*বৃহত্তর আন্দোলনের পথে হলদিয়া বন্দরের শ্রমিকরা, মমতা ও অভিষেকের দ্বারস্থ হওয়ারও ঘোষনা*
হলদিয়া: দীর্ঘ প্রায় ২০,২৫ বছর ধরে হলদিয়া বন্দরের কার্গো লোডিং ও আনলোডিংয়ের কাজের সাথে যুক্ত ছিলো ফাইভস্টার সংস্থার কয়েকশো শ্রমিক। সম্প্রতি তাদের কাজ দেওয়া হচ্ছে না। গেট পাস কেড়ে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার হলদিয়া বন্দরের গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিবাদ সভায় ফাইভস্টার সংস্থার কয়েকশ শ্রমিক।
তাদের অভিযোগ, তাদের কাজ না দিয়ে অন্য সংস্থাকে কাজ দেওয়া হচ্ছে, দীর্ঘ ২০,২৫ বছর কাজ করেও এখন তারা কাজ পাচ্ছে না। ফলে বেশ সমস্যায় পড়েছে শ্রমিকরা। তাদের যাতে কাজ দেওয়া হয় তার দাবি জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের কাছে। এদিন হলদিয়া বন্দরের ১ নম্বর গেটের সামনে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে।
আগামীদিনে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবনেও বিক্ষোভ প্রদশর্নের চিন্তাভাবনার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার চিন্তাভাবনা করছে শ্রমিকরা। বন্দর কর্তৃপক্ষ যদি তাদের দাবিদাওয়া মান্যতা না দেয় তাহলে পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে।
এই বিষয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি।
Dec 19 2023, 15:26