তমলুকের বহিচাড় গ্ৰামে গীতা পাঠ এবং বস্ত্রদানের আয়োজন করে একটি ধর্মীয় সংগঠন
এসবি নিউজ ব্যুরো: বিজেপি ২৪ শে ডিসেম্বর কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসছে গীতা পাঠের আসর। সেই গীতা পাঠের সফল করার জন্য আজ পূর্ব মেদিনীপুরের তমলুকের বহিচাড় গ্ৰামে গীতা পাঠ এবং বস্ত্রদানের আয়োজন করেন একটি ধর্মীয় সংগঠন।গীতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গীতা পাঠ অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী নাম না করে মহুয়া মৈত্রকে আক্রমণ করে বলেন কালি ঠাকুর সম্পর্কে বিরুপ মন্তব্য করেছিল, তাই আজকে প্রাক্তন সাংসদ হয়ে গেছেন। দিঘাতে যে জগন্নাথ মন্দির হচ্ছে, সেটা সরকারি টাকায় হচ্ছে। আর রামমন্দির নির্মান হচ্ছে জনগনের দানের টাকায়। দিঘায় হচ্ছে জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র।
আগামী ২২শে জানুয়ারি রামন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন । মধ্যপ্রদেশ, ছত্তিসগড় সরকার প্রবীণ নাগরিকদের রামমন্দির দর্শণ করানোর ব্যাবস্থা করছে। রাম মন্দির উদ্বোধনের আগে ১৫ দিন ধরে রাম সৈনিকরা গ্রামে গ্রামে ঘুরে আমন্ত্রণপত্র পৌঁছে দেবে ৬ লক্ষ পরিবারের কাছে। এদিন প্রদীপ দানের কর্মসূচিও ঘোষণা করেন বিরোধী দলনেতা।
Dec 17 2023, 20:05