/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ বৈঠক শেষে মুখ খুললেন মমতা West Bengal Bangla
প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ বৈঠক শেষে মুখ খুললেন মমতা

মাত্র ২০ মিনিটেই শেষ হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা।

তিনি বলেন, '১০০ দিনের টাকা আমরা পাচ্ছি না।আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ১০০ দিনের কাজে একটা টাকাও দেয়নি কেন্দ্র রাজ্যকে। সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা দেয়নি কেন্দ্র। কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের মধ্যে বৈঠক হবে।'

বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব CID, সন্তোষ প্রকাশ BJP-র

এবার বিস্ফোরক তথ্য দিলেন বিজেপি নেতা অমিত মালব্য । তিনি আজ বুধবার এক টুইট বার্তায় লেখেন, ‘এটি বিচার বিভাগকে ভয় দেখানোর নির্লজ্জ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি অমৃতা সিনহার স্বামী অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র দে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাঁর ভাগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে জড়িত কেলেঙ্কারি সম্পর্কিত বেশ কয়েকটি মামলার শুনানি করছেন।'

তিনি আরো লেখেন, 'অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র দে-কে পশ্চিমবঙ্গ সিআইডি তলব করেছে এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য হয়রানি করেছে। এটি অত্যন্ত গুরুতর এবং বার কাউন্সিলকে অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে এটি লক্ষ্য করতে হবে।‘

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হলেন মমতা

অপেক্ষার অবসান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নতুন সংসদ ভবনে সকাল ১১ টায় বৈঠক হবে। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বাকি বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। ১৬ মাস পর হবে দুজনের মধ্যে বৈঠক। মমতা অভিষেক ছাড়াও আজকের বৈঠকে থাকবেন ২০ জন তৃণমূল সাংসদ।

*বেলা বাড়তেই শহরে শুরু মিটিং মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২০ শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে বেলা ১২টা ৩০-১ টার মধ্যে একটি মিছিল আর এস এন স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ১০০০-১৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেলা ১টা নাগাদ আর আর অ্যাভিনিউতে একটি মিটিং আছে। যেখানে ১০০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বেলা ১টা ৩০ নাগাদ রানী রাসমণি বাজার থেকে বিদ্যুৎ ভবন পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৩০০-৪০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

 এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*বঙ্গে শীতের দাপট! কত থাকবে তাপমাত্রা?জেনে নিন আজকের আবহাওয়া*


উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও দাপট দেখাচ্ছে শীত। কিছু কিছু জায়গায় তো উত্তরকেও টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে দক্ষিণ। হুড়মুড়িয়ে কমছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। হাওয়া অফিস পূর্বাভাস, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা ছিল তেমনই থাকবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিছুটা বাড়বে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করবে। ওদিকে জেলায় জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ১০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছে।

বড়দিনের সময়েও ঠান্ডার আমেজ কিছুটা কমলেও কমতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই। পুরুলিয়া, বাঁকুড়ার সহ পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। অন্যদিকে গত কয়েকদিন ধরে দার্জিলিং, কালিম্পঙে তুষারপাত চলছে। শৈলশহরে খুশির মেজাজে পর্যটকরা। 

*আজকের রাশিফল ২০ শে ডিসেম্বর (মঙ্গলবার)*


মেষ রাশিফল (Wednesday, December 20, 2023)

হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত কারণ এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয়, তার পাশাপাশি শারীরিক সমন্বয়কেও নষ্ট করবে। ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে।এটি আপনাকে যু্ক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। যদি আপনি কিছু ভালবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজন কে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে। নিয়মিত আপনার অর্ধাঙ্গীনীকে অবাক করে দিন; নচেৎ সে/তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন।

প্রতিকার :- বট গাছের গোড়ায় দুধ দান করুন এবং সেই ভেজা মাটির তিলক কোপারে পড়লে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

বৃষভ রাশিফল (Wednesday, December 20, 2023)

সন্ধ্যাবেলায় একটু আরাম করুন। দিনের শুরুটা ভাল হতে পারে তবে সন্ধ্যায় কোনও কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে। একে অপরের দৃষ্টিভঙ্গী বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন।সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে।

প্রতিকার :- তামার পাত্রে বা (সম্ভব হলে) সোনার পাত্রে জল রেখে সেটিকে পান করুন আনন্দময় এবং শান্তিপূর্ণ সংসার জীবন লাভ করতে।

মিথুন রাশিফল (Wednesday, December 20, 2023)

আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আজ, আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। ব্যাক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন- তাই আপনি এবং আপনার প্রি়য়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন। সুন্দর মানসিক অবস্থা অফিসে আপনার মেজাজ প্রফুল্ল রাখবে। ভবিষ্যৎ সম্ভাবনার জন্য আপনাকে নতুন যোগাযোগ বানাতে হবে। তারা পরিণামে আপনাকে পেশার উন্নতিসাধনে সাহায্য করবে। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন।

