/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *সাংসদ সাসপেন্ড নিয়ে সরব মমতা* West Bengal Bangla
*সাংসদ সাসপেন্ড নিয়ে সরব মমতা*

সংসদে আজ হামলাকাণ্ডের প্রতিবাদ করায় সাসপেন্ড করা হয়েছে একের পর এক সাংসদকে। ৩৩ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী বলেন, 'আমি ভাগ্যবান আমি এখন সাংসদ নই। যা চলছে তা কাঙ্খিত নয়'। আজ সাসপেন্ড করা হয়েছে কংগ্রেস এবং তৃণমূলসহ অন্যান্য বিরোধী দলের বেশ কিছু সাংসদকে।

প্রসঙ্গত এদিন তৃণমূলেরও কয়েকজন সাংসদকে সাসপেন্ড করা হয়৷ তা নিয়ে মমতা বলেন, ‘শতাব্দী রায়, অভিনেত্রী, তিনি সাসপেন্ড৷ সৌগত রায়ের মতো বর্ষীয়ান সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে৷ এ তো দেখছি, গোটা সংসদই সাসপেন্ড করার মতো অবস্থা৷ এ দেশে স্বৈরতন্ত্র চলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’

সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন তৃণমূলের সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, প্রতিমা মণ্ডল ও প্রসূন বন্দ্যোপাধ্যায়রা৷  প্রসঙ্গত লোকসভায় নিরাপত্তা ভঙ্গন নিয়ে প্রশ্ন তুলতেই কেন্দ্রের সরকার একের পর এক সংসদদের সাসপেন্ড করছে।

শীতের সময় ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে

এসবি নিউজ ব্যুরো: শীতের সময় হাসপাতলে ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে । রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে সামনে পেয়ে এমনটাই অভিযোগ করলেন রোগী ও তার আত্মীয়রা। সাথে সাথেই বিষয় নিয়ে হাসপাতালের কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

সোমবার হঠাৎই কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় হাসপাতাল পরিদর্শনে যান । সেখানে দেখা যায় মেল ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী চেয়ারম্যান কে পেয়ে অভিযোগ করেন যে এই শীতের সময় তাদের কোন রকম কম্বল দেওয়া হচ্ছে না । শুধু কম্বলই নয় এছাড়াও পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না তারা বলে অভিযোগ করেন ।

সাথে সাথেই চেয়ারম্যান সেই ওয়ার্ডের নার্সদের ডেকে বিষয়টি জানতে চাইলে তারা ঠিকমতো উত্তর দিতে পারেনি । এ বিষয়ে দ্রুত বৈঠক করে সমস্যা গুলোর সমাধানের কথা জানিয়েছেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

মালদহে কচ্ছপ পাচার রুখলো আরপিএফ

এসবি নিউজ ব্যুরো: মালদহে কচ্ছপ পাচার রুখলো আরপিএফ। দিল্লি ফেরত ফারাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার কচ্ছপ। মালদা টাউন স্টেশনে পাঁচটি কচ্ছপ উদ্ধার করা হয়।এই ঘটনায় গ্রেপ্তার দুই মহিলা। ধৃত দুই মহিলা মিনাদেবী ও লাখোদেবী ভাগলপুরের বাসিন্দা। ধৃতরা সম্পর্কে দুই বোন। সাহেবগঞ্জ থেকে কচ্ছপ গুলি ট্রেনের তোলা হয় বলে জানতে পেরেছে আরপিএফ।

উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা।

*বাঁকুড়া পৌরসভার সামনে বিক্ষোভ বিজেপির*


বাঁকুড়াঃ 'বিতর্কিত' জায়গায় বাঁকুড়া পৌরসভা সরকারী প্রকল্পে বাড়ি তৈরীর অনুমতি দেওয়ায় শিক্ষক মথুরামোহন দত্ত ও তাঁর ছেলেকে প্রতিবেশীর খুন হতে হয়েছে, অভিযোগ তুলে ও পৌরপ্রধানের পদত্যাগ দাবি করে আন্দোলনে নামলো বিজেপি। সোমবার দলের বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে শহরে মিছিল করে বাঁকুড়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়।

