আজ রবিবার ছুটির দিনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আয়োজিত হয় ছাত্র-ছাত্রীদের মেধা অন্বেষণ পরীক্ষা ।
নদীয়া:অতিতে বিভিন্ন সংগঠনের এবং স্কুলের পক্ষ থেকে মেধা পরিষার ব্যবস্থা করা হলেও এখন আর সেই সব দেখা যায় না । কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সেই মেধা পরিক্ষা গুরুত্ব বুঝে তারা তাদের মতো করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আজও আয়োজন করে এই মেধা পরিক্ষার । আজ নদিয়ার শান্তিপুরে আয়োজন করা হয় এই মেধা পরিক্ষার । পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে শান্তিপুরের বিভিন্ন স্কুলকে সঙ্গে নিয়ে একটি বিজ্ঞান মেধা পরিক্ষার আয়োজন করা হয় । পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের শান্তিপুর শাখার এক সদস্য জানান বিভিন্ন স্কুলকে সঙ্গে নিয়ে এই মেধা পরিক্ষার আয়োজন করা হয়েছে ।
এই পরিক্ষা হয় পঞ্চম শ্রেনি থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত ছাত্র ছাত্রীদের নিয়ে বিজ্ঞান এবং অংক এই দুইয়ের পরিক্ষা নেওয়া হচ্ছে । মোট ১ ঘন্টার পরিক্ষা । এই পরিক্ষা নিয়ে ছাত্র ছাত্রীর অভিভাবকরা জানান যে এই পরিক্ষা প্রতিবছর নেওয়া উচিত । এটি একটি ভালো উদ্যোগ । এই পরিক্ষা মাধ্যমে বিজ্ঞান কি বিষয় বিজ্ঞান আমরা কেন পড়বো সেই সম্পর্কে ধারনা আসবে এবং বিজ্ঞান পড়ায় অনেক আগ্রহ বাড়বে ছাত্রছাত্রীদের ।
Dec 17 2023, 17:27