/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় ভাঙলো বুকের পাঁজর বিজেপি কর্মীর West Bengal Bangla
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় ভাঙলো বুকের পাঁজর বিজেপি কর্মীর

 এসবি নিউজ ব্যুরো: ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমাড়ির পাইকার পাড়া এলাকায়। অভিযোগ এদিন বিজেপি কর্মী এফাজুদ্দিন বাড়ির কাজের জন্য শ্রমিক ডাকতে যায় বাড়ির পাশেই কিছুটা দূরে। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মহম্মদ আজাদ ও মহম্মদ রাজু ,দুই ব্যাক্তি অতর্কিত বিজেপি কর্মীর উপর হামলা চালায় বলে অভিযোগ। মাটিতে ফেলে চলে বেধড়ক মারধর। চলে লাথি, চর, ঘুসি, এতেই গুরুতর আহত হন বিজেপি কর্মী।

খবর পেয়ে আহত ব্যক্তির পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার পর রেফার করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকের প্রাথমিক অনুমান বুকের পাঁজর ভেঙে থাকতে পারে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে পরিবারের সদস্যরা জানান।

পাস দেওয়া বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার, সংসদ ভবনে হামলার প্রসঙ্গে কেন্দ্রকে তোপ অরূপ রায়ের

 এসবি নিউজ ব্যুরো: সংসদ ভবনে আক্রমণের ২২ বছর পূর্তির দিনেই ফের লোকসভা চলাকালীন হামলার ঘটনা ঘটে। আর এই হামলার দায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বলেই দাবি করলেন বাণিজ্যিক খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায় বলেন,' যে বিজেপি সাংসদ এদেরকে সাংসদ ভবনে ঢোকার জন্য পাস দিয়েছিলো, তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কড়া ব্যবস্থা নিক।

আমরা এই ঘটনাতে সরাসরি বিজেপিকেই দায়ী করছি। ওই সাংসদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।" এছাড়াও মহুয়া মৈত্র এমন কোন কাজ করেন নি যার জন্য তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হল। আসলে মহুয়া স্পষ্টবাদী তাই তাকে কেন্দ্রীয় সরকার ভয় পায়। সে আবার তার লোকসভা কেন্দ্র থেকে দ্বিগুন ভোটে জয়ী হয়ে আসবে।'

এছাড়াও তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাংসদ ভবন কাণ্ডের মূল চক্রান্তকারী ললিতের ছবি প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন,' এখন সবার হাতেই ক্যামেরাযুক্ত মোবাইল ফোন থাকে। কেউ যখন খুশি ছবি তুলতেই পারে, এটা বলা যায় না। যদিও সাংসদ ভবনের নিরাপত্তা আরও শক্তপোক্ত হওয়া উচিৎ ছিল। যে কেউ হাতে স্মোক বোম্ব নিয়ে ঢুকে পড়ছে। আমি তো এটাও শুনেছি তাদের নিজেদের গায়ে আগুন জ্বালানোর পরিকল্পনাও ছিল।' পাশাপাশি, বিজেপি শিবিরের তোলা তৃণমূল মানেই চোর স্লোগানকে কটাক্ষ করে মন্ত্রী বলেন,' দেশবাসী জানে কারা চোর।'

WestBengalBangla
আজকের ম্যারাথনের কিছু মুহূর্ত ছবি ধরা পড়েছে আমাদের *চিত্রগ্রাহক: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)* ক্যামেরায়
অকাল নিম্নচাপ কেটে গেলেও তার জেরে বর্তমানে ক্ষতির মুখে নদীয়ার ফুল চাষিরা

নদীয়া:নদীয়ার ধানতলা থানা এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চাষের জমি। আর এখানে অধিকাংশ চাষীরা চাষ করেন ফুল। ফুল চাষের উপরই তাদের জীবিকা নির্ভরশীল। এই সমস্ত এলাকায় গাঁদা,রজনীগন্ধা, গেদুওলাশ,চন্দ্রমল্লিকা, গোলাপ,সহ বিভিন্ন রকমের ফুল চাষ করা হয়। এখান থেকেই ফুল পাড়ি দেয় দিল্লি, গুজরাট,আসাম,কুচবিহার, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায়।

চাষিরা ফুল নিয়ে বিক্রি করতে আসেন নদীয়ার ধানতলা নোকারি ফুলের বাজারে। রানাঘাট স্টেশন থেকে কয়েক কিলোমিটার ভিতরেই ধানতলা নোকারী ফুলের বাজার। স্বাভাবিকভাবেই কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন ফুল কিনতে। এছাড়াও বিভিন্ন জেলা ছাড়িয়ে রাজ্য থেকেও ক্রেতা অর্ডার দিয়ে যাচ্ছেন ফুলের। আর সেই ফুল প্যাকিং হয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়।

