লোকসভার শীতকালীন অধিবেশন থেকে ২ বিরোধী সাংসদ সাসপেন্ড
শীতকালীন অধিবেশনে ফের সাসপেন্ড করা হল দুই জন সাংসদকে। অসদাচরণের অভিযোগে সংসদের শীতকালীন অধিবেশনে আরও দুই বিরোধী সাংসদকে সাসপেন্ড করল লোকসভার স্পিকার । দুই সদস্য থমাস চাঝিকাদান ও এএম আরিফ কেরালার বাসিন্দা। চাঝিকাদান কেরালা কংগ্রেস (মণি) এবং এএম আরিফ সিপিএমের সদস্য। শীতকালীন অধিবেশন শেষ হবে ২২ ডিসেম্বর শুক্রবার। তারআগেই মোট ১৪৩ জন সাংসদ লোকসভা থেকে সাসপেন্ড হলেন। এর মধ্যে লোকসভার সাংসদ ৯৭ জন।
গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে ১৪ ডিসেম্বর ১৪ জন, সোমবার ৭৮ জন, মঙ্গলবার ৪৯ জন এবং আজ আরও দু'জন সংসদ সদস্যকে সাসপেন্ড করা হয়। গত ১৩ ডিসেম্বর লোকসভার নিরাপত্তা এড়িয়ে ২ জন অধিবেশন চলাকালীন সময় ঢুকে পড়ে। তাঁরা ক্যানিস্টার থেকে রঙিন ধোঁয়া বের করে লোকসভার মধ্যে। আর নিয়েই শুরু হয় তরজা । এরপর থেকেই সংসদের দুটি কক্ষে চলে লাগাতার বিরোধীদের বিক্ষোভ।তাদের দাবি, সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে ভাষণ দিতে হবে। সেই দাবির জেরেই একের পর এক সাংসদ লোকসভা এবং রাজ্য সভা থেকে সাসপেন্ড হচ্ছেন।
Dec 20 2023, 16:32