*লোক সংস্কৃতি কে ফিরে দেখা*
মহিষাদল: বর্তমান সময়ে সকলে যখন মোবাইলে ব্যাস্ত তখন বর্তমান প্রজন্মের কাছে প্রাচীন লোক সংস্কৃতিকে তুলে ধরতে তাম্রলিপ্ত লোকসংস্কৃতি উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজন করা হলো "লোক সংস্কৃতি কে ফিরে দেখা"। গত ১৮ বছর ধরে সংস্থার উদ্যোগে মহিষাদল গণমৈত্রী ময়দানে আয়োজন করা হচ্ছে লোক সংস্কৃতি কে ফিরে দেখা"।
সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহিষাদল এলাকা পদক্ষিন করে মেলার শুভ সূচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের লোক শিল্পী ও তাদের সম্ভার নিয়ে আগামী ২৩শে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। প্রতিদিন থাকছে হারিয়ে যাওয়া কিছু খেলা ও লোক শিল্পীদের দ্বারা পরিবেশিত ছৌ নৃত্য, বহুরুপী, গাজন, যাত্রা সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।উদ্বোধনের প্রথম দিন থেকেই মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো। আগামী ২৩ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে পিঠেপুলি প্রতিযোগিতা যা এই মেলার জনপ্রিয় একটি প্রতিযোগতা। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকেন।
উৎসব কমিটির সম্পাদক আশীষ খাঁড়া জানান, প্রাচীন অনেক খেলা ও নাচ, গান যা আমরা হারাতে বসেছি। সেই সমস্ত খেলা, নাচ, গান বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের এই উদ্যোগ।
Dec 18 2023, 17:45