তু জমির মাটি

এসবি নিউজ ব্যুরো: প্রকাশ্য দিনের বেলায় জেসিবি মেশিন লাগিয়ে পঞ্চায়েত অফিসের পেছন থেকে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা কৃষি এবং বাস্তু জমির মাটি। তারপর সেই মাটি পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কার বিভিন্ন ইটভাটা এবং টালিভাটাগুলোতে।

বেআইনিভাবে এই মাটি কাটার সাথে এবার নাম জড়ালো মুর্শিদাবাদের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের। মঙ্গলবার ওই পঞ্চায়েতের একটি জমি থেকে 'বেআইনিভাবে' মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ফারাক্কা থানার পুলিশ জয়রামপুর রেল ফাটক সংলগ্ন এলাকা থেকে ৪টি মাটি ভর্তি ট্রাক্টর, একটি খালি ট্রাক্টর ও একটি জেসিপি আটক করে। আটক করা হয় পাঁচ জন চালকেও।পুলিশ সূত্রে জানা যায় ওই চালক দের নাম মোহম্মদ জাকিরুল ইসলাম বাড়ি জয়রামপুর,হাফিজুল শেখ বাড়ি পাকুড়, রিজওয়ান পারভেজ পাকুড়, রহমাতুল্লাহ শেখ বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার দুর্গাপুর এলাকায়। ডালিম মিয়া বাড়ি ফরাক্কা রামরামপুর এলাকায়।বুধবার সকালে এই পাঁচ জনকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য তার দলবল নিয়ে পঞ্চায়েত অফিসের পেছনে রেল লাইন সংলগ্ন এলাকা থেকে জেসিবি মেশিন ব্যবহার করে জমি থেকে মাটি কেটে নিচ্ছে। এরপর সেই মাটি ট্রাক্টারে ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে ব্লকের বিভিন্ন ইটভাটাগুলোতে।পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ।

অনুমতি ছাড়াই সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কেটে পাচার

এসবি নিউজ ব্যুরো: পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের নেকড়বাগ এলাকায় রাজ্য সড়কের ধারে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো একাধিক পটাশ গাছ মঙ্গলবার বিকেলে এলাকার এক ব্যক্তি কেটে নিচ্ছিল।যদিও এলাকার মানুষজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাকে অনুমতি দিয়েছে গ্রাম পঞ্চায়েত।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৎপর গ্রাম পঞ্চায়েতের কর্মীরা তাদের দাবি তারা গাছ কাটার কোন অনুমতি দেয়নি।ছড়িয়ে পড়ে চাঞ্চল। সন্ধ্যা নাগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গাছগুলিকে আটক করে নিয়ে আসে। যদি এ বিষয়ে জারা অঞ্চল তৃনমূলের সভাপতি মুজিবুর রহমানের দাবি তাকেও গাছ কাটার এই ধরনের কোন অনুমতি দেওয়া হয়নি।তাই তারা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন।

গাছগুলি আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। বুধবার এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গাছ গুলিকে আটক করে নিয়ে গিয়েছে।