  প্রসঙ্গত, অতি সম্প্রতি শহরের নতুনচটি এলাকায় বাস্তু জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন প্রাক্তন শিক্ষক মথুরামোহন দত্ত ও তাঁর ছেলে। পরে অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করে।

  বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই খুনের ঘটনার পিছনে পৌরসভার তরফে 'বিতর্কিত' জমিতে বাড়ি তৈরীর অনুমতি দেওয়াকেই দাবি করেন। অবিলম্বে ওই খুনের ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পৌরপ্রধানের 'পদত্যাগ' দাবি করেন।

 একই সঙ্গে এদিন পুলিশকেও একহাত নেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। অনুমতি থাকা সত্বেও 'দলদাস' পুলিশ তাঁদের কর্মসূচীতে বাধা দিয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, 'আমরা ক্ষমতায় এলে আপনাদের সেদিন ভালো দিন যাবেনা'।

  যদিও বিজেপির এই অভিযোগ প্রসঙ্গে পৌরসভার তরফে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

*মালদহে কচ্ছপ পাচার রুখলো আরপিএফ*


 এসবি নিউজ ব্যুরো: মালদহে কচ্ছপ পাচার রুখলো আরপিএফ। দিল্লি ফেরত ফারাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার কচ্ছপ। মালদা টাউন স্টেশনে পাঁচটি কচ্ছপ উদ্ধার করা হয়।এই ঘটনায় গ্রেপ্তার দুই মহিলা। ধৃত দুই মহিলা মিনাদেবী ও লাখোদেবী ভাগলপুরের বাসিন্দা। ধৃতরা সম্পর্কে দুই বোন। সাহেবগঞ্জ থেকে কচ্ছপ গুলি ট্রেনের তোলা হয় বলে জানতে পেরেছে আরপিএফ। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা।

*শীতের সময় ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে*


 এসবি নিউজ ব্যুরো: শীতের সময় হাসপাতলে ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে । রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কে সামনে পেয়ে এমনটাই অভিযোগ করলেন রোগী ও তার আত্মীয়রা। সাথে সাথেই বিষয় নিয়ে হাসপাতালের কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

সোমবার হঠাৎই কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় হাসপাতাল পরিদর্শনে যান । সেখানে দেখা যায় মেল ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী চেয়ারম্যান কে পেয়ে অভিযোগ করেন যে এই শীতের সময় তাদের কোন রকম কম্বল দেওয়া হচ্ছে না ।

শুধু কম্বলই নয় এছাড়াও পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না তারা বলে অভিযোগ করেন । সাথে সাথেই চেয়ারম্যান সেই ওয়ার্ডের নার্সদের ডেকে বিষয়টি জানতে চাইলে তারা ঠিকমতো উত্তর দিতে পারেনি । এ বিষয়ে দ্রুত বৈঠক করে সমস্যা গুলোর সমাধানের কথা জানিয়েছেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

*মাজেরহাট ব্রিজ নিজেই গাড়ি ধরলেন কলকাতার মেয়র*


কলকাতা: মাজেরহাট ব্রিজ নিজেই গাড়ি ধরলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।রাবিশ নিয়ে যাচ্ছিল পুকুর ভরাটের জন্য। বিরক্তি প্রকাশ করন মেয়র। পুলিশ কমিশনার কে ব্যাবস্থা নেবার পাশাপাশি, নিজেই দাড়িয়ে ট্রাফিক পুলিশ কে ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মেয়র। বেআইনি রাবিশ ভরা গাড়ি কে বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ।

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উপরে দিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন,একা কলকাতা পৌরসভার পক্ষ থেকে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।পুকুর ভরাট নিয়ে বার বার চিঠি দিয়ে লাভ হচ্ছে না অভিযোগ মেয়রের।পুলিশ কমিশনার কমিশনার কে আবার ব্যাবস্থা গ্রহণ করার আবেদন করলেন মেয়রের।

