/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz পর পর দু’বার ভূমিকম্প, চিনে মৃতের সংখ্যা প্রায় ১১৬ West Bengal Bangla
পর পর দু’বার ভূমিকম্প, চিনে মৃতের সংখ্যা প্রায় ১১৬

একবার নয় পর পর দু বার ভূমিকম্পে কেঁপে উঠলো চিন। ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে চিন। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১৬ জন এবং বহু মানুষ জখম হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ভূমিকম্পটি প্রথম অনুভূত হয় উত্তর চিনে। ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর চিনের গানসু ও কিউইনঘাই প্রদেশ। গানসু প্রদেশে প্রাণহানির সংখ্য়া বেশি। উত্তর চিনের গানসু প্রদেশে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ জন। ওদিকে পড়শি কিউইনঘাই প্রদেশের হায়ডং শহরে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন। দুই প্রদেশ মিলিয়ে আহতের সংখ্যা প্রায় ৪০০। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২ । এই জোরালো ভূমিকম্পের পরেই ফের আরও একবার ভূমিকম্পে কেঁপে উত্তর চিন। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৫.৫ । পর পর দুই বার জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে চিন। প্রায় ৪০০০ বাড়ি ভেঙে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেটও। যারফলে উদ্ধার করতে বেশ সময় লাগছে। মনে করা হচ্ছে উদ্ধারকাজ শেষ হলে আরও বাড়বে নিহতের সংখ্যা।

তবে এই প্রথম নয় এরআগেও চিনে এমন ভূমিকম্পের ঘটনা ঘটেছে । গত ২০২২ সালে ২০২২ সালে চিনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রা ভূমিকম্প হয়। যাতে প্রাণ হারান কমপক্ষে ১০০ জন। তবে এবার সেই রেকর্ড ভেঙে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।

*এড়িয়ে যাবেন কোন রাস্তা? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১৯ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে আজ দুপুর ১ টা নাগাদ মৌলালি ক্রসিং থেকে হবস স্ট্রিট পর্যন্ত একটি মিছিল আছে। যেখান ৫০০-৬০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই জমায়েতের জন্য যাতে কোন অসুবিধা না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

  ে

*দক্ষিণে পারা পতন, জেনে নিন আজকের আবহাওয়া*


রাজ্য জুড়ে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কম। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। উত্তর থেকে দক্ষিণ ডিসেম্বরেই শীতের কাঁপুনি শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে।

দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর থেকে রাজ্যে আরও কমবে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ কার্যত পরিষ্কার থাকবে। 

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করবে। ওদিকে জেলায় জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ১০ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপটে কাবু মানুষজন।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে আরও জাঁকিয়ে বসবে শীত।

*১৩ তম বর্ষে বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা উদ্বোধন*


উত্তর ২৪ পরগনা: বসিরহাটের প্রান্তিক মাঠে ১৩ তম বর্ষের বসিরহাট সংস্কৃতি ও স্বাস্থ্য মেলা উদ্বোধন হল। উদ্বোধন করেন কৃষি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র সহ স্থানীয় নেতৃবৃন্দ । এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,৩৪ বছর পর বাংলাকে স্বাধীন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওনার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত কংগ্রেসকে। পাকিস্তানের মিলিটারি শাসন চলেছে। ভারতবর্ষের রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেওয়ার কথা বারবার বলা হচ্ছে এটা চলতে পারে না।

বিজেপিকে ক্ষমতাচ্যুত করতেই হবে। দিল্লিতে কেন্দ্রের বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ ৩৩ জন সংসদ থেকে বহিষ্কার প্রসঙ্গে বলেন, আজ গণতন্ত্রে ইতিহাসে এটা একটি বিরল ঘটনা। এক দলীয় শাসনব্যবস্থা চলতে পারে না। ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে শিকড়ের রন্ধে রন্ধে গণতন্ত্রের কথা বলা আছে, একদিন মানুষ তাদেরকে ক্ষমতা থেকে নামাবেই।তার সময় আর বেশি দেরি নেই। পাশাপাশি, তিনি জানান আগামীকাল জোটের বৈঠক ফলপ্রসু হবে বলে আশাবাদী।

