/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz লোকসভা থেকে সাসপেন্ড হলেন ৪৯ জন সাংসদ West Bengal Bangla
লোকসভা থেকে সাসপেন্ড হলেন ৪৯ জন সাংসদ

মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লা আরও ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন। এর ফলে এই অধিবেশনে মোট সাসপেন্ড সাংসদের সংখ্যা দাঁড়াল ১৪১ জন। সোমবার লোকসভার ৩৩ জন এবং রাজ্যসভার ৩৫ জন সহ মোট ৭৮ জন সদস্যকে সংসদের শীতকালীন অধিবেশনের বাকি অংশ থেকে সাসপেন্ড করা হয়।

ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ, কংগ্রেস নেতা শশী থারুর, কার্তি চিদাম্বরম, এনসিপির সুপ্রিয়া সুলে এবং সমাজবাদী পার্টির ডিম্পল যাদবকে সাসপেন্ড করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রসঙ্গত , গত ১৩ ডিসেম্বর লোকসভার নিরাপত্তা এড়িয়ে ২ জন অধিবেশন চলাকালীন সময় ঢুকে পড়ে। তাঁরা ক্যানিস্টার থেকে রঙিন ধোঁয়া বের করে লোকসভার মধ্যে। আর নিয়েই শুরু হয় তরজা । এরপর থেকেই সংসদের দুটি কক্ষে চলে লাগাতার বিরোধীদের বিক্ষোভ।তাদের দাবি, সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে ভাষণ দিতে হবে। সেই দাবির জেরেই একের পর এক সাংসদ লোকসভা এবং রাজ্য সভা থেকে সাসপেন্ড হচ্ছেন।

৫৭ টি হাতির দাঁত পুড়িয়ে ফেললো বনদপ্তর

বাঁকুড়াঃ রাজ্যে প্রথম ও সম্ভবত দেশেও এই প্রথমবার একসঙ্গে ৫৭ টি হাতির দাঁত নষ্ট করে ফেললো বনদপ্তর। মঙ্গলবার বন দপ্তরের কড়া নজরদারিতে বড়জোড়ার একটি বেসরকারী কারখানার চুল্লিতে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে ফেলা হলো। উপস্থিত ছিলেন মুখ্য বনপাল (মধ্য সার্কেল) কুণাল ডাইভাল, ডিএফও উমর ইমাম, পাঞ্চেত বন বিভাগের বনাধিকারিক অঞ্জন গুহ, উত্তর ও দক্ষিণ বন বিভাগের বনাধিকারিক, জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী, স্থানীয় বিধায়ক সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, গত কয়েক দশক ধরে দলমার দামালদের অবাধ আনাগোনা শুরু হয়েছে বাঁকুড়ার জঙ্গলে। মূলত খাবারের খোঁজেই হাতির দল হাজির হয় এখানে। তারই মাঝে অসুস্থতা, বার্ধক্যজনিত ও অন্যান্য কারণে প্রায় প্রতিবছর বাঁকুড়ার জঙ্গলে হাতি মৃত্যুর ঘটনা ঘটে। বনদপ্তরে র পক্ষ থেকে মৃত ওই হাতি গুলির দেহ সৎকারের পাশাপাশি দাঁত গুলিও সংরক্ষণ করে রাখা হতো। বিগত ১০ বছর ধরে বাঁকুড়া উত্তর, দক্ষিণ ও পাঞ্চেত বন বিভাগের মোট ৫৭ টি হাতির দাঁত বন দপ্তরে মজুত ছিল। বণ্যপ্রাণ আইন অনুযায়ী এদিন সংগৃহিত সমস্ত হাতির দাঁত পুড়িয়ে ফেলা হলো বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।

দেনার দায়ে আত্মহত্যা করলেন পুলিশ কনস্টেবল

মাথায় ছিল বিশাল পরিমাণে লোনের বোঝা। দায় পূরণ না করতে পাড়ায় নিতে হল চরম সিদ্ধান্ত। হরিদেবপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ। দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন পর্ণশ্রী থানার কনস্টেবল পুলক দত্ত। প্রাথমিক তদন্তে এমনটাই দাবি পুলিশের।

জানা গিয়েছে যে, হরিদেবপুরের ওই ভাড়া বাড়িতে বছর দুয়েক ধরে একাই থাকতেন। গতকাল বারবার ডাকা সত্ত্বেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ মেলে।