প্রতিকার :- মদ খাওয়া মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে তাই মদ খাওয়া এড়িয়ে চলুন এবং সংসারে খুশি বাড়ান।

কর্কট রাশিফল (Wednesday, December 20, 2023)

স্বাস্হ্য ভালোই থাকবে। আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। দিবাস্বপ্নে আপনার পতন অনিবার্য- নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থের কারণে পীড়িত হতে পারেন।

প্রতিকার :- দীন ও দরিদ্র কন্যা সন্তানদের দুধের প্যাকেট দান করলে আপনার ব্যবসায় দ্রুত বৃদ্ধি ঘটবে।

সিংহ রাশিফল (Wednesday, December 20, 2023)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবে এবং আনন্দ আনবে। অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণাপোষণ করেন। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান, যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনও শব্দ উচ্চারন করবেন না ।

প্রতিকার :- রুপার চুড়ি বা কড়া পরলে আপনার প্রেম জীবন স্মরণীয় হয়ে থাকবে।

কন্যা রাশিফল (Wednesday, December 20, 2023)

আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্ম বিশ্বাসই হল বীরত্বের সারবত্তা। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না-আপনার অন্যদেরকে রাজী করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে। আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে; শুধুমাত্র এটা অনুভব করুন। আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন। কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

প্রতিকার :- শুদ্ধ মধু সেবন শরীরের পক্ষে ভালো।

তুলা রাশিফল (Wednesday, December 20, 2023)

আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনও অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরষ্কৃত করবে। বরফের মতো আশংকা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে। আজ আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন। আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না আজকে আপনি এই অভযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন। আজ, আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন।

প্রতিকার :- পেশাদারী জীবনের সাফল্যের জন্য বাড়ি থেকে বেরনোর আগে গুড় দিয়ে জল খান।

বৃশ্চিক রাশিফল (Wednesday, December 20, 2023)

আপনার রসিক আত্মীয়স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্খিত মুক্তির স্বাদ দেবে। এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। আপনার বাবার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। পিতামাতার স্বাস্হ্যের উন্নতি হবে এবং তাঁরা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবেন। যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন। এ কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘন্টাখানেক কথা বলতে পারেন। বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে। যদি কোন ক্ষেত্রে আপনি কোন বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূতোপম দিকটি দেখাবে।

প্রতিকার :- কর্ম জীবনে ভালো ফল লাভের জন্য জীবনে ঘটে চিওলা বিষয় গুলিকে ভগবানের কৃপা বলে মনে করুন ও নিজের মনুষত্ব বোধ জাগিয়ে তুলুন।

ধনু রাশিফল (Wednesday, December 20, 2023)

আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না। আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যিই সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন।

প্রতিকার :- বাড়িতে কোনো আবর্জনা ও লোহা চূর্ণ জমতে দেবেন না, মূলতঃ ওপরের তাকে। এর ফলে আপনার কর্ম জীবনে অনেক উন্নতি হবে।

মকর রাশিফল (Wednesday, December 20, 2023)

আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্যও দিনটি ভালো। যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে, তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে। আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন। একাকীত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাঁদেরকে উপযুক্ত অনুভব করতে দিন। আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি। আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে- কারণ আপনার প্রি়য়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য আজকে মুগ্ধ হতে পারেন। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।

প্রতিকার :- তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান।

কুম্ভ রাশিফল (Wednesday, December 20, 2023)

যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালি জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনা কারণ হতে পারে। আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন, অফিসে সেই ধরনের কাজ আজ আপনি পেতে পারেন। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন।

প্রতিকার :- অভাবী হিজড়ে বর্গের মানুষদের সাহায্য করলে আপনার প্রেম জীবনে উন্নতি হবে।

মীন রাশিফল (Wednesday, December 20, 2023)

স্বাস্হ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে, কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হোন। আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যধিক খরচ করায় লাগাম দিন। ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত। কোন আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে- বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশলী হাতে না সামলান। আজকের রাত এর খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরো সময় দেওয়া দরকার। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন, এর ফলে আপনি ভালো স্বাস্থ অধিকার করবেন।

*রাহুল নয়! কে হলেন INDIA জোটের মুখ*


আজ চতুর্থবার বৈঠকে বসেছিল ইন্ডিয়া জোট। অবশেষে এই বৈঠকের তথ্য এল সামনে। শোনা যাচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল আগামী প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন। বিরোধীদের পদপ্রার্থী হিসেবে দলিত সম্প্রদায়ের মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হয় বলে জানা গেছে। তবে এদিন বৈঠকের পর খাড়গে বলেন, 'আগে তো জিতি, তার পরে দেখা যাবে।'আগামী ৩১ শে জানুয়ারি থেকে শুরু হবে INDIA জোটের প্রচার। 

