সংসদ হামলায় গ্রেপ্তার ললিত ঝাঁর তদন্তে সবরকম সহযোগিতা করছে কলকাতা পুলিশ, জানালেন কলকাতার নগরপাল
কলকাতা: সংসদ হামলায় গ্রেপ্তার ললিত ঝাঁর তদন্তে সবরকম সহযোগিতা করছে কলকাতা পুলিশ, জানালেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল।ললিত ঝাঁ দীর্ঘদিন বৈধ নথি ছাড়াই কলকাতায়। কীভাবে? এবিষয়ে কি কলকাতা পুলিশ কোনো তদন্ত করছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,এই ব্যাপারে আমরা নজর রাখছি। তদন্তকারীদের সঙ্গে আমরা সহযোগিতা করছি। আর যা যা প্রয়োজন, সেবিষয়েও সহযোগিতা করা হবে।
সংসদ হানার পর রাজ্য বিধানসভার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, আমরা খুব এলার্ট। নিরাপত্তা নিয়ে সবসময় আমরা রিভিউ করি। শুধু বিধানসভা নয়, নবান্ন, মহাকরণ, হাইকোর্ট সহ সমস্ত গুরুত্বপূর্ন জায়গায় আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে রিজার্ভ ফোর্স, লোকাল পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে কাজ করে সারা বছর। প্রতিটা ঘটনা আমাদের নতুন কিছু শেখায়। সংসদ হানায় কলকাতা যোগের ঘটনা আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। সেটা মাথায় রেখে চলব আমরা।
আমাদের শহর অত্যন্ত নিরাপদ শহর। ক্রাইম রেট কম। কলকাতার সুনাম আছে। আমরা নানা পরিকল্পনার মাধ্যমে অনভিপ্রেত ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করি। বড়দিন ও বর্ষবরণে পর্যাপ্ত পুলিশি ব্যাবস্থা থাকবে।
Dec 19 2023, 18:42