বন্যায় তামিলনাড়ুতে প্রাণ হারালেন ৩জন, আটকে পড়েছে ৫০০ ট্রেনযাত্রী

অতিভারী বৃষ্টির জেরে বন্যার কবলে তামিলনাড়ু। দফায় দফায় ভারী বৃষ্টিতে বানভাসি দক্ষিণ তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা। এই দুর্যোগের কারণে মঙ্গলবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ভারি বৃষ্টিতে ভেসে গিয়েছে তামিলনাড়ুর তুতিকোরিন জেলার শ্রীবৈকুন্তম রেলওয়ে ষ্টেশন। ট্রেনের ট্র্যাক ক্ষতিগ্রস্থ হওয়ায় গত ২৪ ঘন্টায় প্রায় ৫০০ যাত্রী আটকা পড়েছেন। ভারতীয় বিমান বাহিনী আটকে পড়া ট্রেন যাত্রীদের জন্য এয়ার ড্রপিং ত্রাণ সামগ্রী সরবরাহ শুরু করেছে । অসুস্থ যাত্রীদের আইএএফ হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

থুথুকুডির ভাসাভাপ্পাপুরম এলাকা থেকে বন্যাকবলিত মানুষদের উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এখনও পর্যন্ত ১১৮ জনকে উদ্ধার করা হয়েছে। চেন্নাইয়ের প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, থুথুকুডির কাছে ৫৪ জন মহিলা, এক গর্ভবতী মহিলা এবং ১৯ টি শিশু সহ ১০০ জনেরও বেশি লোককে উদ্ধারে সহায়তা করেছে সেনা জওয়ানরা। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে রাজ্যের দক্ষিণাঞ্চলের বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ১৯ ডিসেম্বর সময় চেয়েছেন। কন্যাকুমারী, থুথুকুডি, তেনকাসি এবং তিরুনেলভেলি দক্ষিণের চারটি জেলা অতি ভারী বৃষ্টিপাতের দ্বারা প্রভাবিত হয়েছে।

বর্তমানে তামিলনাড়ুর সরকার প্রতিবেশী জেলাগুলি থেকে খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে ১৮ টি ট্রাক তুতিকোরিনে মোতায়েন করেছে এবং বন্যা কবলিত জেলাগুলিতে আরও তিনটি এনডিআরএফ দল পাঠানো হয়েছে। এই বন্যার জেরে মঙ্গলবার রাজভবনে জরুরি বৈঠত ডেকেছেন রাজ্যপাল আরএন রবি।

পর পর দু’বার ভূমিকম্প, চিনে মৃতের সংখ্যা প্রায় ১১৬

একবার নয় পর পর দু বার ভূমিকম্পে কেঁপে উঠলো চিন। ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে চিন। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১৬ জন এবং বহু মানুষ জখম হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ভূমিকম্পটি প্রথম অনুভূত হয় উত্তর চিনে। ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর চিনের গানসু ও কিউইনঘাই প্রদেশ। গানসু প্রদেশে প্রাণহানির সংখ্য়া বেশি। উত্তর চিনের গানসু প্রদেশে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ জন। ওদিকে পড়শি কিউইনঘাই প্রদেশের হায়ডং শহরে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন। দুই প্রদেশ মিলিয়ে আহতের সংখ্যা প্রায় ৪০০। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২ । এই জোরালো ভূমিকম্পের পরেই ফের আরও একবার ভূমিকম্পে কেঁপে উত্তর চিন। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৫.৫ । পর পর দুই বার জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে চিন। প্রায় ৪০০০ বাড়ি ভেঙে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেটও। যারফলে উদ্ধার করতে বেশ সময় লাগছে। মনে করা হচ্ছে উদ্ধারকাজ শেষ হলে আরও বাড়বে নিহতের সংখ্যা।

তবে এই প্রথম নয় এরআগেও চিনে এমন ভূমিকম্পের ঘটনা ঘটেছে । গত ২০২২ সালে ২০২২ সালে চিনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রা ভূমিকম্প হয়। যাতে প্রাণ হারান কমপক্ষে ১০০ জন। তবে এবার সেই রেকর্ড ভেঙে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।

*এড়িয়ে যাবেন কোন রাস্তা? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১৯ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে আজ দুপুর ১ টা নাগাদ মৌলালি ক্রসিং থেকে হবস স্ট্রিট পর্যন্ত একটি মিছিল আছে। যেখান ৫০০-৬০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই জমায়েতের জন্য যাতে কোন অসুবিধা না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  ে