তবে এবছর ঠান্ডা কিছুটা দেরিতে পড়লেও সেভাবে সমস্যায় পড়তে হয়নি ফুল চাষীদের। চাষীদের কথায় এ বছর তারা সেভাবে দামও পাচ্ছেন না ফুলের। অন্যদিকে অকাল নিম্নচাপ বৃষ্টির জেরে ফুল গাছ নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ফুলের কালার নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে ফুলের দাম পাচ্ছেন না চাষিরা। আর তাই ক্ষতির মুখে পড়তে হয়েছে ফুল চাষীদের।

*কোলাঘাটে সুন্দরী প্রতিযোগিতা,মহিলাদের উন্মাদনা*

কোলাঘাট: রাজ্যের আটটি জেলার প্রায় শতাধিক মেকআপ আর্টিস্ট তাদের সাজানো মডেলদের মঞ্চে উপস্থাপিত করেন।

প্রতিযোগিতা হয় ব্রাইডাল, ক্রিয়েটিভ এবং রেট্রো লুক এই তিনটি বিভাগে। সব বিভাগ মিলে মোট ষোলোজনকে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার, শাড়ি, স্মারক এবং ট্রফি প্রদান করে পুরস্কৃত করা হয়। মেকআপ আর্টিস্টদের শিল্প ভাবনায়, সাজস্বজ্জার বৈচিত্র্যে এবং ঝলমলে উপস্থাপনায় উপস্থিত দর্শকবৃন্দ মুগ্ধ হন

উৎসব কমিটির পক্ষে বিউটিসিয়ান সোমা বেরা জানান রূপচর্চা এখন বৃহৎ শীল্পে পরিণত হয়েছে। সেই শিল্প এবং শিল্পীদের সম্মান জানাতে এই আয়োজন। এই আয়োজন ঘিরে আগ্রহী দর্শকদের ভিড় হয়েছিল উল্লেখযোগ্য।

উল্লেখ্য , হরেকরকম অনুষ্ঠান, প্রতিযোগিতা, প্রর্দশনী এবং গ্রামীণ মেলার আয়োজন সমৃদ্ধ কোলাঘাট উৎসবের আজ ই ছিল উৎসবের সমাপ্তি দিন।

খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নোনাপুকুর এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। বাড়ি থেকে গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

মনে করা হচ্ছে আগুন লাগার জেরে এখনও বেশ কয়েকজন ওখানে আটকে পড়েছে। তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায় নি। কী করে এই আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কলকাতায় ১১ তম টাটা স্টিল কলকাতা 25k ম্যারাথন

খেলা

কলকাতা: রবিবার সকালেই শুরু হয় ১১ তম টাটা ম্যারাথন । ভোর রাত থেকে রেড রোডে জমায়েত হন মানুষজন। এদিনের অনুষ্ঠানে শুরুতে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল সি ভি আনন্দ বোস, দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতা পুর পারিষদ তথা বিধায়ক দেবাশীস কুমার। সকলের মত স্বাস্থ্য সচেতনতা সবসময় প্রয়োজন, আগামী দিনে এই কর্মসূচি আরও বেশি হোক বলেই মনে করছেন তারা।এদিন, সাংবাদিকদের সামনে রাজ্যপাল বোস বলেছেন, “ভারত দৌড়চ্ছে, কলকাতা দৌড়চ্ছে, বাংলা দৌড়চ্ছে, পুরো পৃথিবী দৌড়চ্ছে। আমরা সকলে দৌড়চ্ছি একতা, শান্তি,সম্প্রিতীর জন্য।” রাজ্যপালের কথায়, রাজনীতি খেলাধুলার মধ্যে প্রবেশ করলে গন্ডগোল বাধে। তাই সকলের মধ্যে ‘স্পোর্টসম্যান’ স্পিরিট থাকা প্রয়োজনীয়। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “শরীর স্বাস্থ্য ভাল না থাকলে কোনও কাজ ভাল হয় না। এখানে যাঁরা প্রতিযোগী তাঁরা সবাই প্রথম হবেন এমন কোনও ব্যাপার নেই। কিন্তু অংশ গ্রহণ করাই বড় ব্যাপার। একদিন দৌড়লে হবে না, রোজ দৌড়তে হবে।" প্রচুর সাধারণ মানুষ এদিনের এই ম্যারাথনে যোগদান করেন। ভারতীয় দের মধ্যে ছেলে ও মেয়েদের বিভাগে জয়ী হন

আজ রবিবার ছুটির দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আয়োজিত হয় ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা ।

