*শর্ত সাপেক্ষে নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় বসার অনুমতি কলকাতা হাইকোর্টের *
কলকাতা: শর্ত সাপেক্ষে আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, ৩০০ জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে কেউ থাকতে পারবেন না। বকেয়া ডি এ সহ এক গুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ এই ধর্না করতে চেয়ে হাইকোর্টে আসে।
দাবি তারা পুলিশ অনুমতি পায়নি। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতি বলেন, রেড রোডে রালি হচ্ছে। আপনারা ১৪৪ ধারার মধ্যে আপনারা ধর্নার অনুমতি দিলে নবান্ন বাস স্ট্যান্ডে নয় কেনো নেয়। মামলাকারিরা বলেন, রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্বেও ধর্নায় অনুমতি দিয়েছিল পুলিশ। যদিও রাজ্যের বক্তব্য, এই ভাবে ধর্না দিয়ে কোনো কাজের কাজ কিছু হয় না। ফের বিচারপতির মন্তব্য করেন, কে বলেছে হয় না।
স্কুল নিয়োগ নিয়ে ছেলে মেয়েরা ধর্নায় বসে আছে বলেই সরকারের প্রতিনিধি গিয়ে তাদের সঙ্গে দেখা করেছে। আলাপ আলোচনা হয়েছে। ডিএ আন্দোলনকারীদের আদালত বলে, নবান্নের কাছে বসতে হলে ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না। জাতীয় সড়কের উপর যাতে কোনও প্রভাব না পরে সেদিকেও খেয়াল রাখতে হবে। সর্বোপরি দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান আন্দোলন।
Dec 21 2023, 17:56