দীর্ঘ সাড়ে তিন মাসে এদিন দিল্লিতে বসেছিল বিরোধী জোট 'ইন্ডিয়া'র বৈঠক। ওই বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ, ডিএমকে-সহ ২৮ দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। মধ্য ভারতের তিন রাজ্যে ব্যাপক ভরাডুবির কারণে বৈঠকে আর দাদাগিরি দেখানোর পথে হাঁটেননি কংগ্রেস নেতারা। সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, খাড়গেরা অনেকটাই ছিলেন। বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বৈঠকে তিন রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তের পিছনে ইভিএমের কারচুপি থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন অনেকেই। ইভিএমের পাশাপাশি সংসদের শীতকালীন অধিবেশনে পর পর দুই দিন যেভাবে ইন্ডিয়া জোটের সাংসদদের গণহারে সাসপেন্ড করা হয়েছে তা নিয়েও আলোচনা হয়।

বিজেপির পক্ষ থেকে বার বারই ইন্ডিয়া জোটকে খোঁচা মেরে জানতে চাওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প মুখ কে? জোটের একাধিক নেতার প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাশা রয়েছে বলেও টিপ্পনি কাটা হয়েছে। 

বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে যাঁর নাম নিয়ে জোর চর্চা চলছে সেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে মাস্টারস্ট্রোক দেন। প্রধানমন্ত্রী হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেন তিনি। সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব সমর্থন করেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার অন্যতম দাবিদার তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, '২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে মোদির বিকল্প হিসাবে তুলে ধরা রাহুল গান্ধিকে যে তাঁরা চান না, তা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন মমতা-কেজরিওয়াল।'

বিমানবন্দরে কিডন্যাপিং কাণ্ডের মূল পাণ্ডাকে হরিয়ানা থেকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ

কলকাতা : ২০২২ সালে কিডনাপিং হরিয়ানার বাসিন্দা অভিযোগ করেন তার ছেলে কিডন্যাপিং হয় এয়ারপোর্ট থেকে। এরপরে তদন্ত নেমে ওই ব্যক্তির ছেলের সাথে আরও ৯ জনকে নিউটাউন থেকে উদ্ধার করে। পরবর্তীতে ১১জনকে গ্রেফতার করা হয়। ১৭ তারিখ ঘটনার মূল চক্রীকে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয়।নাম প্রাভিন কুমার।

বিদেশে চাকরি দেওয়ার নামে দেশের বিভিন্নপ্রান্তের যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের কলকাতা বিমানবন্দর থেকে নকল বোডিং পাস বিদেশে যাওয়ার ব্যবস্থা করত। কলকাতা বিমানবন্দরে সেই নকল বোডিং পাস ধরা পড়লে ওই যুবকদের নিয়ে নিউটাউনে একটি জায়গায় বন্ধ করে রাখাতো। সেখান থেকে ওই যুবকদের বাড়িতে ফোন করে আরও টাকা চাওয়া হত। হরিয়ানার বাসিন্দা এরপরেই বিধাননগর এন এস সিবিআই থানায় অভিযোগ করেন।

এরপরে নিউটাউন থেকে অপহৃতদের উদ্ধার করেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় থেকে ১১জনকে গ্রেফতার করে। এরপর গত ১৭তারিখ হরিয়ানার পানিপথের সেওয়া গ্রাম থেকে এই ঘটনার মূল পাণ্ডা প্রাভিন কুমারকে গ্রেফতার করা হয়। তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে রাজ্যে নিয়ে আসা হয়। তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে ৭দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪এ, ৩৬৫, ৪২০, ১২০বি ধারায় মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাভিন হরিয়ানার গ্যাংস্টার মনোজ বাবার মূল সহযোগী। এই দুস্কৃতিকে গ্রেফতার করতে বেশ কয়েকবার তল্লাশি অভিযান চালানো হয় শেষমেশ সফল হয় বিধাননগর পুলিশের এন এস সিবিআই থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে হরিয়ানায় একাধিক অভিযোগ রয়েছে।

সংসদ হামলায় গ্রেপ্তার ললিত ঝাঁর তদন্তে সবরকম সহযোগিতা করছে কলকাতা পুলিশ, জানালেন কলকাতার নগরপাল