 নদীয়া:অতিতে বিভিন্ন সংগঠনের এবং স্কুলের পক্ষ থেকে মেধা পরিষার ব্যবস্থা করা হলেও এখন আর সেই সব দেখা যায় না । কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সেই মেধা পরিক্ষা গুরুত্ব বুঝে তারা তাদের মতো করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আজও আয়োজন করে এই মেধা পরিক্ষার । আজ নদিয়ার শান্তিপুরে আয়োজন করা হয় এই মেধা পরিক্ষার । পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন স্কুলকে সঙ্গে নিয়ে একটি বিজ্ঞান মেধা পরিক্ষার আয়োজন করা হয় । পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের শান্তিপুর শাখার এক সদস্য জানান বিভিন্ন স্কুলকে সঙ্গে নিয়ে এই মেধা পরিক্ষার আয়োজন করা হয়েছে ।

এই পরিক্ষা হয় পঞ্চম শ্রেনি থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীদের নিয়ে বিজ্ঞান এবং অংক এই দুইয়ের পরিক্ষা নেওয়া হচ্ছে । মোট ১ ঘন্টার পরিক্ষা । এই পরিক্ষা নিয়ে ছাত্র ছাত্রীর অভিভাবকরা জানান যে এই পরিক্ষা প্রতিবছর নেওয়া উচিত । এটি একটি ভালো উদ্যোগ । এই পরিক্ষা মাধ্যমে বিজ্ঞান কি বিষয় বিজ্ঞান আমরা কেন পড়বো সেই সম্পর্কে ধারনা আসবে এবং বিজ্ঞান পড়ায় অনেক আগ্রহ বাড়বে ছাত্রছাত্রীদের ।

*চতুর্থ মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল*

মহিষাদল: শিক্ষা,সংস্কৃতি ও ক্রীড়ার শহর মহিষাদল। সেই শহরে বসতে চলেছে তিনদিনের চতুর্থ মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৪।রবিবার বিপন্নবন্ধুর সভাগৃহে বৈঠকে ঘোষনা করা হয় আগামী ১ মার্চ ২০২৪ থেকে ৩রা মার্চ ২০২৪ তিনদিন ধরে বসবে মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল -২০২৪।

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে শুরু হচ্ছে তিন দিনের স্পোর্টস ফেস্টিভ্যাল। জেলার প্রতিভাকে রাজ্যস্তরে তুলে ধরার লক্ষ্যে স্পোর্টস ফেস্টিভ্যালের আয়োজন। নব প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। মহিষাদল সুইমিং ক্লাবের আয়োজনে এই স্পোর্টস ফেস্টিভ্যালে গোটা রাজ্যের পাশাপাশি ভিন দেশের প্রতিযোগিরা বিভিন্ন প্রতিযোতায় অংশগ্রহন করবে। সুইমিং,ম্যারাথন, ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থাকছে মহিষাদল স্পোর্টস ফেস্টিভ্যাল।

সংগঠনের সম্পাদক কঙ্কন প্রানিগ্রাহী জানান, প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের খেলার আগ্রহ বাড়িয়ে তৃণমূল স্তর থেকে তুলে তাদের রাজ্য ও আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতেই আমাদের এই প্রয়াস।

ইনসাফ যাত্রায় বাধা, বিরোহীতে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ

নদীয়া:কাজ ও শিক্ষার অধিকার বুঝে নাও, দুর্নীতিবাজ দাঙ্গাবাজ হাটাও, এই স্লোগান তুলে কোচবিহার থেকে শুরু হয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা। রবিবার ৪৫ দিনে সেই ইনসাফ যাত্রা নদিয়ার চাকদা হয়ে বিরোহী এসে পৌঁছলে বাধার মুখে পড়ে। পুলিশ প্রশাসনের তরফে যুব নেতৃত্বকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। অভিযোগ, জনৈক পুলিশ আধিকারিক বাম যুব নেতৃত্বকে বলেন, তোরা তো আর ক্ষমতায় আসতে পারবি না। তাহলে এসব করে লাভ কী?

এর প্রতিবাদ জানিয়ে ইনসাফ যাত্রার বামকর্মীরা পথ অবরোধ করে। পরে পুলিশ প্রশাসন অন্যায়ের ক্ষমা চেয়ে নেওয়ায় আধঘন্টা পরে বিরহীতে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন। এরপর ডিওয়াইএফআই-এর নেতৃত্ব ও কর্মীদের পদযাত্রা রওনা দিলো মদনপুর, গয়েশপুর ও কল্যাণীর উদ্দেশ্যে। এরপর রওনা দেবে উত্তর ২৪ পরগনার দিকে।

এই পথসভায় ও পদযাত্রায় নেতৃত্বে রয়েছেন মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা। এছাড়াও একাধিক নেতৃত্ব ও কর্মীরা।