*জেলা প্রশাসনের অভিনব উদ্যোগ, আদিবাসী এলাকার বাড়ি বাড়ি ঘুরে বিশেষ "দুয়ারে সরকার'ক্যাম্প*


 এসবি নিউজ ব্যুরো: বাজছে ঢাক। গ্রামের লোক বিভিন্ন সরকারি পরিষেবা নিতে জমা হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গনে, সেখানে এসেও লোক শিল্পীদের গাওয়া গান শুনছেন সাথে মিলছে পরিষেবা। শীতের দুপুরে এভাবেই উৎসবের চেহারায় চলছে দুয়ারে সরকার। কোথাও বিডিও কিংবা এসডিও নিজেই পৌঁছে যাচ্ছেন আদিবাসী অধ্যুষিত বাড়িতে।

খোঁজখবর নিচ্ছেন সমস্ত পরিষেবা মিলেছে কিনা। না মিললে সমস্যা কোথায় তা সাথে থাকা সরকারি আধিকারিকদের লিপিবদ্ধ করনের মধ্যেই মিলছে সমাধান। 

 আজ নদীয়ার রানাঘাট উত্তর-পশ্চিম ৮৭ নং বিধানসভার শান্তিপুর ব্লকের আরবান্দি ২ নম্বর পঞ্চায়েতের আড়পাড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের উৎসবের চেহারায় এমনই এক সরকারি পরিষেবা প্রদানের আয়োজন করা হয়। মহকুমা শাসক আইএএস রৌনক আগরওয়াল সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান জি আর রহমান শাহ, উপপ্রধান খোকন মুন্ডা, পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম বিশ্বাস প্রমুখ।

প্রসঙ্গত, সারা রাজ্য ব্যাপি চলছে, অষ্টম দুয়ারে সরকার। চলতি বছরে ৩০ শে ডিসেম্বর কর্মসূচি প্রথমার্ধ হবে যা চলবে ৩১ শে জানুয়ারি পর্যন্ত। এবারের কর্মসূচিতে মোট ৩৬ টি পরিষেবা পাওয়া যাচ্ছে।

*Where, when will the first season of the tournament begin?*

Sports News

 SBNB : The first edition of the FIFA Club World Cup expanded to the United States will be held from June 15 to July 13, 2025, soccer's world governing body said on Sunday. According to FIFA, there will be a significant gap between the final match of the tournament and the start of the domestic league.

The first edition of the FIFA Club World Cup expanded to the United States will be held from June 15 to July 13, 2025, soccer's world governing body said on Sunday.FIFA said the 32-team tournament, which will officially be called the Mundial de Clubes.

The tournament will be organized in accordance with the international match calendar. There will be a considerable gap between the final match of the tournament and the start of the domestic league.

 Pic Courtesy by: X

*Derby in Kalinga Super Cup at the beginning of January, Mohun Bagan-East Bengal*

Sports News 

 

 Khabar kolkata: The group format for the AIIF Kalinga Super Cup was announced on Monday. It has been seen that Mohun Bagan super jaint and East Bengal FC have been placed in the same group.

According to sources, the opening match on January 9 will be the two heads of Kolkata Maidan. But AIIF has not officially announced the Super Cup schedule yet.

ভুয়ো শিক্ষক কাণ্ডে সিআইডি তদন্তে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা : ভুয়ো শিক্ষক কাণ্ডে বিড়ম্বনা বাড়লো পশ্চিমাঞ্চলের এসএসসি চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুনের। তার আবেদনের ভিত্তিতে সিআইডি তদন্তের স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। এর জেরে আরও বিপাকে পড়লেন জেসমিন খাতুন। ভুয়ো শিক্ষিকা হিসাবে তিনি বাঁকুড়ার একটি স্কুলে কর্মরত বলে অভিযোগ করেছিল সিআইডি।