কলকাতা: সংসদ হামলায় গ্রেপ্তার ললিত ঝাঁর তদন্তে সবরকম সহযোগিতা করছে কলকাতা পুলিশ, জানালেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল।ললিত ঝাঁ দীর্ঘদিন বৈধ নথি ছাড়াই কলকাতায়। কীভাবে? এবিষয়ে কি কলকাতা পুলিশ কোনো তদন্ত করছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,এই ব্যাপারে আমরা নজর রাখছি। তদন্তকারীদের সঙ্গে আমরা সহযোগিতা করছি। আর যা যা প্রয়োজন, সেবিষয়েও সহযোগিতা করা হবে।

সংসদ হানার পর রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, আমরা খুব এলার্ট। নিরাপত্তা নিয়ে সবসময় আমরা রিভিউ করি। শুধু বিধানসভা নয়, নবান্ন, মহাকরণ, হাইকোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ন জায়গায় আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজার্ভ ফোর্স, লোকাল পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করে সারা বছর। প্রতিটা ঘটনা আমাদের নতুন কিছু শেখায়। সংসদ হানায় কলকাতা যোগের ঘটনা আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। সেটা মাথায় রেখে চলব আমরা।

আমাদের শহর অত্যন্ত নিরাপদ শহর। ক্রাইম রেট কম। কলকাতার সুনাম আছে। আমরা নানা পরিকল্পনার মাধ্যমে অনভিপ্রেত ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করি। বড়দিন ও বর্ষবরণে পর্যাপ্ত পুলিশি ব্যাবস্থা থাকবে।

INDIA জোট বৈঠকে আসন রফা নিয়ে জোট শরীকদের নমনীয় হওয়ার নির্দেশ কংগ্রেসের

প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। তার পর বৈঠক হয় বেঙ্গালুরু এবং মুম্বইয়ে। চতুর্থ বারের জন্য বৈঠকের আসর বসল দিল্লিতে। দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA'র চতুর্থ সেই বৈঠক এখন চলছে দিল্লির অশোকা হোটেলে। সেই বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কেননা এই বৈঠকেই ২৪'র ভোটযুদ্ধে জোট শরিকদের মধ্যে আসন রফা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সংযুক্ত জনতা দলের নীতিশ কুমার, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এরা সকলেই চেয়েছিলেন সেপ্টেম্বর মাসেই এই আসন রফার সূত্র বার করে নিতে। কিন্তু তখন তা কানে দেয়নি কংগ্রেস। এখন ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে হেরে তাঁদের আর দর কষাকষির জায়গা নেই। আর তাই এদিনের বৈঠকে তাঁরা আসন রফা নিয়ে জোট শরিকদের নমনীয়তার ইঙ্গিতই দিল কংগ্রেস ।

জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে এই INDIA জোটের বৈঠকেই বিরোধী দলগুলির মধ্যে আসন রফার বিষয়টি চূড়ান্ত হতে পারে। তিন রাজ্যের ভোটে কংগ্রেসের শোচনীয় পরাজয় এবং ব্যর্থতা নিয়ে শরিক দলগুলি জোটের নেতৃত্বে হাত শিবিরকে মানবে না কি, নিজেদের দাবিদাওয়া তুলে ধরবে, তা-ও এই বৈঠক থেকেই অনেকটা স্পষ্ট হবে। তবে তৃণমূলের মতো দলগুলি অনেক দিন ধরেই দাবি করে আসছে যে, যে রাজ্যে যে দল শক্তিশালী, সেই দলের নেতৃত্বে জোট হোক। তবে কেরল, পঞ্জাব কিংবা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যে খানে শরিক দলগুলি রাজ্যস্তরে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, সেখানে জোট নির্বিঘ্নে হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মমতা অবশ্য আগেই বাংলা নিয়ে জানিয়ে দিয়েছেন, তাঁর দরজা খোলা। তিনি আলোচনার জন্য প্রস্তুত বাম ও কংগ্রেস উভয়ের সঙ্গেই। সেই সঙ্গে কৌশলে কংগ্রেসকে মমতা এও জানিয়ে দিয়েছেন যে, বাংলায় কংগ্রেসের মাত্র দু'টি আসন জেতা রয়েছে। তাই তিনি ২টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে পারবে না। বামেরা অবশ্য মমতা বা তৃণমূলের সঙ্গে জোট না গড়ারই পক্ষপাতী।

তবে সূত্রে জানা গিয়েছে, এদিন INDIA জোটের বৈঠকে তিন রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির কাছে হারের পরে 'একলা চলো' নীতি থেকে সরে আসার বার্তা দিয়েছে কংগ্রেস। শুধু তাই নয়, আসন রফা নিয়েও তাঁরা শরিক দলগুলিকে নমনীয় হওয়ারই ইঙ্গিত দিয়েছে। আগামী লোকসভা ভোটে বিভিন্ন রাজ্যে সহযোগী দলগুলির সঙ্গে আসন সমঝোতার লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গড়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস।