*সাঁওতালি ভাষায় "জবা বাহা" গল্পের বই লিখে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হচ্ছে টুরুয়াচাঁদ বাস্কে*
হলদিয়া: সারদাপ্রসাদ কিসকু স্মৃতি পুরস্কার,সাধুরামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার,শিক্ষারত্ন পুরস্কারের পর এবার ভারত সরকারের পক্ষ থেকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন শিক্ষক টুরিয়াচাঁদ বাস্কে। সেই বার্তা পাওয়ার পর খুশির হাওয়া রাজ্য,জেলার পাশাপাশি কর্মস্থল হলদিয়ার সুতাহাটার বাবুপুরে।
টুরিয়াচাঁদ বাস্কে শিক্ষকতার পাশাপাশি সাঁওতালি ভাষায় লেখালেখি করে থাকেন। সাঁওতালি ভাষায় একাধিক বই প্রকাশ পেয়েছে তাঁর লেখার মধ্যদিয়ে। তাঁর লেখা প্রেমের গল্পগুচ্ছ " জবা বাহা" মধ্যদিয়ে তিনি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৩ সম্মানে সম্মানিত হচ্ছেন। ২০ টি গল্প নিয়ে তারাসিঞ বাস্কে ( ছদ্দনাম) জবা বাহা বইটি সাঁওতালি ভাষায় প্রকাশিত হয়। গত আগষ্ট মাসে ভারত সরকারের সাহিত্য একাডেমির কাছে তাঁর লেখা বই " জবা বাহা" বইটি পৌঁছায়। তার পর বুধবার খুসির খবর পায় টুরিয়াচাঁদবাবু।
ইতিপূর্বে টুরিয়াচাঁদবাবু, ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের সাঁওতালি একাডেমির পক্ষ থেকে সারদা প্রসাদ কিসকু স্মৃতি পুরস্কারের পুরস্কৃত হয়েছেন, ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ বিভাগের পক্ষ থেকে সাধুরামচাঁদ মুর্মু স্মৃতি পুরস্কার, ২০২৩ সালে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হন। এবার ভারত সরকারের পক্ষ থেকে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হচ্ছেন।
ভারত সরকারের পক্ষ থেকে এই ধরনের সম্মানের বার্তা পাওয়ার পর খুবই খুশি টুরিয়াচাঁদবাবু। তিনি বলেন, স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি সাহিত্য নিয়ে চার্চা করে থাকি। সাঁওতালি ভাষায় বেশ কয়েকটি বই প্রকাশ পেয়েছে। এই ধরনের পুরস্কার আমাকে আগামীদিনে আরও বেশি করে লেখার উদ্যমী করে তুলবে।
টুরিয়াচাঁদবাবু হলদিয়ার সুতাহাটা ব্লকের বাবুপুর এগ্রিকালচারাল হাইস্কুলের একজন শিক্ষক। তাঁর এই সফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের শিক্ষক সুদীপ্ত সামন্ত জানান, টুরিয়াচাঁদবাবু একজন ভালো মনের মানুষ। ছাত্রছাত্রীদের যেমন স্নেহের সাথে পড়াশোনা করান তেমনি মনোযোগ দিয়ে সাহিত্য চর্চা করে থাকেন। একের পর এক সফল্যে আমরা ভীষণ খুশি ও আনন্দিত।।
Dec 20 2023, 19:52