বীরভূমের ভবানীপুরের বেলেড়া গ্রামে মন্দির কমিটির তরফে বলিদান প্রথা বাতিল করে রক্তদান শিবির
এসবি নিউজ ব্যুরো: বীরভূমের ভবানীপুরের বেলেড়া গ্রামে মন্দির কমিটির তরফে বলিদান প্রথা বাতিল করে রক্তদান শিবির আয়োজন করল। এখানের বেলেড়া মা দুর্গা মন্দিরে প্রতিবছর দুর্গাপূজার সময় কয়েকশো ছাগ বলিদান করা হয়। কিন্তু এবছর মন্দির কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরপর থেকে আর কোনো বলিদান এই মন্দিরে হবে না। এই উদ্দেশ্যেই রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল। ৩১জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করলেন। যারা আজ রক্তদান করেছেন তাদের নামে সংকল্প করে মন্দিরে পুজো দেওয়া হবে বলে মন্দির কমিটির তরফে জানা গিয়েছে। প্রত্যেক রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
পাশাপাশি,তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় উপহার হিসেবে। এদিন মন্দিরের প্রাক্তন পুরোহিত প্রয়াত রামচন্দ্র শিকদার ও বেচারাম শিকদারের আত্মার শান্তি কামনা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি জীবন আচার্য, সমাজসেবী রানা প্রতাপ রায়, শিক্ষক মানিক চন্দ্র সাহা, শিক্ষক অগ্রদূত সাধু, আধিকারিক চন্দ্রশেখর মন্ডল, সেবাইত দেবাশীষ চক্রবর্তী ও সেবাইত অরূপ ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Dec 17 2023, 18:41