রেল হকার ঘিরে উত্তেজনা জগদ্দল স্টেশনে

উত্তর ২৪ পরগনা: পূর্ব রেলের তরফে কয়েকদিন আগে নোটিশ দিয়ে জানান, ১৮ ডিসেম্বরের মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলতে হবে। নোটিশ মোতাবেক সোমবার বেলায় জগদ্দল স্টেশনে জবরদখল উচ্ছেদে আসে রেল পুলিশ। যদিও পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না বলে সাফ জানিয়ে দেয় স্টেশনের রেল হকাররা।

অভিযোগ, রেল প্রশাসনের সামনেই এক বন্ধ দোকানদার স্টেশনের বুকিং অফিসারকে হুমকি দেন। যদিও রেল হকার্স ইউনিয়নের কর্তারা এর তীব্র প্রতিবাদ জানান। এমনকি হকাররা তৎক্ষণাৎ হুমকি দেওয়া হকারকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেন।

উচ্ছেদ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর বিপ্লব মালো বলেন, "রেল প্রশাসনের কাছে তারা দাবি রেখেছেন হকার ভাইদের লাইলেন্স দিয়ে রেল ভাড়া নিয়ে হকার ভাইদের জীবিকা সুনিশ্চিত করা হোক। তবে স্টেশনের বুকিং অফিসারকে হুমকির বিষয়ে তিনি পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিলেন।"

থ্যালাসেমিয়া রোগের নামে টাকা তোলার অভিযোগ নবদ্বীপে ।

নদীয়া:থ্যালাসেমিয়া রোগের নাম করে মানুষের থেকে টাকা তোলার নতুন ফন্দি এটে এই রকম ভাবেই ঘুরে বেরাচ্ছে বিভিন্ন এলাকায় এমনই অভিযোগ নবদ্বীপের বাসিন্দা সমাজসেবক রাজীব কংসবনিকের । অভিযোগ বড়ালঘাটে যখন বসেছিলেন রাজীব কংসবনিক ঠিক সেই সময় একজন মহিলা হাতে কয়েকটি কাগজ নিয়ে এসে টাকা চায় রাজীব বাবুর কাছ থেকে । সেই সময় কি কারনে টাকা চাইছে জানতে গেলে ঐ মহিলা বলেন থ্যালাসেমিয়া রোগ নির্মুল করতে আর্থিক সাহায্যের প্রয়োজন ।

এরপর কাগজ দেখতে চাইলে রাজীব বাবুকে দেখানো হয় কিছু বাচ্চার ছবি দেওয়া কয়েকটি কাগজ । তখনই সন্দেহ হয় রাজীব বাবুর , এরপর বিভিন্ন প্রশ্ন করতেই পালিয়ে যেতে চায় ঐ মহিলা । সঙ্গে সঙ্গে রাজীব বাবু তার মোবাইল নিয়ে ভিডিও করতে থাকে । এরপর একে আরো পথ চলতি সাধারন মানুষেরা আসলে রাজীব বাবুর দাবি ঐ মহিলা স্বীকার করেন যে তারা পেটের দায়ে এই রকম রোগির নাম করে টাকা তোলে ।

প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার

উত্তর ২৪ পরগনা: নির্ভরযোগ্য সূত্রে খবরের ভিত্তিতে, ডিএফও উত্তর ২৪ পরগনা (এন) ডিভিশন, বারাসাত এসএফ রেঞ্জ এবং উত্তর ২৪ পরগণার ১০ জনের একটি দল এসপি বন সুরক্ষার নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মধ্যমগ্রাম, বারাসাতের ডিভিশন গতকাল গভীর রাতে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার করে ও বাজেয়াপ্ত করে । সঙ্গে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৩ জন অভিযুক্তই ওড়িশার বাসিন্দা।

সূত্রে খবর এই বাঘের চামড়াটির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। অভিযুক্তদের আজ বারাসাতের সিজেএম আদালতে পেশ করা হবে। চিতাবাঘের চামড়ার উৎস সনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।এবং এই অবৈধ বন্যপ্রাণী ব্যবসার সঙ্গে আন্তঃরাজ্য একটি গ্যাং যুক্ত আছে বলে মনে করছে বনদপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই বনদফতরের তদন্ত কারীরা পুলিশের সাহায্যে তদন্ত শুরু করেছে।