মুখ্যমন্ত্রীর নির্দেশে বসিরহাটে ইটভাটার চিমনি ভেঙ্গে মৃত ৪ পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে চেক, ৫ জন আহতদের ৫০ হাজার টাকা চেক তুলে দিল স্থানীয় প্
উত্তর ২৪ পরগনা: গত ১৩ই ডিসেম্বর সন্ধ্যেবেলায় বসিরহাট থানার বসিরহাট ১ নং ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিথা গ্রামের ইটভাটা চিমনির তলায় আগুন লাগাতেই ১২০ ফুটের লম্বা চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তার তলায় দাঁড়িয়ে থাকা ৪ ব্যাক্তির মৃত্যু হয় ।আর ৫ জন গুরুতর আহত হন।এদের মধ্যে অসিত ঘোষ, ভাটা শ্রমিক হাফিজুল মণ্ডলের বাড়ি বসিরহাটের সোলাদানা ও পাইকার ডাঙ্গা গ্রামে।
এর সঙ্গে উত্তরপ্রদেশের ফজরাবাদের বাসিন্দা রাকেশ কুমার, জেঠুরাম সহ চারজনের মৃত্যু হয়। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, মৃত পরিবার কে সমবেদনা এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। একদিকে ভিন রাজ্যের যে দুই শ্রমিকের মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দিয়ে, তার সবরকম প্রশাসনিকভাবে ব্যবস্থা করেন পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন।
আজ পাঁচ দিনের মধ্যে মৃত ব্যক্তির ৪ পরিবারের হাতে প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাটের মহাকুমার শাসক আশীষ কুমার, বসিরহাট ১ নং ব্লকের বিডিও গোপাল চক্রবর্তী, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা।
Dec 18 2023, 14:59