মুর্শিদাবাদের গোথা হাইস্কুলে ভুয়ো শিক্ষক কান্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই মামলাতেই আরো দুই ভুয়ো শিক্ষকের খোঁজ পাওয়া গিয়েছে বলে আদালতে জানায় সিআইডি। যার মধ্যে একজন ছিলেন এসএসসি পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুন। তিনি সিআইডি তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন জানান। সোমবার ছিল মামলার শুনানি। সেই মামলায় মামলাকারীর আইনজীবী দাবি করেন তার মক্কেলের বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ নেই। অথচ এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

যদিও আদালত এই বক্তব্যে সিলমোহর দেয়নি। নির্দেশে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন জানিয়েছে সিআইডি তদন্ত চলবে। বাঁকুড়ার অভিযুক্ত শিক্ষিকার নাম জেসমিন খাতুন। ২০১১ সালের স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষার প্যানেলের নিরিখে ২০১৯ সালে তাঁকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। অথচ তত দিনে ওই প্যানেলের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল।

জেসমিনের স্বামী শেখ সিরাজুদ্দিন বাঁকুড়ার শালডিহা কলেজের অধ্যক্ষ এবং এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের করণচাঁদ হাইস্কুলে কর্মরত শুভেন্দু হাটুয়া নামে এক শিক্ষকের নিয়োগ নিয়েও অভিযোগ উঠেছিল। তিনিও সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। এদিনের রায়ের পর ওই মামলারও তাৎপর্য আর রইল না বলে মনে করছে আইনজীবী মহল।

*কালিয়াগঞ্জ ব্লকের ৮ জন কৃষক কে ভর্তুকি যুক্ত কৃষি যন্ত্র বিতরণ করা হল*


 এসবি নিউজ ব্যুরো: কৃষি কাজের সুবিদার্থে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ৮ জন কৃষক কে ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্র বিতরণ করা হল।সোমবার দুপুর কালিয়াগঞ্জ কৃষি দপ্তরে এই কর্মসূচি টি অনুষ্ঠিত হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ , কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ অন্যান্যরা। 

মূলত এদিন কৃষকদের অত্যাধুনিক রোটাভেটার যন্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি ,এদিন কৃষক দের সরকারি বিভিন্ন প্রকল্প ও কৃষক দের বিভিন্ন যন্ত্রা কি স্কিম রয়েছে সেই বিষয়ে অবগত করা হয়।

*লোক সংস্কৃতি কে ফিরে দেখা*

মহিষাদল: বর্তমান সময়ে সকলে যখন মোবাইলে ব্যাস্ত তখন বর্তমান প্রজন্মের কাছে প্রাচীন লোক সংস্কৃতিকে তুলে ধরতে তাম্রলিপ্ত লোকসংস্কৃতি উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজন করা হলো "লোক সংস্কৃতি কে ফিরে দেখা"। গত ১৮ বছর ধরে সংস্থার উদ্যোগে মহিষাদল গণমৈত্রী ময়দানে আয়োজন করা হচ্ছে লোক সংস্কৃতি কে ফিরে দেখা"।

সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহিষাদল এলাকা পদক্ষিন করে মেলার শুভ সূচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের লোক শিল্পী ও তাদের সম্ভার নিয়ে আগামী ২৩শে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন থাকছে হারিয়ে যাওয়া কিছু খেলা ও লোক শিল্পীদের দ্বারা পরিবেশিত ছৌ নৃত্য, বহুরুপী, গাজন, যাত্রা সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।উদ্বোধনের প্রথম দিন থেকেই মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো। আগামী ২৩ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে পিঠেপুলি প্রতিযোগিতা যা এই মেলার জনপ্রিয় একটি প্রতিযোগতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকেন।

উৎসব কমিটির সম্পাদক আশীষ খাঁড়া জানান, প্রাচীন অনেক খেলা ও নাচ, গান যা আমরা হারাতে বসেছি। সেই সমস্ত খেলা, নাচ, গান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের এই উদ্যোগ।