*দক্ষিণে পারা পতন, জেনে নিন আজকের আবহাওয়া*


রাজ্য জুড়ে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কম। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। উত্তর থেকে দক্ষিণ ডিসেম্বরেই শীতের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে।

দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর থেকে রাজ্যে আরও কমবে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ কার্যত পরিষ্কার থাকবে। 

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করবে। ওদিকে জেলায় জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ১০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপটে কাবু মানুষজন।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে আরও জাঁকিয়ে বসবে শীত।

*১৩ তম বর্ষে বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা উদ্বোধন*


উত্তর ২৪ পরগনা: বসিরহাটের প্রান্তিক মাঠে ১৩ তম বর্ষের বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা উদ্বোধন হল। উদ্বোধন করেন কৃষি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র সহ স্থানীয় নেতৃবৃন্দ । এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,৩৪ বছর পর বাংলাকে স্বাধীন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওনার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত কংগ্রেসকে। পাকিস্তানের মিলিটারি শাসন চলেছে। ভারতবর্ষের রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেওয়ার কথা বারবার বলা হচ্ছে এটা চলতে পারে না।

বিজেপিকে ক্ষমতাচ্যুত করতেই হবে। দিল্লিতে কেন্দ্রের বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ ৩৩ জন সংসদ থেকে বহিষ্কার প্রসঙ্গে বলেন, আজ গণতন্ত্রে ইতিহাসে এটা একটি বিরল ঘটনা। এক দলীয় শাসনব্যবস্থা চলতে পারে না। ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে শিকড়ের রন্ধে রন্ধে গণতন্ত্রের কথা বলা আছে, একদিন মানুষ তাদেরকে ক্ষমতা থেকে নামাবেই।তার সময় আর বেশি দেরি নেই। পাশাপাশি, তিনি জানান আগামীকাল জোটের বৈঠক ফলপ্রসু হবে বলে আশাবাদী।

*জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ, আদিবাসী এলাকার বাড়ি বাড়ি ঘুরে বিশেষ "দুয়ারে সরকার'ক্যাম্প*


 এসবি নিউজ ব্যুরো: বাজছে ঢাক। গ্রামের লোক বিভিন্ন সরকারি পরিষেবা নিতে জমা হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গনে, সেখানে এসেও লোক শিল্পীদের গাওয়া গান শুনছেন সাথে মিলছে পরিষেবা। শীতের দুপুরে এভাবেই উৎসবের চেহারায় চলছে দুয়ারে সরকার। কোথাও বিডিও কিংবা এসডিও নিজেই পৌঁছে যাচ্ছেন আদিবাসী অধ্যুষিত বাড়িতে।

খোঁজখবর নিচ্ছেন সমস্ত পরিষেবা মিলেছে কিনা। না মিললে সমস্যা কোথায় তা সাথে থাকা সরকারি আধিকারিকদের লিপিবদ্ধ করনের মধ্যেই মিলছে সমাধান। 

 আজ নদীয়ার রানাঘাট উত্তর-পশ্চিম ৮৭ নং বিধানসভার শান্তিপুর ব্লকের আরবান্দি ২ নম্বর পঞ্চায়েতের আড়পাড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের উৎসবের চেহারায় এমনই এক সরকারি পরিষেবা প্রদানের আয়োজন করা হয়। মহকুমা শাসক আইএএস রৌনক আগরওয়াল সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান জি আর রহমান শাহ, উপপ্রধান খোকন মুন্ডা, পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম বিশ্বাস প্রমুখ।

প্রসঙ্গত, সারা রাজ্য ব্যাপি চলছে, অষ্টম দুয়ারে সরকার। চলতি বছরে ৩০ শে ডিসেম্বর কর্মসূচি প্রথমার্ধ হবে যা চলবে ৩১ শে জানুয়ারি পর্যন্ত। এবারের কর্মসূচিতে মোট ৩৬ টি পরিষেবা পাওয়া যাচ্ছে।

*Where, when will the first season of the tournament begin?*

Sports News

 SBNB : The first edition of the FIFA Club World Cup expanded to the United States will be held from June 15 to July 13, 2025, soccer's world governing body said on Sunday. According to FIFA, there will be a significant gap between the final match of the tournament and the start of the domestic league.

The first edition of the FIFA Club World Cup expanded to the United States will be held from June 15 to July 13, 2025, soccer's world governing body said on Sunday.FIFA said the 32-team tournament, which will officially be called the Mundial de Clubes.

The tournament will be organized in accordance with the international match calendar. There will be a considerable gap between the final match of the tournament and the start of the domestic league.

 Pic Courtesy by: X